JENPAS-UG
Category – Entrance Exam

JENPAS এর সম্পূর্ণ অর্থ হল জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালায়েড সায়েন্সস (Joint Entrance Test for Nursing, Paramedical, and Allied Sciences). এই পরীক্ষাটির আয়োজক হল, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (The West Bengal Joint Entrance Examinations Board) বা WBJEEB.


JENPAS (UG) 2024 পরীক্ষাটি 30শে জুন (30-06-2024), রবিবার অনুষ্ঠিত হবে।

JENPAS (UG) পরীক্ষা কী?

এই পরীক্ষাটি একটি প্রবেশিকা পরীক্ষা। UG-এর সম্পূর্ণ কথা আন্ডার গ্র্যাজুয়েট (স্নাতক) অর্থাৎ এই পরীক্ষা দিয়ে নার্সিং, প্যারামেডিক্যাল এবং অ্যালায়েড সায়েন্স বিষয়গুলি নিয়ে স্নাতকস্তরে পড়াশোনা করা যায়।

এই পরীক্ষাটি দিয়ে যে যে কোর্সে ভর্তি হওয়া যায়, সেগুলি হল –

B.Sc. Nursing (Bachelor of Nursing)
B.P.T. (Bachelor of Physiotherapy)
B.M.L.T (Bachelor of Medical Laboratory Technology)
• B.Sc. CCT (B.Sc. in Critical Care Technology)
• B.Sc. OTT (B.Sc. in Operation Theatre Technology)
B.Sc. PT (B.Sc. in Perfusion Technology)
B.Sc. PA (B.Sc. in Physician Assistant)
• B.Sc. MMB (B. Sc. In Medical Microbiology)
• B.H.A. (Bachelor in Hospital Administration)

[শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে B.Sc নার্সিং পড়ার জন্য JENPAS (UG) প্রবেশিকা পরীক্ষাটি দিতে হয়। NEET (UG) প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে সর্বভারতীয় স্তরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে B.Sc নার্সিং পড়া যায়।]

NEET Exam Details
NEET পরীক্ষা সম্পর্কিত কিছু তথ্য আলোচনা

JENPAS (UG) পরীক্ষার যোগ্যতা (Eligibility)

শিক্ষাগত যোগ্যতা

এই প্রবেশিকা পরীক্ষাটি দিতে হলে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা উত্তীর্ণ হওয়া আবশ্যক বা উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2)-এ পাঠরত (দ্বাদশ শ্রেণীতে) তারাও এই প্রবেশিকা পরীক্ষার জন্য আবেদন করতে পারেন।

নার্সিং কোর্স, BPT, BMLT, CCT, OTT, PT, PA, MMB কোর্সগুলি পড়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry), জীববিদ্যা (Biology) বিষয়গুলি এবং ইংরাজিতে উত্তীর্ণ হতে হবে।
careerbondhu.com whatsapp channel

উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার প্রত্যেকটি বিষয়ে 45% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। SC/ST/OBC-A/OBC-B/PwD দের জন্য প্রত্যেকটি বিষয়ে 40% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে।

BHA কোর্স নিয়ে পড়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে পড়তে হয় না, যে কোনো বিভাগের ছাত্রছাত্রী এই কোর্সে ভর্তি হতে পারে JENPAS (UG) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে। উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা 50% নাম্বার নিয়ে পাশ করতে হবে। SC/ST/OBC-A/OBC-B/PwD দের জন্য সেই নাম্বারের মাত্রা কমে 45% হয়।

বয়সের যোগ্যতা

এই পরীক্ষা দেওয়ার সর্বনিম্ন বয়সসীমা হল 17 বছর। বয়সের ঊর্ধ্বসীমা কোর্সের উপর নির্ভর করে,
• নার্সিং কোর্সের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা হল 35 বছর,
• আবার BMLT, CCT, OTT, PT, PA, MMB, BHA এই কোর্সগুলির বয়সের ঊর্ধ্বসীমা হল 40 বছর।
• BPT কোর্সের বয়সের কোনো নির্দিষ্ট ঊর্ধ্বসীমা নেই।

JENPAS (UG) পরীক্ষার বিষয় (Details of Exam)

এই পরীক্ষাতে মাল্টিপল চয়েস প্রশ্ন [MCQ] আসে। JENPAS (UG) পরীক্ষাটি অফলাইনে হয় অর্থাৎ OMR Sheet এ প্রশ্নের সঠিক উত্তরটিকে চিহ্নিত করতে হয়। এই পরীক্ষায় দুটি পেপার আছে – পেপার-1 এবং পেপার-2.

