job-tips-after-college
Category – Tips

অনেকের কাছেই কলেজ হল পড়াশোনা জীবনের অন্তিম একটি ধাপ, সাধারণত কলেজের পরেই আমরা কর্মজীবন শুরু করি। কেউ ভালো চাকরীর সন্ধান করে আবার কেউ নিজের ব্যবসা শুরু করে।

তোমাদের মধ্যে যারা কলেজের পড়াশোনা শেষ করে যারা চাকরীর সন্ধান শুরু করতে চাইছো, তাদের জন্যই আমাদের এই প্রবন্ধ। আজকের প্রবন্ধে তোমাদের জন্য রইল কিছু টিপস রয়েছে, যা তোমাকে তোমার পছন্দের চাকরি পেতে সাহায্য করবে।

লক্ষ্য স্থির করা

চাকরির জন্য আবেদন করার আগে একটু সময় নিয়ে কিছু জিনিস ভেবে নাও; যেমন – তুমি কি নিয়ে পড়াশোনা করেছো, তোমার দক্ষতা, আগ্রহ এবং তোমার প্যাশন কি, ভবিষ্যতে কি করতে চাও ইত্যাদি। এই বিষয়গুলি ভেবে নিয়ে তোমায় সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কি ধরণের চাকরি করতে ইচ্ছুক। তাই প্রথমে চাকরির জন্য লক্ষ্য স্থির করা প্রয়োজন।

dream big
লক্ষ্য স্থির করা

CV তৈরি করা

একটি ভালো চাকরি পাওয়ার জন্য প্রয়োজন একটি ভালো CV তৈরি করা। চাকরির আবেদন করার সময় CV পাঠানো হয়। আর সেই সিভি দেখেই তোমাকে ইন্টারভিউর জন্য ডাকবে। তাই সিভি পরিষ্কার এবং সুন্দরভাবে করতে হবে এবং তোমার যোগ্যতা, দক্ষতা সব কিছু সেখানে লেখা থাকবে।

 

cv
সঠিক উপায়ে সিভি তৈরি করা

CV তৈরি করার সঠিক পদ্ধতি আমাদের এই প্রবন্ধে লেখা রয়েছে, দেখে নাও↓

CV কিভাবে তৈরি করবে? | CV তৈরি করার সঠিক পদ্ধতি | How to make a CV for job?

নেটওয়ার্কিং

বিভিন্ন অনলাইন জব পোর্টালগুলি (যেমন- Linkedin, Naukri, Google Careers ইত্যাদি)-তে তোমার অ্যাকাউন্ট তৈরি করে রাখো এবং তোমাদের পছন্দ মতো বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে পারো। Linkedin-এ বিভিন্ন পেশাদারদের সাথে যোগাযোগ করতে পারো। তোমার কলেজের অধ্যাপক, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সাথেও যোগাযোগ রাখা উচিত। কারণ ব্যক্তিগত যোগাযোগ তোমায় কাজের সুযোগ করে দিতে পারে। এছাড়াও ইন্ডাস্ট্রি ইভেন্ট, কেরিয়ার মেলা এবং নেটওয়ার্কিং ইভেন্টগুলিতে নিয়মিত যোগ দিতে পারো।

linkedIn
অনলাইন জব পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করা

স্পেশাল স্কিল

তোমার সাথে যারা পড়াশোনা করেছে তাদের মধ্যে অনেকেই চাকরির জন্য আবেদন করবে। কিন্তু তাদের মধ্যে থেকে ইন্টারভিউয়াররা তোমাকে কেন বেছে নেবেন? এক্ষেত্রে আলাদা কোন দক্ষতা বা স্কিল থাকলে অন্যদের তুলনায় এগিয়ে থাকতে পারবে। বিভিন্ন সার্টিফিকেট কোর্স করে খুব সহজেই নিজের স্কিল বাড়াতে পারবে। বর্তমান যুগ যেহেতু ডিজিটাল যুগ সেহেতু বিভিন্ন কম্পিউটার সংক্রান্ত কোর্স, ইংরাজিতে অসুবিধা থাকলে স্পোকেন ইংলিশ কোর্স করতে পারো। এছাড়াও তুমি যা নিয়ে পড়াশোনা করেছো বা যে ফিল্ডে চাকরি করতে চাইছো সেই সংক্রান্ত বিভিন্ন ছোট কোর্স করলে চাকরি পাওয়ার সুযোগ বেশি থাকবে।

