study-environment
Category – Tips

পড়তে বসার জন্য একটি উপযুক্ত পরিবেশ খুবই প্রয়োজন। কারণ পড়া মনে রাখার এবং ভালো রেজাল্ট করার পিছনে হাত রয়েছে এই উপযুক্ত পরিবেশের। পরিবেশ যদি সঠিক না হয় তাহলে কিছুতেই সেই পড়া মনে থাকবে না, পড়া মুখস্থ হবে না এবং পড়াশোনা করতে ভালোও লাগবে না। তাই ভালোভাবে পড়াশোনা করার জন্য একটি সঠিক তথা উপযুক্ত পরিবেশ একান্ত প্রয়োজন।

পড়ার উপযুক্ত পরিবেশ কোনটি? কিভাবে পড়ার উপযুক্ত পরিবেশ তৈরি করবে? ইত্যাদি প্রশ্নের উত্তরই আলোচনা করবো আমরা আমাদের এই প্রবন্ধে।

তাহলে শুরু করা যাক আজকের আলোচনা পড়ার উপযুক্ত পরিবেশ।

পড়ার উপযুক্ত পরিবেশ আমাদের নিজেদেরকেই তৈরি করে নিতে হবে। পড়ার উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য নির্দিষ্ট কিছু বিষয়ে নজর রাখতে হবে, তা নীচে আলোচনা করা হল।

কিভাবে পড়ার উপযুক্ত পরিবেশ তৈরি করবে?

শান্ত পরিবেশ

পড়তে বসার জন্য এমন একটি ঘর বা স্থান খুঁজে বের করা প্রয়োজন যেখানে কোনোরকম শব্দ বা আওয়াজ আসে না বা খুবই কম আসে। যে ঘরে পড়তে বসবে সেই ঘরটি শান্ত পরিবেশের হতে হবে। কারণ শান্ত পরিবেশে পড়ায় সম্পূর্ণ মনোযোগ দিতে পারবে।

study-environment
পড়ার জন্য শান্ত পরিবেশ বেছে নেওয়া

আলোযুক্ত ঘর

তোমাকে পর্যাপ্ত আলো রয়েছে এমন ঘর বেছে নিতে হবে। সেরকম হলে পড়ার জন্য আলো অর্থাৎ লাইটের ব্যবস্থা করতে হবে। অন্ধকার, স্যাঁতস্যাঁতে ঘরে পড়তে বসা উচিত নয়। পড়ার জন্য টেবিল ল্যম্প ব্যবহার করতে পারো।

কিন্তু যে রুমে আলো আছে কিন্তু শেখানে শান্ত পরিবেশ নেই পড়ার জন্য সেরকম রুম বেছে নেবে না, তবে শান্ত পরিবেশ রয়েছে অথচ লাইট বেশি নেই এরকম রুমে লাইটের ব্যবস্থা করে পড়তে পারো।

Arrange-light-to-read
আলোর ব্যবস্থা করে পড়তে বসা

সঠিক তাপমাত্রা

খুব বেশি ঠাণ্ডা বা খুব বেশি গরমে পড়তে বসা উচিত নয়। খুব বেশি ঠাণ্ডায় আমাদের শীত করবে যার জন্য পড়তে ভালো লাগবে না; আবার খুব বেশি গরমে আমাদের প্রচন্ড ঘাম হবে তা বার বার মুছতে এবং জল খেতেই সময় নষ্ট হবে। তাই একটি আরামদায়ক অবস্থায় পড়তে বসা উচিত। যেমন গরমকালে পড়ার জন্য ভোরবেলা বেছে নিতে পারো আবার শীতকালে দুপুরবেলা পড়তে বসতে পারো।

careerbondhu.com whatsapp channel

পড়তে বসার সঠিক স্থান

পড়তে বসার জন্য ঘরের মধ্যে একটি নির্দিষ্ট জায়গা খুঁজে নাও। পড়ার জন্য সেখানে চেয়ার টেবিলের ব্যবস্থা করে নাও। চেয়ার টেবিলে পড়া বেশি উপকারী হতে পারে।

read-in-study-table
পড়ার টেবিলে পড়তে বসা

যদি বিছানাতে পড়তে বসো তাহলে একটি ছোটো টুল নিয়ে বসো। বেশি নিচু হয়ে পড়লে আমাদের ঘাড়ে এবং চোখে সমস্যা হতে পারে।

