GNM Exam
Category – Entrance Exam

যারা উচ্চমাধ্যমিকের পর স্বাস্থ্য পরিষেবার অংশ হতে চাইছেন, তাদের কাছে নার্সিং একটি আকর্ষণীয় পেশা। তবে নার্স হতে গেলে কিছু প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে জেনে রাখা আবশ্যক।

আমরা এই আর্টিকেলে নার্সিং পেশার একটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা GNM সম্পর্কে আলোচনা করব।


ANM (R) & GNM 2024 পরীক্ষাটি 14ই জুলাই (14-07-2024), রবিবার অনুষ্ঠিত হবে।

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড (West Bengal Joint Entrance Exam Board) [WBJEEB] এই পরীক্ষাটির আয়োজক।

GNM পরীক্ষায় উত্তীর্ণ হলে পশ্চিমবঙ্গে নার্সিং নিয়ে পড়াশোনা করা যায়। GNM প্রবেশিকা পরীক্ষা দিয়ে GNM কোর্স করা যায়।

Nursing Course Details
নার্সিং কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা

GNM এর সম্পূর্ণ অর্থ হল জেনারেল নার্সিং ও মিডওয়াইফেরি [General Nursing & Midwifery]

GNM পরীক্ষা কী?

GNM হল একটি নার্সিং-এর প্রবেশিকা পরীক্ষা। নার্সিং-এর অধীনস্থ কোর্স GNM কোর্স করার জন্য এই প্রবেশিকা পরীক্ষা দিতে হয়।

GNM পরীক্ষা দেওয়ার পর র‍্যাঙ্ক অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি কলেজে এবং বেসরকারি কলেজে এই GNM কোর্স নিয়ে পড়াশোনা করা যায়।

পশ্চিমবঙ্গে 45 টি সরকারি কলেজ এবং 96 টি বেসরকারি কলেজ আছে এই GNM কোর্স পড়ার জন্য।

প্রতি বছরই এই পরীক্ষাটি সাধারণত জুন/জুলাই মাসে হয়।

ANM Exam Details
GNM এর মত আরও একটি পরীক্ষা হল ANM, যা উত্তীর্ণ হয়ে নার্সিং পড়া যায়

GNM পরীক্ষার যোগ্যতা (Eligibility)

শিক্ষাগত যোগ্যতা

GNM প্রবেশিকা পরীক্ষার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষা পাশ করা আবশ্যক এবং ইংরাজি বিষয়টি কম্পালসারি হিসাবে থাকতে হবে।

GNM পরীক্ষাটি দেওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় 40% নাম্বার থাকা প্রয়োজন এবং ইংরাজি বিষয়েও 40% নাম্বার থাকতে হবে।
careerbondhu.com whatsapp channel

বয়সের যোগ্যতা

এই প্রবেশিকা পরীক্ষাটি দেওয়ার বয়সসীমা হল 17 থেকে 35 বছর।

সমস্ত প্রার্থীদের অবশ্যই কোর্সের জন্য শারীরিকভাবে সুস্থ হতে হবে এবং ভর্তির সময় একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট (যেমন H&FW বিভাগ, W.B. সরকার দ্বারা অনুমোদিত) এর প্রয়োজন হয়।

GNM কোর্সটি পশ্চিমবঙ্গের অধিবাসী, মহিলা/পুরুষ উভয়ই করতে পারেন। পশ্চিমবঙ্গে বসবাসকারী যে কোনো মহিলা/পুরুষ সকলেই এই GNM প্রবেশিকা পরীক্ষাটি দিতে পারবেন।

GNM পরীক্ষার বিষয় (Details of Exam)

এই প্রবেশিকা পরীক্ষাটিতে MCQ ধরনের প্রশ্ন আসে এবং OMR শিটে পরীক্ষাটি হয়। এই পরীক্ষায় যে বিষয়গুলি থেকে প্রশ্ন আসে, সেগুলি হল –

