how-to-remember-study-easily
Category – Tips

সামনে পরীক্ষা কিন্তু বার বার পড়ার পরও পড়া মনে থাকছে না? পরীক্ষার সময় উত্তর মনে পড়ছে না? পড়া ভুলে যাচ্ছো?

এই প্রশ্নগুলির উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এই পোস্টটি তোমার জন্য খুবই প্রয়োজনীয়। আমাদের এই পোস্টের আলোচ্য বিষয় হল পড়া মনে রাখার 10টি সহজ উপায়।

অতি সহজে পড়া মনে রাখার 10টি উপায় নীচে আলোচনা করা হল:

উপযোগী পরিবেশ

পড়া মনে রাখার জন্য মনযোগী হওয়া আবশ্যক। তার জন্য প্রয়োজন একটি উপযুক্ত পরিবেশ, যেখানে কোনোরকম বিভ্রান্তি বা বিরক্তি আসবে না। অনলাইন পড়াশোনার জন্য মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ ইত্যাদি ব্যবহার করতে পারো কিন্তু তাতে অন্য কিছু (গেম বা সোশ্যাল মিডিয়া) করা চলবে না।


জেনে নাও – পড়ার উপযুক্ত পরিবেশ কিভাবে তৈরি করবে?

বিষয়বস্তু বোঝা

যে বিষয়ের যে অধ্যায় বা চ্যাপ্টার বা টপিকটি পড়বে, তার বিষয়বস্তুটি আগে বুঝে নিতে হবে। অধ্যায়ের শিরোনাম (Heading), উপশিরোনাম (Subheading) বা সারাংশ বা মূল পয়েন্ট দেখে নেওয়া। এর মাধ্যমে মূল বিষয়বস্তু এবং কি কি সম্পর্কে পড়া হবে তার ধারণা দেবে। যারফলে পড়া বুঝতে এবং মনে রাখতে সুবিধা হবে।

রিভিশন (Revision) করা

পড়া মনে রাখার সবথেকে বেশি কার্যকারী উপায় হল, বার বার রিভিশন করা। কোনো বিষয়ে পড়ার পর 5-10 মিনিটের বিরতি নিয়ে আবার একবার পড়াটি দেখে নাও বা রিভিশন করে নাও। আবার যে দিন ওই বিষয়টি নিয়ে পড়তে বসবে আরো একবার রিভিশন করে নেওয়া। বার বার রিভিশনের মাধ্যমেই পড়া মনে থাকবে।

পোমোডোরো টেকনিক (Pomodoro Technique)

পোমোডোরো টেকনিক হল পড়ার মাঝে বিরতি বা ব্রেক টাইম নেওয়া, যেমন – 25 মিনিট পড়ার পরে 5 মিনিটের একটি ছোট বিরতি এবং চারটি পোমোডোরো চক্র শেষ করার পরে, প্রায় 15-30 মিনিটের দীর্ঘ বিরতি নেওয়া। টানা পড়া চালিয়ে গেলে মনে থাকে কম তাই একটি ছোটো বিরতি নিয়ে পড়া উচিত।


জেনে নাও – দ্রুত পড়া মুখস্থ করবে কিভাবে?

স্মৃতিবর্ধক বা নেমোনিক (Mnemonic) পদ্ধতি

স্মৃতিবর্ধক পদ্ধতি হল স্মৃতি বা মেমরির সাহায্য নিয়ে পড়ার বিষয়ের সাথে মিলিয়ে কিছু তথ্য যুক্ত করে মনে রাখা। ছড়া, গল্প, ছবি, নাম ইত্যাদির মাধ্যমে তথ্য যুক্ত করে মনে রাখাই এই পদ্ধতির মূল বৈশিষ্ট্য। তথ্য মনে রাখার জন্য স্মৃতিবর্ধক বা নেমোনিক পদ্ধতি বেশ জনপ্রিয়।

যেমন ধরো, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, এই লাইনটির প্রথম শব্দগুলি মুঘল শাসকদের ক্রমানুসারে নাম নির্দেশ করে।

পড়ানো বা শেখানো (Teaching)

নিজে যেটি পড়লে সেটি যদি কাউকে বোঝানোর মত করে পড়াও বা নিজেই ব্যাখ্যা করে পড়ো, তাহলে পড়া বেশি ভালো করে বুঝবে এবং তা মনে থাকবে। এই পদ্ধতিকে আবার ফাইনম্যান পদ্ধতিও বলে।

careerbondhu-telegram-channel

ভাগ বা বিভক্ত করে নেওয়া

তুমি যে অধ্যায় বা টপিকটি পড়বে সেটিকে ছোট ছোট খণ্ডে ভাগ করে নাও। বড় বা কঠিন বিষয়কে মনে রাখার একটি সহজ উপায় হল ছোট ছোট পয়েন্ট বা খন্ড করে পড়া।

লিখে পড়া (Read and Write) পদ্ধতি

অনেক সময় পড়া মুখস্থ করার পর না দেখে লিখলে বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা তারিখ পড়তে পড়তে খাতায় নোট করলে সেটি মনে থাকে ভালো। যা পড়লে তার একটি সারাংশ নিজস্ব ভাষায় লিখে রাখা।


পড়ে নাও – নোটস কিভাবে তৈরি করবে? | নোটস তৈরি করার সহজ উপায়

বিষয়বস্তু কল্পনা করা

তুমি যে বিষয়টি পড়ছো, তা কল্পনা করা। পড়ার সাথে সাথে যদি তথ্যের একটি চিত্র কল্পনা বা ভিজ্যুয়াল উপস্থাপনা তৈরি করা যায় তাহলে পড়া মনে থাকবে ভালো। বিষয়বস্তু ভিজ্যুয়ালাইজ করলে তা সহজেই মনে রাখা যায়।

ধরো, তুমি ভূগোলের মহাকাশ সম্পর্কে পড়ছো, তাহলে তোমায় মহাকাশ, সূর্য, নক্ষত্র, পৃথিবী, চাঁদ কল্পনা করে পড়লে বিষয়টি পড়তে ভালো লাগবে এবং মনে থাকবে।

পর্যাপ্ত পরিমাণ ঘুম

সব থেকে গুরুত্বপূর্ণ হল পড়া মনে রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজন। ঘুমের সময় আমাদের ব্রেন বিশ্রাম নেয়। আর ব্রেন বা মস্তিস্কের বিশ্রাম সঠিক বা সম্পূর্ণ না হলে পড়া মনে থাকবে না, তাই রাত বেশি জেগে পড়াশোনা করে, আবার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লে হবে না। 6-7 ঘণ্টা ঘুম দরকার।


আরো জেনে নাও – পড়ার রুটিন কিভাবে তৈরি করবে?

আমাদের এই পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই রকম আর পোস্ট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে https://careerbondhu.com/ নিয়মিত চোখ রাখো।


মনোযোগী কিভাবে হবে, তার জন্য দেখে নাও – পড়াশোনায় মনোযোগী হওয়ার সহজ উপায়

পর্ব সমাপ্ত!

কেরিয়ার ও ব্যবসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে বা কি রকম ধরনের পোস্ট চাইছো, তা নীচের ছবিটায় ক্লিক করে জানাতে পারো↓

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!