Streams – Medicine & Allied Studies
স্বাস্থ্যই সম্পদ। কিন্তু বর্তমানে জীবনযাত্রার আমূল পরিবর্তন মানবসমাজকে করে তুলছে ওষুধ নির্ভর। অল্প বয়স থেকেই বড় বড় রোগ কাবু করছে আমাদের। তাই আজকের যুবসমাজও 10 ঘণ্টা ল্যাপটপের সামনে বসে থাকার পর রোগভোগে কাহিল। শরীর চর্চার অভাবে যুবা বয়স থেকেই শরীরে বাসা বাঁধছে বিভিন্ন যন্ত্রণা।
তাই ব্যথা বেদনা নিরাময়ে আধুনিক চিকিৎসাশাস্ত্রের একটি ওষুধ বিহীন সমাধান হল ফিজিওথেরাপি।
Table of Contents
Bachelor of Physiotherapy (BPT) কোর্স কি?
ফিজিওথেরাপি হল এমন এক ধরনের চিকিৎসা যা বিজ্ঞানসম্মত উপায়ে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের কার্যকারীতাকে সঠিক উপায়ে সচল রাখতে সাহায্য করে।
ব্যাচেলার অফ ফিজিওথেরাপি কোর্সটি একটি স্নাতক স্তরের ডিগ্রি কোর্স। যে প্রার্থীরা ফিজিওথেরাপিস্ট হিসেবে কেরিয়ার গড়তে চান তারা বিপিটি কোর্স করতে পারেন।
এই কোর্সের সময়সীমা চার বছর এবং কোর্স হওয়ার পর শিক্ষার্থীদের ছয় মাসের ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হয়। চার বছরের কোর্সে একজন প্রার্থী চিকিৎসা বিজ্ঞানের ভিত্তিতে মানবদেহের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা লাভ করেন এবং ছয় মাসের ইন্টার্নশিপের সময় প্রার্থীরা প্র্যাকটিকাল জ্ঞান অর্জন করেন।
ফিজিওথেরাপিস্টদের কাজ কি?
ফিজিওথেরাপিস্টদের মানুষের শরীরের অস্থি, পেশী এবং স্নায়ুর জটিলতা সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হয়। ফিজিওথেরাপিস্টরা ফিজিকাল মুভমেন্ট, পোস্ট-ফ্র্যাকচার ম্যানিউভার্স, আঘাত বা দীর্ঘস্থায়ী ব্যথা ইত্যাদি সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান করে। রোগ নিরাময়ে ডাক্তারের পাশাপাশি এদেরও ভূমিকা রয়েছে।
কিভাবে পড়বো BPT কোর্স?
এই কোর্সটি করার জন্য অবশ্যই উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় Physics, Chemistry, Biology বিষয় তিনটি নিয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরাজি বিষয়টির উপরেও বিশেষ গুরুত্ব আরোপিত হয়েছে। উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার থাকা প্রয়োজন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই নাম্বারের মাত্রা ভিন্ন হয়ে থাকে। এছাড়াও শিক্ষার্থীর বয়স ন্যূনতম 17 বছর হওয়া আবশ্যক।
এই কোর্সে ভর্তি হওয়ার জন্য যে সমস্ত প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ করা আবশ্যক। প্রবেশিকা পরীক্ষাগুলি হল – NEET, JENPAS, IPU CET, BCECE ইত্যাদি।
প্রবেশিকা পরীক্ষাগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নাও↓
NEET | JENPAS
B.P.T-এর বিকল্প হিসেবে নীচে স্নাতক স্তরের আরো কয়েকটি ফিজিওথেরাপি কোর্সগুলির নাম দেওয়া হল –
- Diploma in Physiotherapy
- B.Sc. (Bachelor of Science) Physiotherapy
- B.O.T (Bachelor of Occupational Therapy) Physiotherapy
- B.R.S. (Bachelor of Rehabilitation Science) Physiotherapy
BPT কোর্স কোথায় কোথায় পড়ানো হয়? | Physiotherapy Colleges in Kolkata
এই BPT কোর্স ভারতবর্ষ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে করা যায়, নীচে কিছু কলেজের নাম দেওয়া হল –
- Ramakrishna Mission Seva Pratishthan, Kolkata.
