NEET 2023
Category – Blog

সম্প্রতি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-এর তরফ থেকে NEET (UG) 2023 পরীক্ষার আপডেট প্রকাশিত হয়েছে।

NEET পরীক্ষা কি?

NEET এর পুরো কথা হল ন্যাশানাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (National Eligibility Cum Entrance Test)।

NEET (UG) পরীক্ষাটি হল একটি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা, যা উত্তীর্ণ করে ডাক্তার, নার্সিং ও চিকিৎসা ক্ষেত্রের বিভিন্ন পদ সংক্রান্ত কোর্সে অর্থাৎ Medicines & Allied Studies কোর্সে ভর্তি হওয়া যায়।


NEET (UG) পরীক্ষা সম্পর্কে আরো জানার জন্য দেখে নিন – NEET (UG) পরীক্ষা কি?

NEET (UG) 2023 পরীক্ষার তারিখ | Date of Examination of NEET (UG) 2023

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানালেন যে আগামী বছর অর্থাৎ 2023 সালের 7ই মে (7th May 2023) এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

NEET (UG) 2023 পরীক্ষার রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে?

  • 2023 সালের মার্চ মাসের 6 তারিখ (06.03.2023), থেকে ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে।
  • এই ফর্ম ফিল আপ এবং ফি জমা দেওয়ার সময়সীমা চলবে 2023 সালের এপ্রিল মাসের 6 তারিখ (06.04.2023), রাত নটা (9:00 pm) পর্যন্ত।
  • রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার শেষ তারিখ 6ই এপ্রিল (06.04.2023), রাত 11টা 50মিনিট (11:50 pm) পর্যন্ত।
  • ফর্ম ফিল আপে কোনো ত্রুটি থাকলে তা ঠিক করার সময় ওয়েবসাইটে পরে জানানো হবে।

কিভাবে NEET (UG) পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করবেন?

  • এই পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ অনলাইনে হয়। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে NTA অফিসিয়াল ওয়েবসাইট www.nta.ac.in-এ ভিসিট করতে হবে।
  • এরপর হোমপেজের মেনুতে ‘NEET (UG) 2023 Registration’ ট্যাবটি ক্লিক করতে হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
  • এরপর নিজের নাম এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে, রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন ফি জমা দিলে অ্যাপ্লিকেশন বা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

NEET (UG) পরীক্ষার রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন ফি কত টাকা?

এই পরীক্ষার রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন ফি বিভিন্ন প্রার্থীদের জন্য ভিন্ন।

  • জেনারেল পরীক্ষার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি 1700 টাকা।
  • জেনারেল EWS এবং OBC-NCL পরীক্ষার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি 1600 টাকা।
  • SC/ST/PwBD/Third Gender প্রার্থীদের জন্য এই অ্যাপ্লিকেশন ফি 1000 টাকা।
  • ভারতবর্ষের বাইরের পরীক্ষার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি 9500 টাকা।

NEET (UG) 2023 পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে?

NTA-এর তরফ থেকে NEET (UG) 2023 পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হওয়ার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষিত হয়নি, ওয়েবসাইটে পরে জানানো হবে। NEET (UG) 2023 পরীক্ষাটি দেওয়ার জন্য এই অ্যাডমিট কার্ড খুবই গুরুত্বপূর্ণ। অনলাইনে প্রকাশিত অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর তা প্রিন্ট আউট করে পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে যেতে হবে।

NEET (UG) 2023 পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে?

NTA-এর তরফ থেকে NEET (UG) 2023 পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষিত হয়নি।

[বিঃদ্রঃ পরীক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে NEET সম্পর্কে আরো তথ্য পাওয়ার জন্য NTA-এর অফিসিয়াল ওয়েবসাইট (www.nta.ac.in) বা আমাদের CareerBondhu.com ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকুন।]

সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশনস বোর্ড (WBJEEB)-এর তরফ থেকে JENPAS (UG) 2023 পরীক্ষার আপডেট প্রকাশিত হয়েছে। জেনে নিন ক্লিক করে – JENPAS (UG) 2023 পরীক্ষার আপডেট

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!