পেপার-1

নার্সিং, BPT, BMLT, CCT, OTT, PT, PA, MMB এই কোর্সগুলির পড়ার জন্য এই পেপার-1 পরীক্ষা দিতে হয়। এই পেপারে পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry), জীববিদ্যা (Biology), ইংরাজি (English) এবং লজিক্যাল রিজনিং (Logical reasoning) বিষয়গুলি থেকে প্রশ্ন আসে।

BMLT Course Details
BMLT কোর্স সম্পর্কে আলোচনা
পেপার-2

এই পেপার-2 পরীক্ষাটি BHA কোর্স নিয়ে পড়ার জন্য দিতে হয়। ভৌতবিজ্ঞান (Physical Science), অঙ্ক (Mathematics), জেনারেল নলেজ (General Knowledge), ইংরাজি (English) এবং লজিক্যাল রিজনিং (Logical reasoning) বিষয়গুলি থেকে প্রশ্ন আসে।

নাম্বার ডিভিশন

প্রত্যেকটি পেপারের MCQ এর নাম্বার ডিভিশন দুটি ভাগে বিভক্ত – ক্যাটাগরি (Category)-1 ও ক্যাটাগরি (Category)-2.

careerbondhu.com telegram channel

ক্যাটাগরি (Category)-1

এই ক্যাটাগরিতে প্রত্যেকটি MCQ তে 1 নাম্বার করে থাকে। এই ক্যাটাগরিতে নেগেটিভ মার্কিং আছে। ভুল উত্তর দিলে 1/4 নাম্বার (বা প্রতি 4 টি ভুলের জন্য 1 নাম্বার) মূল প্রাপ্ত নাম্বার থেকে কেটে নেওয়া হয়।

ক্যাটাগরি (Category)-2

এই ক্যাটাগরিতে প্রত্যেকটি MCQ তে 2 নাম্বার করে থাকে। এই ক্যাটাগরিতে কোনো নেগেটিভ মার্কিং নেই।

নীচের ছকে দেখানো হল কোন বিষয় থেকে কটি প্রশ্ন আসে এবং কত নাম্বারের আসে –

পেপার-1

পেপার-2

পরীক্ষার ভাষা

এই পরীক্ষাটি দুটি ভাষায় দেওয়া যায়। ভাষা দুটি হল ইংরেজি ও বাংলা।

সময়

এই পরীক্ষার জন্য নির্ধারিত সময় হল 1 ঘণ্টা 30 মিনিট। পেপার-1 ও পেপার-2 উভয় ক্ষেত্রেই পরীক্ষার সময় 1 ঘণ্টা 30 মিনিট।


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


JENPAS (UG) পরীক্ষার সিলেবাস

পেপার-1 এর সিলেবাস

একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী এই পেপারের বিষয়গুলি থেকে প্রশ্ন আসে।

পেপার-2 এর সিলেবাস

এই পেপারের ভৌতবিজ্ঞান (Physical Science) ও অঙ্ক (Mathematics) বিষয় দুটির প্রশ্ন দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী হয়ে থাকে।

জেনারেল নলেজ (General Knowledge), ইংরাজি (English) এবং লজিক্যাল রিজনিং (Logical reasoning) বিষয়গুলি থেকে দ্বাদশ শ্রেণীর মানের প্রশ্ন আসে।

পর্ব সমাপ্ত! আরো পড়ুন – ডায়েটিশিয়ান কাদের বলে? | Dietician as Profession


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!