- Institute of Management Study (IMS) Kolkata.
- Brainware University, Kolkata.
- Nopany Institute of Healthcare Studies, Kolkata.
- JIS University, Kolkata.
- Peerless Hospital and BK Roy Research Centre, Kolkata.
- Haldia Institute of Health Sciences, Haldia.
- Burdwan Institute of Medical and Life Sciences, Burdwan.
- St Johns Medical College, Bangalore.
- MS Ramaiah Medical College, Bangalore.
- Institute of Medical Sciences Banaras Hindu University (IMS BHU).
- Hamdard Institute of Medical Sciences and Research (HIMSR), New Delhi.
- Shree Guru Gobind Singh Tricentenary University, Gurgaon ইত্যাদি।
BPT কোর্স ফি কত? | Physiotherapy Course Fee
ব্যাচেলার অফ ফিজিওথেরাপি কোর্স ফি সাধারণত 2 লাখ থেকে 7 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। বিভিন্ন কলেজে এই কোর্স ফি ভিন্ন হয়। সরকারি কলেজে কোর্স ফি তুলনামূলক কম হয়, বেসরকারি কলেজ থেকে।
BPT কোর্সে কি কি পড়তে হয়?
যে যে বিষয় এই কোর্সে পড়ানো হয় সেগুলি হল –
- Electrotherapy
- Exercise therapy
- Pharmacology
- Biomechanics
- Psychology
- General Medicine
- Research Methodology
- Yoga & Naturopathy
- PT in medical condition ইত্যাদি।
আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓
BPT কোর্সের ভবিষ্যৎ কেমন?
ফিজিওথেরাপিতে স্নাতক সম্পন্ন করার পর, শিক্ষার্থীদের কেরিয়ার গঠনে অনেক সুযোগ রয়েছে। বর্তমানে জীবনধারায় শরীর চর্চার অভাব জনসমাজে ফিজিওথেরাপি পেশাটির গুরুত্ব বাড়িয়েছে। হাড় ভাঙা থেকে বৃদ্ধ বয়সের বিভিন্ন ব্যথা বেদনা, ব্রিদিং সমস্যা থেকে অটিস্টিক শিশুদের বিভিন্ন পরিচর্চায় ফিজিওথেরাপিস্টদের গুরুত্ব অসীম।
এনারা স্বাস্থ্য পরিকাঠামোতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাই প্রতিটি হাসপাতাল এবং স্বাস্থ্য ক্লিনিকগুলিতে এদের প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে। এই কোর্সে পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল।
ফিজিওথেরাপি বা বিপিটি কোর্সটি করার পরে, প্রার্থীদের যে সব ক্ষেত্রে কেরিয়ার তৈরি করার সুযোগ থাকছে, সেগুলি নীচে আলোচিত হল:
- Physiotherapist
- Therapy Manager
- Osteopath
- Health & Fitness Clinics
- Special School
- Researcher
- Multinational Companies to maintain the health of the employees
- Self Employed Private Physiotherapist
- Sports Physio Rehabilitator
- Industries for Industrial Health ইত্যাদি।
ফিজিওথেরাপি (Physiotherapy) পড়ে কি সরকারি চাকরি পাওয়া যায়?
BPT কোর্স করে অবশ্যই সরকারি চাকরি পাওয়া যায়।
ফিজিওথেরাপিস্টদের সরকারি সেক্টরে কাজ করার অনেক সুযোগ রয়েছে, সরকারি হাসপাতাল থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় ক্রীড়া দলে এদের চাহিদা রয়েছে।
কিছু সরকারি সংস্থা হল –
- National Ayush Mission
- CRPF
- Sports Authority of India (SAI)
- SGPGIMS Lucknow
- AIIMS
- NIEPMD
- Indo-Tibetan Border Police (ITBP)
- Indian Air Force
পর্ব সমাপ্ত! আরো পড়ুন – ডিপ্লোমা ফিজিওথেরাপি কোর্স | Diploma in Physiotherapy
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন ↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।