Banking and Finance Course
Category – Specialized Courses

উচ্চমাধ্যমিকে কমার্স ছিল?

উচ্চ মাধ্যমিকের পর খুব তাড়াতাড়ি চাকরী পেতে চান?

তাহলে এই পোস্ট আপনার জন্য, আজ আমরা এমন একটি কোর্স নিয়ে আলোচনা করবো যা উচ্চমাধ্যমিকের পর অথবা গ্রাজুয়েশনের পর আপনি করতে পারবেন।

Banking and Finance কোর্স কি?

ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্স (Banking and Finance) কোর্স হল এমন একটি কোর্স যেখানে ব্যাঙ্কের বিভিন্ন আর্থিক লেনদেন, ঋণ পুনরুদ্ধার, ব্রোকারেজ, আর্থিক পরামর্শ ইত্যাদি বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হল। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকিং, আর্থিক পরিষেবা, ইনস্যুরেন্স, ইনফোরমেশন টেকনোলোজি ইত্যাদি বিষয়ে দক্ষ হয় এবং কর্ম উপযুক্ত হয়।

ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্স কোর্সগুলির মধ্যে অনত্যম একটি কোর্স হল Diploma in Banking and Finance, এই কোর্সের সময়সীমা 1 বছর।

কিভাবে পড়বো Diploma in Banking and Finance কোর্স?

Diploma in Banking and Finance কোর্সে ভর্তি হওয়ার জন্য কমার্স বা সায়েন্স বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় বা স্নাতক উত্তীর্ণ হতে হবে। কমার্স পড়ুয়ারা এই কোর্সে বিশেষ সুবিধা পায়।

এই কোর্সে সাধারণত মেধার ভিত্তিতে অর্থাৎ উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে ডাইরেক্ট অ্যাডমিশন হয়। তবে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।


আরো পড়ুন –What is Tally Course | ট্যালি কোর্স কি?

Diploma in Banking and Finance কোর্স কোথায় কোথায় পড়ানো হয়? | Diploma in Banking and Finance Colleges Kolkata

ডিপ্লোমা ইন ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্স কোর্স ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয়।

নীচে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম দেওয়া হল –

  • Amity University, Kolkata
  • St. Xavier’s College, Kolkata
  • Praxis Business School, Kolkata
  • ICA Edu Skills Pvt. Ltd, Kolkata
  • Indian School of Business Management and Administration, Kolkata
  • BSE Institute Limited Kolkata
  • NMIMS Global Access School for Continuing Education
  • St Joseph’s Evening College
  • Indo Asian Academy Degree College
  • Rajasthan ILD Skills University ইত্যাদি।

আরো পড়ুন –Certificate Course of Web Development

ডিপ্লোমা ইন ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্স কোর্স ফি কত? | Diploma in Banking and Finance course fees

কোর্সের ফি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন। এই কোর্সের ফি সাধারণত 10,000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত হয়।

Diploma in Banking and Finance কোর্সে কি কি পড়তে হয়?

Diploma in Banking and Finance কোর্সে যে যে বিষয়ে পড়ানো হয়, তা হল –

  • Accounting
  • Business Mathematics
  • Banking Theory
  • Marketing of Services
  • Life Insurance
  • General Insurance
  • Legal Aspects of Banking ইত্যাদি।

আরো পড়ুন –What is GST Course | GST কোর্স কি?

Diploma in Banking and Finance কোর্সের ভবিষ্যৎ কেমন?

বর্তমানে Banking and Finance একটি খুবই জনপ্রিয় ক্ষেত্র। এই ক্ষেত্রে প্রতিদিন লক্ষ লক্ষ কর্মচারী কাজ করে।

আমরা জানি যে, বহু মানুষ বর্তমানে নতুন ধরণের ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট করছেন। শুধু তাই নয়, লোন ছাড়া আজকের সময় প্রায় ভাবাই যায় না।

তাই বলা যায় এই কোর্স পড়ুয়াদের ভবিষ্যৎ আগামীদিনে যথেষ্ট উজ্জ্বল।

ডিপ্লোমা ইন ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্স কোর্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –

  • Financial Consultant
  • Investment Banker
  • Insurance Agent
  • Loan Counsellor
  • Market Analyst
  • Credit and Risk Manager
  • Security Analyst ইত্যাদি।

আরো পড়ুন – ITI Courses করে কিভাবে স্বনির্ভর হবেন

Banking and Finance কোর্স করে সাধারণত বেশির ভাগ Bank ও Insurance কোম্পানিতে নিযুক্ত হওয়া যায়। নীচে কয়েকটি নিয়োগকারী সংস্থার নাম দেওয়া হল –

  • Accenture
  • IDBI Bank
  • LIC India
  • Morgan Stanley
  • HDFC Standard Life Insurance Co. Ltd.
  • SBI Life Insurance Co. Ltd.
  • Max Life Insurance Co. Ltd.
  • Kotak Mahindra Life Insurance Co. Ltd. ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!