NIFT exam
Category – Entrance Exam

NIFT পরীক্ষা কী?

NIFT এর সম্পূর্ণ নাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলোজি (National Institute of Fashion Technology). NIFT পরীক্ষা একটি প্রবেশিকা পরীক্ষা, যা উত্তীর্ণ করে ডিজাইনের উপর বিভিন্ন বিষয়ে ব্যাচেলার ডিগ্রি ও মাস্টার ডিগ্রি কোর্সে ভর্তি হওয়া যায়। কোর্সগুলির নাম হল – B.Des, BF.Tech, M.Des, MFM, and MF.Tech.


আরো পড়ুন – B.Des কোর্স কি?

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলোজি এই পরীক্ষাটির আয়োজক। এটি একটি জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা। প্রতি বছর নিয়মিতভাবে এই পরীক্ষাটি হয়।

NIFT পরীক্ষার যোগ্যতা (Eligibility)

এই পরীক্ষাটি দেওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা রয়েছে, নীচে তা দেওয়া হল –

শিক্ষাগত যোগ্যতা

স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা উত্তীর্ণ হওয়া প্রয়োজন। B.Des কোর্সের জন্য যে কোনো বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা উত্তীর্ণ হতে হয় কিন্তু BF.Tech কোর্সের জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় পদার্থবিদ্যা (Physics) ও গণিত (Mathematics) বিষয় দুটি নিয়ে উত্তীর্ণ হতে হবে।

স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার জন্য গ্র্যাজুয়েশন বা স্নাতক স্তর উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এছাড়া 3 বছরের ডিপ্লোমা কোর্স NIFT/NID থেকে করা থাকলেও ভর্তি হওয়া যায়।

M.Des ও MFM কোর্সে ভর্তি হওয়ার জন্য উপরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যক। MF.Tech কোর্সে ভর্তি হওয়ার জন্য BF.Tech কোর্স NIFT থেকে উত্তীর্ণ হওয়া প্রয়োজন বা, B.E/B.Tech যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

NIFT পরীক্ষার বিষয় (Details of Exam)

পরীক্ষাটিতে তিনটি টেস্ট হয়, যথা –

  1. General Ability Test (GAT),
  2. Creative Ability Test (CAT) ও
  3. Situation Test.

General Ability Test (GAT)

এই টেস্টটি উপরে উল্লেখিত প্রত্যেকটি কোর্সে দিতে হয় এবং এই টেস্টটিতে উত্তীর্ণ হলে তবেই ভর্তি হওয়া যায়।

B.Des ও M.Des কোর্সে ভর্তি হওয়ার জন্য যে যে বিষয়ের উপর পরীক্ষা দিতে হয় সেগুলি হল –

  • কমিউনিকেশন এবলিটি (Communication Ability)
  • ইংরাজি (English Comprehension)
  • কোয়ান্টিটেটিভ এবিলিটি (Quantitative Ability)
  • অ্যানালিটিকাল এবিলিটি (Analytical Ability)
  • জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স (General Knowledge and Current Affairs).

উপরিক্ত বিষয়গুলি থেকে কোন কোর্সে কতগুলি প্রশ্ন আসে, তা ছকের সাহায্যে দেখানো হল –

BF.Tech, MF.Tech ও MFM কোর্সে ভর্তি হওয়ার জন্য যে যে বিষয়ের উপর GAT পরীক্ষাটি দিতে হয় সেগুলি হল –

  • কমিউনিকেশন এবলিটি ও ইংরাজি (Communication Ability & English Comprehension)
  • কেস স্টাডি (Case Study)
  • কোয়ান্টিটেটিভ এবিলিটি (Quantitative Ability)
  • অ্যানালিটিকাল ও লজিকাল এবলিটি (Analytical & Logical Ability)
  • জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স (General Knowledge and Current Affairs).

উপরিক্ত বিষয়গুলি থেকে কোন কোর্সে কতগুলি প্রশ্ন আসে, তা ছকের সাহায্যে দেখানো হল –

MF.Tech এ ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকেও কিছু প্রশ্ন থাকবে।

[বিঃদ্রঃ প্রতিটি বিভাগে এবং প্রতিটি কোর্সের প্রশ্নের সংখ্যা প্রতি বছর পরিবর্তিত হতে পারে।]

BF.Tech, MF.Tech ও MFM কোর্সে ডাইরেক্ট ভর্তি হওয়া যায় এই GAT পরীক্ষা উত্তীর্ণ হয়ে। B.Des ও M.Des কোর্সের ভর্তি হওয়ার জন্য আরো কয়েকটি টেস্ট উত্তীর্ণ হতে হয়, নীচে তা আলোচনা করা হল।

Creative Ability Test (CAT)

এই টেস্টটি শুধুমাত্র B.Des ও M.Des কোর্সের জন্য হয়। এই পরীক্ষাটির মাধ্যমে তাদের সৃজনশীলতা, সৌন্দর্যবোধ এবং চিত্রায়নে তার প্রয়োগ সম্পর্কিত টেস্ট নেওয়া হয়।