শুয়ে বা হেলান দিয়ে বসে পড়া একদমই উচিত নয়, এতে পড়ায় সঠিকভাবে মনযোগ দিতে পারবে না এবং ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থাকে।

should-not-read-on-lie-down
শুয়ে বা হেলান দিয়ে পড়তে বসা উচিত নয়

পড়ার রুটিন রাখা

যেখানে পড়তে বসবে সেই টেবিলে বা সেই দিকের দেওয়ালে পড়ার রুটিন লাগিয়ে রাখতে হবে। পড়ার রুটিন দেখে পড়তে বসা এবং তা শেষ করতে হবে।


আরো পড়ো – পড়ার রুটিন কিভাবে বানাবে? | পড়ার রুটিন তৈরি করার সহজ উপায়

পড়ার টেবিল সুন্দর করে গোছানো

পড়তে বসার টেবিল বা বিছানা সুন্দরভাবে গুছিয়ে পড়তে বসা উচিত। এতে ফোকাস করতে সুবিধা হয়। পড়তে বসার জায়গা এলোমেলো, অগোছালো পড়ার মনোযোগ বিঘ্নিত হয়।

study-table
পড়ার টেবিল সুন্দর করে গুছিয়ে রাখা এবং রুটিন টানিয়ে রাখা

পড়ার প্রয়োজনীয় জিনিসপত্র রাখা

পড়তে বসার জন্য যে যে জিনিস প্রয়োজনীয় সেইসব জিনিস নিয়ে বসতে হবে।

study-things
পড়ার জন্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বসা

পড়তে বসে যদি বার বার কোনো জিনিস আনার জন্য উঠতে হয়, তাহলে পড়ায় ফোকাস করতে পারবে না।

পড়তে বসার আগে কিছু খাবার খেয়ে বসবে নাহলে পড়ার রুমে নিয়ে নেবে এবং জলও নিজের কাছে রাখবে যাতে পড়া না হওয়া অবধি ওই রুম থেকে না বেরোতে হয়। পড়তে পড়তে আমাদের গলা শুকিয়ে যাবে যার জন্য জল খাওয়া প্রয়োজন বার বার। তাই জল নিয়ে পড়তে বসা আবশ্যক।

take-water-on-study-time
পড়তে বসার সময় জল নিয়ে বসা

বিরক্ত বা বাঁধা সৃষ্টি করবে এমন জিনিস দূরে রাখা

যে সকল জিনিস তোমাকে পড়তে বসার সময় বিরক্ত করবে সেই সকল জিনিস পড়তে বসার সময় দূরে রাখবে।

study-on-mobile
অনলাইনে পড়াশোনা করা

বর্তমানে মোবাইলের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল ওয়েবসাইট থেকে পড়াশোনা করা যায়, তাই মোবাইল পড়ার সময় ব্যবহার করলেও অযথা সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে না।

পোষা প্রাণী থাকলে তাকে পড়ার সময় ওই রুমে রাখবে না এবং বাড়ির কাউকে ওই পড়ার সময় বিরক্ত করতে না করে দেবে।

keep-pets-away-while-reading
পড়তে বসার সময় পোষা প্রাণীকে দূরে রাখা

মনে রাখবে, প্রত্যেকের পড়াশোনা করার উপযুক্ত পরিবেশ কিছুটা আলাদা হয়। তাই তোমার পড়ার উপযুক্ত পরিবেশ তোমার পছন্দের মত হবে, যাতে সেখানে তোমার পড়তে বসতে ভালো লাগে। উপযুক্ত পরিবেশ তৈরি করার কারণ হল তোমাকে ফোকাস করতে উৎসাহিত করবে, বিরক্তি কমিয়ে দেবে এবং তোমার লক্ষ্য অর্জনে তোমাকে অনুপ্রাণিত করবে।
careerbondhu.com telegram channel
আশা করি আমাদের এই প্রবন্ধটি পড়ে ভালো লাগলে এবং এই প্রবন্ধ থেকে উপকৃত হয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এরকমই বিভিন্ন টিপস পেতে নীচে দেওয়া চ্যানেলগুলিতে জয়েন করে নিতে পারো।


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


পর্ব সমাপ্ত!

কেরিয়ার ও ব্যবসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে বা কি রকম ধরনের পোস্ট চাইছো, তা নীচের ছবিটায় ক্লিক করে জানাতে পারো↓

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!