Journalism and mass communication
Stream – Media Studies

জার্নালিজম এবং মাস কমিউনিকেশন কী?

বর্তমান যুগে গোটা দুনিয়া এখন হাতের মুঠোয়। দিনের শুরু আমরা সংবাদপত্র হাতে নিয়ে করি। এরপর সারাটা দিন জুড়ে চলতে থাকে শহর, রাজ্য, দেশ থেকে শুরু করে গোটা পৃথিবীর বিভিন্ন খবরের আদান-প্রদান। বাড়ি বসে গোটা পৃথিবীর রাজনীতি থেকে সংস্কৃতি, বিনোদন থেকে অর্থনীতিকে যুক্ত করার উপায়ের নাম জার্নালিজম এবং মাস কমিউনিকেশন।

জার্নালিজমের বাংলা অর্থ সাংবাদিকতা এবং মাস কমিউনিকেশন, যার অর্থ জনসংযোগ। এদের প্রধান কাজ সংবাদ ও তথ্য সংগ্রহ করে, সেই তথ্যকে নিরপেক্ষ মূল্যায়ন করে জনসমক্ষে পরিবেশন করা। এই পরিবেশন করার জন্য বিভিন্ন মাধ্যমের প্রয়োজন হয়, যেমন – সংবাদপত্র, রেডিও/F.M, টেলিভিশন এবং সাম্প্রতিকালের সবথেকে দ্রুত ও সুলভ মাধ্যম ইন্টারনেট ব্যবস্থা।

কিভাবে পড়ব জার্নালিজম এবং মাস কমিউনিকেশন?

বিভিন্ন ধরনের কোর্স করে সাংবাদিক অথবা সাংবাদিকতা সম্পর্কিত কাজ করা যায়।

Diploma in  Journalism and Mass Communication

জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে ডিপ্লোমা ভারতের প্রচুর কলেজে করানো হয়। এটি এক বছরের কোর্স। যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা এর সমতুল (10+2) পরীক্ষা পাশ করে এই কোর্সে ভর্তি হওয়া যায়।

BA in Journalism and Mass Communication

যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা এর সমতুল (10+2) পরীক্ষার পরে এই মাস কমিউনিকেশন কোর্সে ভর্তি হওয়া যায়। উচ্চমাধ্যমিক বা এর সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার থাকা প্রয়োজন। এই কোর্সটি 3 বছরের হয়। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম বয়সসীমা হল 17 বছর। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে BA কোর্সে ভর্তি সাধারণত মেধা অনুযায়ী হয়।
careerbondhu.com whatsapp channel
তবে কেন্দ্রীয় সরকারের অধিনস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ার জন্য CUET (UG) পরীক্ষা দিতে হয়।

এছাড়াও কিছু কলেজে ভর্তির জন্য আলাদা প্রবেশিকা পরীক্ষা দিতে হয়, প্রবেশিকা পরীক্ষাগুলি হল – IPU CET, SPPU Entrance Exam, JET, Indian Institute of Mass Communication entrance exam, Jamia Millia Islamia common entrance exam, Symbiosis Institute of Journalism and Mass Communication Entrance exam, Xavier Institute of Mass Communication Entrance exam, Delhi university Bachelors of Journalism and Mass communication entrance exam, Common Entrance Test for Journalism (CETJ) ইত্যাদি।

MA in Journalism and Mass Communication

যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েশন বা এর সমতুল (10+2) পরীক্ষার পরে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন কোর্সে MA করা যায়। গ্র্যাজুয়েশন বা এর সমতুল (10+2) পরীক্ষায় অবশ্যই 50% নাম্বার থাকতে হবে। এটি 2 বছরের কোর্স।

জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে MA কোর্সে ভর্তি দুভাবে হয় – 1) প্রবেশিকা পরীক্ষা ও 2) মেধা অনুযায়ী।

প্রবেশিকা পরীক্ষাগুলি হল – IPU CET, SPPU Entrance Exam, MH CET, JET, CUEE, AUAT, AUCET, IIMC Entrance exam, DUET, Jamia Millia Islamia Entrance exam, SET, JNU, Pandicheri university ইত্যাদি।


আরো পড়ুন – CUET (UG) পরীক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা

কিছু প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে সংক্ষেপে বলা হল –

IPU CET – এই প্রবেশিকা পরীক্ষাটি বছরে একবার হয়। এই IPU CET প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ ইউনিভার্সিটি (GGSIPU) অধীনস্থ কলেজে মাস কমিউনিকেশনে BA কোর্সে এবং এই ইউনিভার্সিটিতে মাস কমিউনিকেশনে MA কোর্সে ভর্তি হওয়া যায়।

SPPU Entrance Exam – এই প্রবেশিকা পরীক্ষা দিয়ে মাস কমিউনিকেশনে BA ও MA কোর্সে ভর্তি হওয়া যায়। এই পরীক্ষার সাহায্যে সাবিত্রিবাই ফুলে পুনে ইউনিভার্সিটিতে (SPPU) এবং এই ইউনিভার্সিটির অধীনস্থ কলেজে ভর্তি হওয়া যায়।

