how-to-take-note-from-studies
Category – Tips

পড়াশোনা করার একটি সহজ উপায় হল নোটস তৈরি করে পড়া। নোটস তৈরি করে পড়লে সহজে পড়া বোঝা এবং মনে রাখা যায়। এর ফলে যেমন ভালো রেজাল্ট করা যায় আবার অন্যদিকে স্কুল ও প্রাইভেট টিচারের নোটের থেকে নোটস নিজে তৈরি করে পড়লে তা বেশি সহজ হয়।

পড়াশোনার জন্য সংক্ষেপে নোটস কিভাবে তৈরি করবে তা, কয়েকটি ধাপে নীচে আলোচনা করা হল।

নোটসের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া

যে বিষয়ের নোট তৈরি করবে সেই বিষয়ের বই এবং খাতা নিয়ে নেওয়া। নোটস তৈরি করার জন্য যা যা প্রয়োজনীয় যেমন – পেন, পেনসিল, হাইলাইটার ইত্যাদি নিয়ে বসো।

pen-pencil-copy
নোটসের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম

তোমাকে বিরক্ত করবে বা বাঁধা দেবে এমন জিনিস সরিয়ে রাখো। নোটস লেখার সময় অপ্রয়োজনীয় জিনিস দূরে রেখে, একটি সুন্দর ও উপযুক্ত পরিবেশে নোটস লিখতে বসা উচিত।


জেনে নাও – পড়ার উপযুক্ত পরিবেশ কিভাবে তৈরি করবে?

নোটসের সময়

স্কুল বা টিউশনে যখন যে বিষয়টি পড়ানো হচ্ছে চেষ্টা করবে সেই দিন বা পরের দিন সেই বিষয়ের নোটস তৈরি করে নিতে। কারণ তখন পড়াটা ভালো করে বোঝা থাকে, যার জন্য নোটস ভালো করে তৈরি করতে পারবে। আর যদি বেশি দেরি হয় তাহলে তখন অনেক বিষয় মনে নাও থাকতে পারে। যার ফলে নোটস অসম্পূর্ণ থেকে যাবে।

careerbondhu-telegram-channel

মনোযোগ দিয়ে শোনা

স্কুল বা প্রাইভেট টিউশনে যা পড়া বোঝানো হচ্ছে তা মন দিয়ে শুনতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলি বইতে হাইলাইট করা বা খাতায় লিখে রাখা উচিত। এইগুলি পরে তোমায় নোটস তৈরি করতে সাহায্য করবে।

listen-carefully-what-teacher-said
টিচার যা পড়াচ্ছেন তা ভালো করে শোনা এবং লেখা

বিষয়বস্তু সংক্ষেপ করা

নোটস কখনই খুব বেশি বড়ো হবে না বা বই দেখে লিখলে হবে না। নোটস সবসময় নিজের ভাষায় বুঝে তৈরি করতে হয়, যা সংক্ষিপ্ত হয়। নিজে যে বিষয়টি পড়লে সেটি বুঝে নিজের মত করে ছোটো করে এবং স্কুল বা প্রাইভেট টিউশনের খাতার সাহায্য নিয়ে নোটস তৈরি করতে হয়।

বেশি না লিখে মূল ধারণাগুলি, ছোট ছোট গুরুত্বপূর্ণ বিষয় এবং উদাহরণের উপর ভিত্তি করে নোটস তৈরি করা হয়।


জেনে নাও – পড়ার রুটিন কিভাবে তৈরি করবে?

ধারণা স্পষ্ট করা

নোটস করার সময় যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় বুঝতে না পারো, তাহলে তা লিখে রাখা প্রয়োজন। পরে তা শিক্ষকদের কাছ থেকে বুঝে নোটস তৈরি করে নেওয়া উচিত।

ask-teacher-any-doubts
শিক্ষকের সাহায্য নিয়ে বুঝে নেওয়া

ধারণা যদি স্পষ্ট না থাকে তাহলে নোটস তৈরি করতে একদমই পারবে না। তাই জন্য পড়া বোঝার সময় খুব ভালোভাবে শুনতে এবং বুঝতে হবে।

