Economic Honours
Category – Genaral Studies

ইকোনমিকস (Economics) কি?

গ্রিক শব্দ ‘Oikonomia (ঐকোনোমিয়া)’ থেকে ইকোনমিকস (Economics) কথাটি এসেছে, ঐকোনোমিয়া কথার অর্থ গৃহস্থালী পরিচালনা। ইংরেজি শব্দ ‘Economics’ শব্দের বাংলা অর্থ অর্থনীতি পরিচালনা। 

দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য এবং সমগ্র সমাজ তথা দেশের উন্নয়ন সংক্রান্ত অর্থনৈতিক আলোচনা যেখানে করা হয়, তাই অর্থনীতি বা ইকোনমিকস (Economics)।

ইকোনমিকস অনার্স 3 বছরের একটি স্নাতক কোর্স। প্রত্যেক বছর 2টি করে সেমিস্টার হয় অর্থাৎ মোট 6টি সেমিস্টার হয়।


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


কারা ইকোনমিকস পড়বেন?

  • যে সমস্ত শিক্ষার্থীর অর্থনীতি বিষয়টিতে আগ্রহ রয়েছে,
  • যারা অর্থনৈতিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনায় কেরিয়ার গড়ে তুলতে চান,
  • ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসে কেরিয়ার করার ইচ্ছা রয়েছে এবং
  • যারা মার্কেট সংক্রান্ত বিভিন্ন কাজ করতে চান
  • তথ্য বিশ্লেষণ এবং তার মাধ্যমে বিভিন্ন পরিকল্পনার রুপায়ন, দ্রব্যের দাম নির্ধারণ
  • কর সংক্রান্ত কাজে সরকারি-বেসরকারি বিভিন্ন বিভাগে যারা কাজ করতে চান
  • যারা অর্থনৈতিক বিভিন্ন গবেষণায় অন্তর্ভুক্ত হতে চান তারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে পারেন।

কিভাবে পড়বো ইকোনমিকস অনার্স?

ইকোনমিকস অনার্স পড়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষা অঙ্ক বিষয়টি নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং 50% নাম্বার থাকা প্রয়োজন। এই নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন হয়।

ইকোনমিকস অনার্স পড়ার জন্য কলেজে ভর্তি সাধারণত উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বার অনুযায়ী হয়, কিন্তু কিছু কিছু কলেজ নিজস্ব প্রবেশিকা পরীক্ষা (যেমন – JNUEE, BHUEE ইত্যাদি) আয়োজন করেন। প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়ে সেই সব কলেজে ভর্তি হওয়া যায়।

careerbondhu.com whatsapp channel

ইকোনমিকস অনার্স কোথায় কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে এই ইকোনমিকস অনার্স পড়ানো হয়। কলেজগুলি হল –


বিভিন্ন কলেজ সম্পর্কে জানতে, দেখে নিন – কলেজ দর্পণ | Colleges

ইকোনমিকস অনার্সের কলেজ ফি কত?

বিভিন্ন কলেজের কোর্স ফি ভিন্ন হয়, সরকারি কলেজের ফি বেসরকারি কলেজের তুলনায় কম হয়। সাধারণত এই কোর্সের ফি 5,000 – 20,000 টাকা হয়।

ইকোনমিকস অনার্সে কি কি পড়তে হয়?

ইকোনমিকস অনার্সে যে যে বিষয় পড়ানো হয়, সেগুলি হল –

  • Introduction to Economics
  • Micro Economics
  • Macro Economics
  • International Trade
  • Mathematical Economics
  • Statistical Economics
  • Public Finance
  • Development Economics
  • Indian Economics ইত্যাদি।

careerbondhu.com telegram channel

ইকোনমিকস অনার্সের ভবিষ্যৎ কেমন?

অর্থনীতিকে বলা হয় সমাজবিজ্ঞান। ধনী-দরিদ্র নির্বিশেষে বেঁচে থাকার প্রয়োজনে সকলেই অর্থনীতি সম্পর্কে কম বেশি সচেতন। কৃষি থেকে শিল্প, শিল্প থেকে পরিষেবা ক্ষেত্র সর্বত্রই অর্থনৈতিক ক্রিয়াকলাপ প্রতিনিয়ত চলছে। তাই দেশের উন্নয়ন থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য সহ সরকারি-বেসরকারি ব্যাঙ্ক এমনকি রাজনীতিতেও অর্থনীতিবিদদের বিশেষ ভূমিকা রয়েছে। তাই বলাই বাহুল্য অর্থনীতি নিয়ে পড়াশোনা করলে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে।

বর্তমানে পেশা হিসাবে অর্থনীতিকে বেছে নিলে দেশে-বিদেশে কাজের সুযোগ প্রচুর থাকায়, এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।

ইকোনমিকস অনার্স পড়ে যে ধরনের পদে কাজের সুযোগ পাওয়া যায় –

  • Economic advisor
  • Research associate
  • Research analyst
  • Macroeconomic analyst
  • Content developer
  • Teacher
  • Credit and Transaction Management associate
  • Bank associate ইত্যাদি।

ইকোনমিকস অনার্স পড়ে কি সরকারি চাকরি পাওয়া যায়?

আমরা আগেই উল্লেখ করেছি যে ইকোনমিকস বা অর্থনীতিতে অনার্স করার পর সরকারি চাকরির সুযোগ রয়েছে। বিভিন্ন সরকারি সংস্থায় বিভিন্ন পদে এনারা নিযুক্ত হতে পারেন এবং সরকারি ব্যাঙ্কেও এনারা যুক্ত হতে পারেন।

পর্ব সমাপ্ত! আরো পড়ুন – স্ট্যাটিস্টিকস অনার্স | Statistics Honours 


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!