[বিঃদ্রঃ যে প্রার্থীরা কোনো ব্যক্তিগত পরিচয় বা চিহ্ন রেখে তাদের পরিচয় প্রকাশ করার চেষ্টা করবেন, তাদের উত্তরপত্রটি বাতিল করে দেওয়া হবে এবং ওই প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হবে না। এই ধরনের ক্ষেত্রে NIFT-এর সিদ্ধান্তই ফাইনাল হিসেবে বিবেচিত হবে এবং এর বিরুদ্ধে কোনো আপিল গ্রাহ্য হবে না।]

Situation Test

এই পরীক্ষাটি শুধুমাত্র B.Des কোর্সে ভর্তি হওয়া প্রার্থীদের জন্য। এটি প্রার্থীর দক্ষতা এবং উদ্ভাবনী ক্ষমতা মূল্যায়ন করার জন্য একটি হ্যান্ড-অন পরীক্ষা।

বোর্ড প্রদত্ত উপাদান ব্যবহার করে মডেল বানানো এবং স্পেস ভিজ্যুয়ালাইজেশন, উদ্ভাবনী, সৃজনশীলতা, রঙের বিন্যাস, নির্মাণ দক্ষতা, মডেলের সূক্ষ্মতা এবং প্রেজেনটেশন ইত্যাদি বিষয়গুলি বিবেচনা করে নাম্বার দেওয়া হয়। উপরিক্ত বিষয়গুলির উপর প্রার্থীকে মডেল তৈরির উপযুক্ত ব্যাখ্যা এই টেস্টে লিখতে হয়।

[বিঃদ্রঃ যেহেতু NIFT-এ কোর্সের মাধ্যম ইংরেজি, তাই ব্যাখা অবশ্যই ইংরেজি ভাষায় লিখতে হবে। অন্য কোনো ভাষা এই পরীক্ষায় গ্রাহ্য হবে না। মডেল তৈরি করার জন্য বাইরের কোনো উপাদান ব্যবহার করা যাবে না। যে প্রার্থীরা কোনো ব্যক্তিগত পরিচয় বা চিহ্ন মডেলে রেখে তাদের পরিচয় প্রকাশ করার চেষ্টা করবেন, তাদের উত্তরপত্রটি বাতিল করে দেওয়া হবে এবং ওই প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হবে না।]

GAT পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর স্নাতকোত্তর কোর্সে ভর্তি হওয়ার জন্য গ্রুপ ডিসকাশন বা পার্সোনাল ইন্টারভিউ হয়।

পরীক্ষার ভাষা

পরীক্ষাটি হিন্দি বা ইংরাজি ভাষায় দেওয়া যায়।

পরীক্ষার সময়

B.Des ও M.Des দুটির প্রত্যেকটি GAT পরীক্ষার সময় 2 ঘণ্টা (120 মিনিট) করে এবং BF.Tech, MF.Tech ও MFM কোর্স তিনটির জন্য নির্ধারিত সময় হল 3 ঘণ্টা (180 মিনিট) করা।

[CAT ও Situation Test প্র্যাকটিকাল হয়, তাই এই পরীক্ষার জন্য কোনো নির্দিষ্ট সময় নির্ধারিত থাকে না।]

NIFT পরীক্ষার সিলেবাস

কোয়ান্টিটেটিভ এবিলিটি

এই বিষয়টি থেকে মূলত পাটিগণিতের প্রশ্ন আসে, যেমন – যোগ, গুণ, ভাগ, শতাংশ, সুদ, অনুপাত-সমানুপাত, দূরত্ব ইত্যাদি।

কমিউনিকেশন এবলিটি ও ইংরাজি

এই বিষয়টিতে পরীক্ষার মাধ্যমে ইংরেজী ভাষার দক্ষতা বিচার করা হয়। সমার্থক শব্দ, বিপরীত শব্দ, একবচন, বহুবচন, ফ্রেসেস, সঠিক বানান, প্রদত্ত অনুচ্ছেদ পড়ে উত্তর দেওয়ার মত বিভিন্ন ধরনের প্রশ্ন আসে।

অ্যানালিটিকাল ও লজিকাল এবলিটি

এই টেস্টটি নেওয়া হয় প্রদত্ত তথ্য থেকে অনুমান ও যুক্তির সাহায্যে সমাধান নির্ণয়ের দক্ষতা যাচাই করার জন্য। সৃজনশীল ধারণা ও নিয়মিত প্র্যাকটিস এই টেস্টের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স

সাধারণ জ্ঞান এবং বর্তমান ঘটনাবলী থেকে এই পরীক্ষার প্রশ্ন আসে।

কেস স্টাডি

এই পরীক্ষাটি শিল্প, পরিবেশ, পরিস্থিতি ইত্যাদির উপর ভিত্তি করে নেওয়া হয়। এটির মাধ্যমে প্রার্থীর পরিচালনার ক্ষমতা বিচার করা হয়।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!