Category – Blog
সম্প্রতি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-এর তরফ থেকে JEE (Main) 2023 পরীক্ষার আপডেট প্রকাশিত হয়েছে এবং রেজিস্ট্রেশন করা শুরু হয়ে গেছে।
JEE (Main) পরীক্ষাটি হল একটি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা, যা উত্তীর্ণ করে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলোজি তে B.Tech/B.E এবং আর্কিটেকচার এ B.Arch ও B.Planning কোর্সে ভর্তি হওয়া যায়।
JEE (Main) পরীক্ষার সব আপডেট দেখে নিন এই পোস্ট থেকে।
Table of Contents
JEE (Main) 2023 পরীক্ষার তারিখ | Date of Examination of JEE (Main) 2023
2023-এর JEE (Main) প্রবেশিকা পরীক্ষাটির তারিখ হল –
• প্রথম পর্ব বা Session-1 2023-এর 24, 25, 29, 30 ও 31 জানুয়ারি ও 1 লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। উল্লেখিত দিনগুলি দুটি শিফটে পরীক্ষা হবে। 28 শে জানুয়ারি শুধুমাত্র দ্বিতীয় শিফটে পরীক্ষা হবে।
• দ্বিতীয় পর্ব বা Session-2 2023-এর 06, 07, 08, 09, 10, 11 ও 12 এপ্রিলে অনুষ্ঠিত হবে।
JEE (Main) পরীক্ষাটি অফলাইনে অর্থাৎ OMR শীটে দিতে হয়।
JEE (Main) পরীক্ষা সম্পর্কে আরো জানার জন্য দেখে নিন – JEE (Main) পরীক্ষা কি?
কিভাবে JEE (Main) পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করবেন?
- এই পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ অনলাইনে হয়। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বোর্ডের JEE (Main)-এর অফিসিয়াল ওয়েবসাইট www.jeemain.nta.nic.in-এ ভিসিট করতে হবে।
- নিজের নাম এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
- রেজিস্ট্রেশন সম্পূর্ণ অ্যাপ্লিকেশন নাম্বার ও পাসওয়ার্ড পাবেন এবং সেটি দিয়েই দুটি পর্বের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবেন।
- অ্যাপ্লিকেশন করার পর তার ফি দিয়ে দিলে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হবে।
[জেনে রাখো – পরীক্ষার্থীদের সুবিধার্থে জানানো হচ্ছে যে, www.jeemain.nta.nic.in-এর হোম পেজে Information ট্যাবে ক্লিক করলে যে লিস্টটি পাওয়া যাবে তার Information Bulletin অপশনে ক্লিক করলে একটি PDF খুলে যাবে। ঐ PDF-এর শেষের দিকে পুরো অ্যাপ্লিকেশন ফিল আপ করার পদ্ধতি ছবির সাহায্যে দেওয়া রয়েছে, চাইলে পরীক্ষার্থীরা দেখে নিতে পারেন।]
পরীক্ষার্থীদের জানানো হচ্ছে, যে এই অ্যাপ্লিকেশন ফর্ম নির্ভুলভাবে ফিল আপ করতে হবে এবং সাবমিট করার আগে অতি অবশ্যই একবার সম্পূর্ণ মিলিয়ে নেওয়া দরকার। সাবমিট হয়ে যাওয়ার পর ফর্মে কোনো ভুল থেকে গেলে তা আর পরবর্তীকালে ঠিক করা যাবে না।
JEE (Main) পরীক্ষার রেজিস্ট্রেশন ফি কত টাকা?
এই পরীক্ষার অ্যাপ্লিকেশন ফি বিভিন্ন পরীক্ষার্থীর জন্য ভিন্ন হয়।
Paper-1 বা Session-1 হল B.E./B.Tech কোর্সে ভর্তি পরীক্ষার্থীদের জন্য এবং Paper-2 বা Session-2 হল B.Arch (2.A) ও B.Planning (2.B).