JET – এই প্রবেশিকা পরীক্ষা জৈন ইউনিভার্সিটি আয়োজন করে। এই প্রবেশিকা পরীক্ষা দিয়ে মাস কমিউনিকেশনে BA ও MA কোর্সে ভর্তি হওয়া যায় জৈন ইউনিভার্সিটিতে।

CUEE – CUEE পুরো কথা কলকাতা ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম। কলকাতা ইউনিভার্সিটি এই প্রবেশিকা পরীক্ষার আয়োজন করেছে। এই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে কলকাতা ইউনিভার্সিটিতে MA কোর্সে ভর্তি হওয়া যায়।

AUAT – এই প্রবেশিকা পরীক্ষাটি দিয়ে অ্যাডামাস ইউনিভার্সিটিতে (Admas University) MA কোর্সে ভর্তি হওয়া যায়।

careerbondhu.com telegram channel

জার্নালিজম এবং মাস কমিউনিকেশন কলেজ কি কি আছে?

জার্নালিজম এবং মাস কমিউনিকেশন পড়ানো হয়, এমন কয়েকটি কলেজের নাম নীচে দেওয়া হল –

• Jadavpur University, Kolkata
• University of Calcutta, Kolkata
• West Bengal State University [WBSU], Barasat
• Manipal School of Communication, Manipal
• Xavier Institute of Communications, Mumbai
• Christ University, Bangalore
• Indian Institute of Journalism and New Media, Bangalore
• IIMC – Indian Institute of Mass Communication ইত্যাদি।

জার্নালিজম এবং মাস কমিউনিকেশন কোর্স ফি কত?

সাধারণত সরকারি কলেজের ফি Rs. 10,000 – Rs. 1,00,000 পর্যন্ত হয়।
বেসরকারি কলেজের ফি Rs. 50,000 – Rs. 10,00,000 পর্যন্ত হয়। তবে, বিভিন্ন প্রতিষ্ঠানে এই কোর্স ফি ভিন্ন হয়ে থাকে।
careerbondhu.com whatsapp channel

জার্নালিজম এবং মাস কমিউনিকেশনে কি কি বিষয় পড়তে হয়?

যে বিষয়গুলি এই কোর্সে পড়ানো হয় সেগুলি হল –

• Aesthetics and Visual Communication
• Photography
• Journalism
• Audio-Visual Communication
• Camera and Lighting
• Feature Writing
• Audiography and Music
• News Reporting and Editing
• Marketing and Mass Communication ইত্যাদি

জার্নালিজম এবং মাস কমিউনিকেশন কোর্সের ভবিষ্যৎ কেমন?

সাংবাদিকতা এমন একটি পেশা যা আজকের দিনে খুবই যথাযথ। আমরা যে কোনো পেশার গুরুত্বকে বিচার করি মূলত দুটি উপায়ে, প্রথমত পেশাটি কতটা যুগোপযোগী এবং দ্বিতীয়ত পেশাটিতে আর্থিক সুবিধা কতটা মিলবে।

জার্নালিজম বা সাংবাদিকতা অত্যন্ত যুগোপযোগী একটি পেশা। এই বিশ্বায়নের যুগে গ্রাম থেকে শহরবাসী সকলেই সমাজ, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কে অনেকটাই সচেতন এবং ভবিষ্যতে এই পেশার চাহিদা ক্রমশ বাড়বে।

এই বিশ্বে ঘটনার কোনো শেষ নেই। আর সেই ঘটনাগুলি একত্রিত করে মানুষের মাঝে বিভিন্ন মাধ্যমের দ্বারা পেশ করার প্রয়োজনে এই সেক্টরে কর্মী নিয়োগ দিনে দিনে আরও বাড়বে। বিভিন্ন দেশী-বিদেশী সংস্থায় নিয়োগ হলে আর্থিক সুবিধাও পাওয়া যায়।

তাই এই কোর্স পড়ে ভবিষ্যৎ গড়ে তোলার অনেক সুযোগ আছে। এখন যেহেতু মাধ্যম প্রচুর হয়ে গেছে তাই যে কোনো খবর খুব দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়। জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের এই কোর্স করা থাকলে এই ধরনের বিভিন্ন কাজে নিযুক্ত হওয়া যায়।

কি ধরনের চাকরী পাওয়া যায়? (types of job, top industry leaders)

জার্নালিজম এবং মাস কমিউনিকেশন পড়ে মূলত যে ধরনের কাজে নিযুক্ত হতে পারেন সেগুলি হল –

জার্নালিস্ট (Journalist)
ফটোগ্রাফার (Photographer)


• নিউজ এডিটর অ্যাংকার (News Editor Anchor)
• অ্যাডভার্টাইসার (Advertiser)
রেডিও জকি (Radio Jockey)


• পাবলিক রিলেশন অফিসার (Public Relations Officer)

কিছু বিখ্যাত সংস্থা হল –

• আনন্দবাজার পত্রিকা (ABP Network)
• Times Network
• Zee Network
• The Hindu
• Door Darshan
• All India Radio
• India Today
• Outlook
• Republic Television Network

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!