Reporter
Category – Profession

সাংবাদিক বা রিপোর্টার কাদের বলা হয়?

বর্তমানে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তের খবর স্মার্ট ফোন বা টিভির রিমোটের এক ক্লিকে বাড়িতে বসে পেয়ে যাই।

বিনোদন থেকে রাজনীতি, অর্থনীতি থেকে আবহাওয়ার আপডেট সব কিছুই আমাদের কাছে এসে পৌঁছায় যাদের মাধ্যমে, সেই পুরো সিস্টেমটি সংবাদ মাধ্যম নামে পরিচিত।

সংবাদ মাধ্যমের মধ্যে কিছু নির্দিষ্ট মানুষ সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে এবং নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে, তাজা সঠিক খবরের আপডেট পৌঁছে দেয় বিভিন্ন সংবাদ মাধ্যমের দপ্তরে, এঁরাই হলেন রিপোর্টার বা সাংবাদিক

careerbondhu.com whatsapp channel

রিপোর্টাররা কি ধরনের কাজ করেন?

রিপোর্টার বা সাংবাদিক কথাটি থেকেই কাজের কথা বোঝা যাচ্ছে যে তাদের কাজ রিপোর্ট করা। কোনো ঘটনাকে কেন্দ্র করে সেই ঘটনার তথ্য জোগাড় করে, রিপোর্ট করা। আমরা যে নিউজ দেখি তার সব তথ্যই রিপোর্টার বা সাংবাদিকরা জোগাড় করে থাকে।

রিপোর্টার হবার জন্য কি যোগ্যতার প্রয়োজন?

একজন রিপোর্টার হওয়ার জন্য ভালো নাম্বার নিয়ে স্নাতক উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এছাড়াও ইংরাজি/বাংলা/রাষ্ট্রবিজ্ঞান/অর্থনীতি বা জার্নালিসম বা মাস কমিউনিকেশনে কোর্স করা থাকলে এই পেশায় বিশেষ সুবিধা হয়।

careerbondhu.com telegram channel

একজন সফল রিপোর্টার হবার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?

একজন সফল রিপোর্টার হবার জন্য যে যে দক্ষতা থাকা প্রয়োজন, সেগুলি হল –

• আবেগহীনভাবে যে কোনো তথ্যকে যুক্তি এবং নিরপেক্ষতার সাথে জনসমক্ষে পেশ করতে পারার দক্ষতা থাকা অত্যন্ত জরুরী।
• সাংবাদিকতায় সত্যতা এবং কাজের প্রতি দায়বদ্ধতা একান্ত প্রয়োজনীয়
• যে কোনো পরিস্থিতিতে পেশার তাগিদে ঝুঁকি নেওয়ার মানসিকতা এবং পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা থাকা আবশ্যিক।
• ভাষায় দক্ষ হতে হবে, অর্থাৎ একজন সাংবাদিকের কমিউনিকেশন স্কিল খুব বুদ্ধিদীপ্ত হওয়া প্রয়োজন।
• মিডিয়া এবং প্রোডাকশন সম্পর্কে একটি দৃঢ় ধারণা থাকতে হবে।
• মিডিয়া কিভাবে কাজ করে অর্থাৎ কাজের পদ্ধতি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।

suman-dey-abp-ananda-bengali-reporter
বাংলা মিডিয়ার একজন বিখ্যাত রিপোর্টার হলেন সুমন দে (Suman Dey), ABP আনন্দ।

সাংবাদিকতা পেশার ভবিষ্যৎ কেমন?

বর্তমান সময়ে এই পেশাটি একটি জনপ্রিয় পেশা। এই পেশাটি যেমন জনপ্রিয় তেমনই ভবিষ্যৎও রয়েছে। আমাদের চারপাশে একের পর এক ঘটনা নিরন্তর ঘটে চলছে, তাই এই পেশায় কাজ করার সুযোগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেশ-বিদেশে এই পেশার ক্ষেত্র ক্রমশ বাড়ছে। তাই সাহসী এবং বলিষ্ঠ চরিত্রের ব্যক্তিরা এই পেশাতে আসতে পারেন।

ভারতীয় মিডিয়ার দুজন বিখ্যাত রিপোর্টার – রভিস কুমার (Ravish Kumar) এবং রাজদীপ সারদেসাই (Rajdeep Sardesai)।

সাংবাদিকতা পেশায় কেমন বেতন পাওয়া যেতে পারে?

বার্ষিক আয় প্রায় 1 লাখ থেকে 8 লাখ হয়ে থাকে। অভিজ্ঞতা এবং বিভিন্ন মিডিয়া হাউসের উপর নির্ভর করে এই বেতনের মাত্রার পরিবর্তন হয়ে থাকে।

পর্ব সমাপ্ত! আরো পড়ুন – কন্টেন্ট রাইটার পেশার খুঁটিনাটি


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!