learning skills
বিভিন্ন স্পেশাল স্কিল শেখা

ইন্টার্নশিপ করা

তুমি যদি তোমার স্বপ্নের চাকরি না পেয়ে থাকো, তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ ছোট ছোট স্টেপ নিয়েই একদিন তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। এই ছোট স্টেপের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ।

ইন্টার্নশিপ তোমাকে তোমার পছন্দের চাকরির জন্য অভিজ্ঞতা অর্জন এবং যোগাযোগ তৈরি করতে সাহায্য করবে। তাই ভালো চাকরি পাওয়ার জন্য ইন্টার্নশিপ করতে পারো।

 

internship
ইন্টার্নশিপ করা

 

ইন্টারভিউর প্রস্তুতি নেওয়া

যদি তোমার স্বপ্নের চাকরির জন্য ডাক আসে, তার জন্য তো প্রস্তুতি নিতেই হবে। ইন্টারভিউয়ারদের কাছে নিজের ভালো ইমপ্রেশন তৈরি করার জন্য ইন্টারভিউর প্রস্তুতি নেওয়া খুবই প্রয়োজন।

নিজের স্বপ্নের চাকরি হাত থেকে যেতে দেওয়া তো চলবেই না, তাই জন্য ইন্টারভিউর প্রস্তুতি কিভাবে নিতে হয়, তা দেখে নাও↓

কিভাবে ইন্টারভিউর প্রস্তুতি নিতে হয়? | Interview Preparation

গাইডেন্স (Guidance) নেওয়া

জীবনের সব পর্যায়ে গাইডেন্স নেওয়া খুবই প্রয়োজন। তাই কেরিয়ার কাউন্সিলার, মেন্টোরস বা তোমার নির্বাচিত ক্ষেত্রের সিনিয়রদের কাছ থেকে পরামর্শ বা গাইড চাওয়ার জন্য কখনো দ্বিধা বোধ করবে না। তারা মূল্যবান অ্যাডভাইস দিতে পারে, যা তোমাকে তোমার সাফল্য অর্জনে সাহায্য করতে পারে।

guidance
সিনিয়রদের থেকে গাইডেন্স নেওয়া

তোমরা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের বন্ধু ‘কেরিয়ার বন্ধু’র থেকে কেরিয়ার গাইডেন্স নিতে পারো। তোমরা কেরিয়ার বন্ধুর (careerbondhu.com) ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করতে পারো, ‘কেরিয়ার বন্ধু’ তোমাদের মেইলের মাধ্যমে তার উত্তর পাঠিয়ে দেবে।

একটি বিষয়ে লক্ষ্য রাখবে, জীবনের এক নতুন পর্যায় শুরু হচ্ছে। তাই কর্মজীবন শুরু করার সাথে তোমার শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখাও খুবই গুরুত্বপূর্ণ। নিজে সুস্থ থাকলে তবেই নিজের স্বপ্ন এবং কর্মজীবন গড়ে তুলতে পারবে। তোমার কর্মজীবনের জন্য শুভ কামনা রইল।

আশা করি আমাদের এই পোস্টটি তোমাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে বন্ধুদের সাথে এই প্রবন্ধটি অবশ্যই শেয়ার করো। আর এই রকম আর পোস্ট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে https://careerbondhu.com/ নিয়মিত চোখ রাখো। টেলিগ্রামের মাধ্যমে বিভিন্ন প্রবন্ধ পেতে জয়েন করো আমাদের টেলিগ্রাম চ্যানেল – https://t.me/careerbondhu)\.

পর্ব সমাপ্ত!

কেরিয়ার ও ব্যবসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে বা কি রকম ধরনের পোস্ট চাইছো, তা নীচের ছবিটায় ক্লিক করে জানাতে পারো↓

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!