  • জীবনবিজ্ঞান (Life Science)
  • ভৌতবিজ্ঞান (Physical Science)
  • ইংরাজি (English)
  • অঙ্ক (Mathematics)
  • জেনারেল নলেজ (General Knowledge)
  • লজিকাল রিসেনিং (Logical reasoning)

careerbondhu.com telegram channel

GNM পরীক্ষার সিলেবাস

জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও অঙ্কতে দশম শ্রেণীর সিলেবাস মেনে প্রশ্ন করা হয়। ইংরাজি, জেনারেল নলেজ ও লজিকাল রিসেনিং এর প্রশ্ন দ্বাদশ শ্রেণীর মানের পাঠ্যক্রমের সমতুল্য হবে।

নাম্বার ডিভিশন

এই পরীক্ষা দুটি মোট 115 নাম্বারে হয় এবং 100 টি MCQ ধরনের প্রশ্ন থাকে। এই নাম্বার ডিভিশন দুটি ক্যাটাগরিতে বিভক্ত আছে, যথা – ক্যাটাগরি-1 ও ক্যাটাগরি-2.

Nurse Details
নার্স পেশা সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য আলোচনা
ক্যাটাগরি-1

এই ক্যাটাগরিতে প্রত্যেকটি MCQ তে 1 নাম্বার করে থাকে এবং প্রত্যেকটি MCQ এর একটিই সঠিক উত্তর থাকে।

এই ক্যাটাগরিতে জীবনবিজ্ঞান থেকে 30টি, ভৌতবিজ্ঞান ও ইংরাজি থেকে 15টি করে, অঙ্ক ও জেনারেল নলেজ থেকে 10টি করে এবং লজিকাল রিসেনিং থেকে 5টি করে MCQ আসে।

এই ক্যাটাগরিতে সব বিষয় মিলিয়ে মোট 85টি MCQ আসে এবং প্রত্যেকটি MCQ তে 1 নাম্বার করে থাকায় এই ক্যাটাগরির মোট নাম্বার 85.

এই ক্যাটাগরিতে নেগেটিভ মার্কিং আছে। ভুল উত্তর দিলে 1/4 নাম্বার (বা প্রতি 4টি ভুলের জন্য 1 নাম্বার) মূল প্রাপ্ত নাম্বার থেকে কেটে নেওয়া হয়।

careerbondhu.com whatsapp channel

ক্যাটাগরি-2

এই ক্যাটাগরিতে প্রত্যেকটি MCQ তে 2 নাম্বার করে থাকে এবং প্রত্যেকটি MCQ এর এক বা একাধিক সঠিক উত্তর থাকে।

এই ক্যাটাগরিতে পরীক্ষার সব বিষয়গুলি থেকে প্রশ্ন থাকে না, শুধুমাত্র দুটি বিষয়ের প্রশ্ন এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। বিষয় দুটি হল জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞান। জীবনবিজ্ঞান থেকে 10টি MCQ ও ভৌতবিজ্ঞান থেকে 5টি MCQ থাকে।

MCQ এর সবগুলি উত্তর সঠিক চিহ্নিত করতে পারলে 2 নাম্বার পাওয়া যায়। কোনো একটি ভুল উত্তর চিহ্নিত করলে উত্তরটি ভুল ধরা হবে। ভুল উত্তর চিহ্নিত না করে যদি আংশিক সঠিক উত্তর চিহ্নিত করে থাকে তাহলে আংশিক নাম্বার পাবে। আংশিক নাম্বারের ডিভিশন করা হয় এইভাবে,
2 × (যে কটি উত্তর সঠিক দিয়েছে)/(মোট সঠিক উত্তর)।

এই ক্যাটাগরিতে কোনো নেগেটিভ মার্কিং নেই।

পরীক্ষার ভাষা

এই পরীক্ষাটি দুটি ভাষায় দেওয়া যায় – ইংরেজি ও বাংলা।

প্রশ্নপত্রে ইংরেজি ও বাংলা দুটি ভাষাই থাকে, কিন্তু ইংরাজি এবং লজিকাল রিসেনিং বিষয় দুটির প্রশ্ন শুধুমাত্র ইংরাজিতেই হয়।

সময়

এই পরীক্ষার জন্য নির্ধারিত সময় হল 1 ঘণ্টা 30 মিনিট।

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!