University-Institute-of-Technology-Budwan
Category – Colleges | Engineering Colleges

1999 সালে বর্ধমান ইউনিভার্সিটি এক্সিকিউটিভ কাউন্সিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট স্থাপনের সিদ্ধান্ত নেন; যার নাম ‘ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি (UIT)’

2000 সালে University Institute of Technology, Burdwan (ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি, বর্ধমান) প্রতিষ্ঠিত হয়।

পশ্চিমবঙ্গ সরকার এবং অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) দ্বারা অনুমোদিত এই UIT ইনস্টিটিউটটি টেকনোলজির উপর ছয়টি বিষয়ে স্নাতক কোর্স এবং দুটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স পরিচালনা করে।

এই ইনস্টিটিউটটি National Assessment and Accreditation Council (NAAC) দ্বারা Grade A স্বীকৃতি লাভ করেছে।

বর্ধমান ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে কি কি পড়ানো হয়?

ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে শুধুমাত্র আন্ডার-গ্র্যাজুয়েট (UG) এবং পোস্ট-গ্র্যাজুয়েট (PG) কোর্স পড়ানো হয়। নীচে তা আলোচনা করা হল –

আন্ডার-গ্র্যাজুয়েট (UG)

আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর বি.ই (BE) কোর্স। BE কোর্সগুলির সময়সীমা 4 বছর।

Bachelor of Engineering (BE) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –

পোস্ট-গ্র্যাজুয়েট (PG)

পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর এম.ই (ME) কোর্স। ME কোর্সগুলির সময়সীমা 2 বছর।

Master of Engineering (ME) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –

  • Electronics & Instrumentation Engineering (EIE)
  • Computer Science & Engineering (CSE) ইত্যাদি।

University Institute of Technology, Burdwan -এ কিভাবে ভর্তি হওয়া যায়?

বর্ধমান ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে ভর্তি হওয়ার জন্য যোগ্যতার সঙ্গে সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।

আন্ডার-গ্র্যাজুয়েট (UG) কোর্সে ভর্তি

বর্ধমান ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে BE কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry) ও গণিত (Mathematics) বিষয়গুলিতে 45% এবং ইংরাজি বিষয়ে 30% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া আবশ্যক। এর পাশাপাশি WBJEE বা JEE-Main পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করতে হবে।

এছাড়াও পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা কোর্স উত্তীর্ণ প্রার্থীদের জন্য ল্যাটেলার এন্ট্রির জন্য JELET প্রবেশিকা পরীক্ষায় র‍্যাঙ্ক করা আবশ্যক।

ছাত্র-ছাত্রীদের বয়স 17 বছর বা তার বেশি হতে হবে।

JEE-Main-exam-details
JEE (Main) পরীক্ষার খুঁটিনাটি

পোস্ট-গ্র্যাজুয়েট (PG) কোর্সে ভর্তি

মাস্টার্স অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং (EIE)

যে সকল প্রার্থীরা B.E/B.Tech নির্দিষ্ট কিছু বিষয়ে উত্তীর্ণ হওয়া।

বিষয়গুলি হল – ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ রেডিও ফিজিক্স/ অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা M.Sc. ইলেকট্রনিক্স/ M.Sc.পদার্থবিজ্ঞান।

মাস্টার্স অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE)

যে সকল প্রার্থীরা B.E/B.Tech ডিগ্রি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি /কম্পিউটার সায়েন্স বিষয়ে উত্তীর্ণ হয়েছে এবং M.Sc. কম্পিউটার সায়েন্স/ M.Sc. ইনফরমেশন টেকনোলজি /এমসিএ (MCA) ডিগ্রি উত্তীর্ণ প্রার্থীরাও এই ME কোর্সে ভর্তি হতে পারবে।

ME কোর্সে ভর্তি হওয়ার জন্য উপরিক্ত যোগ্যতা থাকার সঙ্গে GATE পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক নিয়ে উত্তীর্ণ হতে হবে।

যোগাযোগ

Address

University Institute Of Technology, Burdwan Main Building

Golapbag (North), Burdwan, West Bengal, India

Pin: 713104

Contact Details

Phone:

  • +91 9564632839 / 9382092494
  • (0342) 2658777 / 2658787

Email: principal@uit.buruniv.ac.in

Website: https://uit.buruniv.ac.in/

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!