হেডিং করা

নোটস তৈরি করার সময় বিভিন্ন রঙের পেন দিয়ে হেডিং এবং সাবহেডিং করে নোটস তৈরি করতে হবে। এরফলে নোটস দেখতে সুন্দর এবং সহজ হবে। যার ফলে তোমার পড়তে ভালো লাগবে এবং তা মনে রাখতেও সুবিধা হবে।

বিভিন্ন চিহ্ন বা ছবি আঁকা

তোমার বোঝার জন্য নোটস তৈরি করার সময় বিভিন্ন চিহ্ন বা ছবি আঁকতে পারো। যেমন, জীবনবিজ্ঞানে বেশির ভাগ নোটস তৈরির জন্য ছবি আঁকা প্রয়োজন, আবার ভূগোল বিষয়ে বিভিন্ন ছবি হয় এবং ইতিহাসের বিভিন্ন সাল নোট করে রাখা ইত্যাদি। তোমার সুবিধার জন্য যা প্রয়োজন তা নোটসের মধ্যে উল্লেখ করে রাখবে।

draw-or-sketch-in-the-notes
নোটস তৈরি করার সময় প্রয়োজনীয় ছবি আঁকা

সঠিকভাবে অর্গানাইজ করা

নোটস তৈরি জন্য প্রত্যেকটি বিষয়ের একটি ভিন্ন খাতা প্রয়োজন। কারণ একটি খাতায় সব বিষয়ের নোটস তৈরি করলে তা খুঁজে পেতে অসুবিধা হবে। প্রত্যেকটি বিষয়ের বিভিন্ন চ্যাপটারও আলাদা আলাদা করে নোটস তৈরি করতে হবে।

চ্যাপটারের নাম অন্য রঙের পেন দিয়ে লিখে বা হাইলাইট করে, যে টপিকের নোট লিখবে সেই টপিকের নামও হাইলাইট করতে হবে। যদি সেই চ্যাপটারের নোটস তৈরি করা কিছু টপিকের বাকি থাকে তাহলে অন্য চ্যাপটার শুরু করার আগে তার জন্য জায়গা রেখে শুরু করবে। এইভাবে সব চ্যাপটার আলাদা করবে।

book-marks
বুক মার্ক ব্যবহার করা

প্রয়োজন হলে বিভিন্ন বুক মার্ক (Book Mark) ব্যবহার করতে পারো।

টেকনোলজির সাহায্য নেওয়া

বর্তমানে বিভিন্ন টেকনোলজি অর্থাৎ বিভিন্ন অ্যাপ, ওয়েবসাইট রয়েছে যাদের সাহায্য নিয়ে নোটস তৈরি করতে পারো। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ে নোটস, কনসেপ্ট ভিডিও ইত্যাদি দিয়ে থাকে তা দেখে নিজে বুঝে নোট তৈরি করতে পারো।


জেনে নাও – পড়াশোনার সেরা পাঁচটি অ্যাপ ও ওয়েবসাইট

mobile-study-website
বিভিন্ন ডিজিটাল ওয়েবসাইটের সাহায্য নেওয়া

রিভিউ করা

নোটস তৈরি করা হয়ে গেলে কিছুদিন পর যখন আবার সে বিষয়ে পড়া হবে তখন আবার রিভিউ করো এবং পরীক্ষার আগে ভালো রিভিউ করো। যদি কোনো ভুল বা কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে তা ঠিক করে নেওয়া প্রয়োজন।


জেনে নাও – সহজে পড়া মনে রাখবে কিভাবে?

মনে রাখবে, নোটস তৈরি করার উদ্দেশ্য হল এমনভাবে পড়ার বিষয় থেকে সংক্ষেপে তথ্য লিখে রাখা যা তোমার বোঝার এবং মনে রাখতে সাহায্য করে। তাই নিজের ভাষায় নোট নিজেকেই তৈরি করতে হবে, যাতে তা তুমি ভালো করে বুঝতে পারো এবং মনে থাকবে।

পর্ব সমাপ্ত!

কেরিয়ার ও ব্যবসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে বা কি রকম ধরনের পোস্ট চাইছো, তা নীচের ছবিটায় ক্লিক করে জানাতে পারো↓

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!