Streams – Medicine & Allied Studies
Table of Contents
Perfusion Technology কোর্স কি?
পারফিউশন (Perfusion)-এর মানে বা বাংলা অর্থ রক্তসঞ্চালন, টেকনোলোজি (Technology)-এর মানে প্রযুক্তি। প্রযুক্তিকে ব্যবহার করে হৃৎপিণ্ড ও ফুসফুসের মধ্যেকার রক্তসঞ্চালন সঠিক রাখার নামই পারফিউশন টেকনোলোজি (Perfusion Technology)। অস্ত্রোপচার প্রযুক্তি (Surgical Technology)-এর একটি বিশেষীকরণ হল পারফিউশন টেকনোলোজি।
B.Sc in Perfusion Technology কোর্স হল একটি তিন বছরের (3 Years) স্নাতক কোর্স, যা ফুসফুসের ফিজিওলজি এবং প্যাথোলজির সাথে সম্পর্কিত।
পারফিউশন টেকনিশিয়ানদের কাজ কি?
ডাক্তার বা ফিজিশিয়ানের নির্দেশানুসারে পারফিউশন টেকনিশিয়ানরা হার্ট-ফুসফুসের বিভিন্ন মেশিন এবং অন্যান্য অত্যাধুনিক যন্ত্রপাতি প্রস্তুত ও তা পরিচালনা করে।
আরো পড়ুন – B.Sc in Cardiac Technology | কার্ডিয়াক টেকনোলোজির বি.এসসি কোর্স
কিভাবে পড়বো পারফিউশন টেকনোলোজি কোর্স?
পারফিউশন টেকনোলোজি কোর্স পড়ার জন্য পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry) ও জীববিদ্যা (Biology) বিষয় তিনটিতে 50% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এই কোর্স ভর্তি হওয়ার জন্য কোনো প্রবেশিকা পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয় না। উচ্চমাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে ডাইরেক্ট অ্যাডমিশন হয়।
B.Sc in Perfusion Technology কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?
ভারতবর্ষের বিভিন্ন কলেজে এই কোর্স পড়ানো হয়, নীচে কয়েকটি বিখ্যাত কলেজের নাম দেওয়া হল –
- Institute of Post Graduate Medical Education and Research (IPGMER), Kolkata
- R.G. Kar Medical College and Hospital, Kolkata
- IQ City Medical College, Durgapur
- NH Rabindranath Tagore International Institute of Cardiac Sciences, Kolkata
- NIMS University, Jaipur
- Shree Guru Gobind Singh Tricentenary University, Gurgaon
- AIIMS Delhi ইত্যাদি।
আরো পড়ুন – ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট কাদের বলা হয়? | B.Sc in Physician Assistant
পারফিউশন টেকনোলোজি কোর্স ফি কত?
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোর্স ফি ভিন্ন। সরকারি কলেজের কোর্স ফি বেসরকারি কলেজের তুলনায় অনেক কম হয়। পারফিউশন টেকনোলোজির কোর্স ফি সাধারণত 5,000 টাকা থেকে 2 লাখ টাকা বা তার বেশি হতে পারে।
B.Sc in Perfusion Technology কোর্সে কি কি পড়তে হয়?
এই কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, তা হল –
- Introduction to Perfusion Technology
- Physiology
- Pathology
- Human anatomy
- Microbiology
- Biochemistry
- Pharmacology
- Medicine relevant to Perfusion Technology
- Clinical Perfusion Technology
- Advance Perfusion Technology ইত্যাদি।
আরো পড়ুন – B.Sc in Clinical Research | ক্লিনিক্যাল রিসার্চ-এ বি.এসসি কোর্স
পারফিউশন টেকনোলোজি কোর্সের ভবিষ্যৎ কেমন?
পারফিউশন প্রযুক্তি চিকিৎসাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি অস্ত্রোপচার দলে একজন পারফিউশনিস্ট (Perfusionist) থাকা প্রয়োজন। তিনি চিকিৎসার বিভিন্ন যন্ত্রপাতি বা সরঞ্জামের টেকনিক্যাল দিকটা পরিচালনা করেন, যাতে ডাক্তার এবং নার্সরা তাদের কাজটি সফলভাবে সম্পাদন করতে পারে। সার্জারিতে পারফিউশন টেকনোলজিস্টদের বিশেষ কিছু ভূমিকা রয়েছে, যা শুধুমাত্র তারা সম্পাদিত করেন, তাই তাদের প্রতিস্থাপন (Replace) করা যায় না।
সুতরাং পারফিউশন টেকনোলজিস্টদের বা পারফিউশনিস্টদের কাজের প্রচুর সুযোগ রয়েছে এবং ভবিষ্যৎ উজ্জ্বল।
Perfusion Technology কোর্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়,
- Perfusionist
- Perfusion Technologist
- Paediatric Perfusionist
- Cardiac Perfusionist
- Cardiac Technician
- Medical coder ইত্যাদি।
আরো পড়ুন – B.Sc in Microbiology | B.Sc মাইক্রোবায়োলজি
Perfusion Technology কোর্স করে কি সরকারি চাকরি পাওয়া যায়?
হ্যা, অবশ্যই সরকারি চাকরি পাওয়া যায়। এই পারফিউশন কোর্স করে বিভিন্ন সরকারি হাসপাতালে কাজের সুযোগ রয়েছে।
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।