Paper-1 এবং Paper-2-এর A, B তিনটির ক্ষেত্রে একই রেজিস্ট্রেশন ফি হয় কিন্তু কেউ যদি দুটি/ তিনটি পেপারই পরীক্ষা দিতে চায় তাহলে দুটি পেপারের টাকা যোগ করে মোট* দিতে হয়।
*[Paper-1-এর রেজিস্ট্রেশন ফি ধরি 500 টাকা এবং Paper-2-এরও রেজিস্ট্রেশন ফি 500 টাকা, যিনি দুটি পেপারই দিতে চান, তাকে (500+500) = 1000 টাকা মোট পে করতে হবে।]
নীচে পেপারগুলির ভাগ ছকের সাহায্যে দেখানো হল –
পেপারের ভাগ | পরীক্ষার্থী | ফি |
---|---|---|
পেপার-1: B.E./B. Tech বা পেপার-2A: B. Arch বা পেপার-2B: B.Planning | জেনারেল পুরুষ - জেনারেল মহিলা - SC/ST/OBC প্রার্থী (পুরুষ/মহিলা)/Third Gender - | 1000 টাকা 800 টাকা 500 টাকা |
পেপার-1: B.E./B. Tech & পেপার-2A: B. Arch বা পেপার-1: B.E./B. Tech & পেপার-2B: B. Planning বা পেপার-1: B.E./B.Tech, পেপার-2A: B. Arch & পেপার-2B: B.Planning বা পেপার-2A: B. Arch & পেপার-2B: B.Planning | জেনারেল পুরুষ - জেনারেল মহিলা - SC/ST/OBC প্রার্থী (পুরুষ/মহিলা)/Third Gender - | 2000 টাকা 1600 টাকা 1000 টাকা |
JEE (Main) পরীক্ষার রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে?
Session-1 বা প্রথম পর্বের জন্য –
- 2022 সালের অর্থাৎ এই বছরের 15ই ডিসেম্বর থেকে 2023 সালের 12ই জানুয়ারির রাত 9: 00 অবধি ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন চলবে।
- এই ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার সময়সীমা 2023 সালের 12ই জানুয়ারির রাত 11:50 অবধি।
Session-2 বা দ্বিতীয় পর্বের জন্য –
- 2023 সালের 7ই ফেব্রুয়ারি থেকে 7ই মার্চের রাত 9: 00 অবধি টানা একমাস ধরে ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন চলবে।
- এই ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার সময়সীমা 2023 সালের 7ই মার্চের রাত 11:50 অবধি।
[বিঃদ্রঃ পরীক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে ফর্ম ফিল আপের পর থেকে পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন আপডেট পেতে, নিয়মিত NTA-এর অফিসিয়াল ওয়েবসাইট www.jeemain.nta.nic.in/-এ নজর রাখতে হবে।]
JEE (Main) পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে?
2023 সালের জানুয়ারি মাসের 24 তারিখ (24.01.2023) প্রথম পর্বের অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে এবং তা ডাউনলোড করা যাবে।
2023 সালের মার্চ মাসের শেষ সপ্তাহে দ্বিতীয় পর্বের অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে বলে জানিয়েছেন NTA।
অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন?
- পরীক্ষার্থীকে সর্বপ্রথম জেইই মেন-এর জন্য নির্ধারিত NTA-এর অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-এ যেতে হবে।
- হোমপেজে ‘Session-1’-এর ট্যাবে গিয়ে অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিলে অ্যাডমিট কার্ডটি খুলে যাবে।
- এরপর অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে।
JEE (Main) 2023 পরীক্ষাটি দেওয়ার জন্য এই অ্যাডমিট কার্ড খুবই গুরুত্বপূর্ণ। অনলাইনে প্রকাশিত অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট করে পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে যেতে হবে। NTA জানিয়েছেন, পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে দেওয়া হবে না।
JEE (Main) পরীক্ষাটির প্রথম পর্ব কোন শহরে হবে এবং পরীক্ষার সময়, তা 2023 সালের জানুয়ারি মাসের 18 তারিখ (18.01.2023)-এ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এবং দ্বিতীয় পর্ব কোন শহরে হবে, তা 2023 সালের মার্চ মাসের তৃতীয় সপ্তাহে NTA-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে।
JEE (Main) পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে?
ন্যাশনাল টেস্টিং এজেন্সি বোর্ড এখনো রেজাল্ট প্রকাশিত হওয়ার কোনো তারিখ নির্দিষ্ট করেননি। রেজাল্ট প্রকাশিত হওয়ার তারিখ জানার জন্য NTA-এর অফিসিয়াল ওয়েবসাইট বা আমাদের CareerBondhu.com ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকুন।
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশনস বোর্ড (WBJEEB)-এর তরফ থেকে WBJEE 2023 পরীক্ষার তারিখ ঘোষিত হয়েছে। WBJEE 2023 পরীক্ষার আপডেট দেখে নিন – WBJEE 2023 পরীক্ষার তারিখ | Date of Examination of WBJEE 2023
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।