Streams – Engineering & Architecture
Table of Contents
বায়ো টেকনোলজি (Bio Technology) কোর্স কি?
মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, সুস্বাস্থ্য প্রভৃতি প্রয়োজন। ভারতবর্ষের মত জনবহুল দেশে চাহিদা অনুযায়ী খাদ্য, বস্ত্রের জোগানে অপ্রতুলতা রয়েছে। খাদ্যের উৎপাদন বৃদ্ধি,দেশবাসীর কাছে সঠিক স্বাস্থ্য পরিকাঠামো পৌঁছে দেওয়া আজ এক বড় চ্যালেঞ্জ। তাই আধুনিক প্রযুক্তির ব্যবহার বর্তমানে ভীষণ প্রয়োজনীয়। আর আধুনিক প্রযুক্তি বললেই সর্বাগ্রে উঠে আসে বায়ো টেকনোলোজির নাম।
জীববিজ্ঞান, রসায়ন, গণিত এবং প্রযুক্তি ইত্যাদি বিষয়গুলির সমন্বয়ে তৈরি বায়ো টেকনোলজি হল এমন একটি ক্ষেত্র যার মাধ্যমে আমাদের জীবনের দৈনিক চাহিদাগুলিকে খুব সহজে পূরণ করা যায়।
বর্তমানে আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বায়োটেকনোলজির প্রয়োগ ঘটছে, সেগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, ফার্মেসি, খাদ্য উৎপাদন, পশুপালন, কৃষি, বস্ত্র, পুষ্টি এবং আরও অনেক কিছু। এই কোর্সে কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার, ল্যাবরেটারীতে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা এবং তার ব্যবহারিক প্রয়োগ ইত্যাদির ধারণা দেওয়া হয়।
কিভাবে পড়বো বায়ো টেকনোলজি কোর্স?
বায়ো টেকনোলজি কোর্স নিয়ে পড়াশোনা করার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষাটি গণিত, রসায়নবিদ্যা ও জীববিদ্যা বিষয়গুলি নিয়ে পাশ করা আবশ্যক। উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার থাকা আবশ্যক, এই নাম্বারের মাত্রা শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে ভিন্ন হয়।
B.Sc. in Biotechnology
এটি একটি 3 বছরের স্নাতক স্তরের ডিগ্রি কোর্স। শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় যেমন – কোষ, টিস্যু, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং শৈবাল ইত্যাদি প্রাণীর জীবন প্রক্রিয়া এবং আচরণ অধ্যায়ন করেন।
মেধার ভিত্তিতে এই কোর্সে ভর্তি হওয়া যায় এবং কিছু প্রতিষ্ঠানে প্রবেশিকা পরীক্ষা দিতে হয়।
প্রবেশিকা পরীক্ষাগুলি হল –
- LPUNEST,
- UG OEE,
- AIIMS Biotechnology Entrance Test,
- GAT-B,
- DU (University of Delhi) Biotechnology Entrance Examination ইত্যাদি।
উচ্চশিক্ষার প্রয়োজনে স্নাতক উত্তীর্ণ হয়ে Biotechnologyতে M.Sc কোর্স করা যায়।
B.Tech. In Biotechnology
এই কোর্সটি স্নাতক স্তরের 4 বছরের ডিগ্রি কোর্স। ইঞ্জিনিয়ারিং কোর্সের সেরা বিষয়গুলির মধ্যে একটি হল বায়োটেকনোলজিতে B.tech, বায়োটেকনোলজির ব্যাচেলর ডিগ্রি কোর্সে প্রযুক্তি, গবেষণা এবং উৎপাদন ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কিছু প্রবেশিকা পরীক্ষা রয়েছে, প্রবেশিকা পরীক্ষাগুলি হল –
- JEE Main,
- JEE Advanced,
- SRMJEEE,
- BITSAT,
- VITEEE ইত্যাদি।
প্রবেশিকা পরীক্ষাগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নাও↓
JEE (Main) | JEE Advanced
বায়ো টেকনোলজি কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?
Biotechnology তে B.Sc কোর্স পড়ানো যে সমস্ত কলেজে, সেগুলি হল –
- MAKAUT, Kolkata
- Guru Nanak Institute of Pharmaceutical Science and Technology, Kolkata
- Amity University, Kolkata
- Adamas University, Kolkata
- Sister Nivedita University, Kolkata
- Techno India University, Kolkata
- Brainware University, Kolkata
- JMI New Delhi – Jamia Millia Islamia
- SRM University Chennai – SRM Institute of Science and Technology
- Chandigarh University, Chandigarh
- Sathyabama University – Sathyabama Institute of Science and Technology
- Dr MGR Educational and Research Institute, Chennai
Biotechnology তে B.Tech কোর্স পড়ানো হয় যে কলেজগুলিতে –
- Heritage Institute of Technology, Kolkata
- Amity University, Kolkata
- Techno India University, Kolkata
- Adamas University, Kolkata
- UEM Kolkata, Kolkata
- Bengal Institute of Technology, Kolkata
- School of life sciences, Hyderabad
- Vellore institute of technology
- Thapar institute of engineering and technology
- Birla institute of technology
- The school of biotechnology, Madurai
- SRM Engineering college
- Manipal Institute of technology
বায়ো টেকনোলজি কোর্স ফি কত?
Biotechnologyতে B.Sc কোর্স করার জন্য মোট কোর্স ফি হয়ে থাকে সাধারণত 50,000 থেকে 2 লাখ পর্যন্ত।
Biotechnologyতে B.Tech কোর্সের ফি হয় সাধারণত 2 লাখ থেকে 10 লাখ পর্যন্ত।
একটি বিষয়ে লক্ষণীয় কোর্স ফি বিভিন্ন প্রতিষ্ঠানে ভিন্ন হয়ে থাকে।
আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓
বায়ো টেকনোলজি কোর্স কি কি পড়তে হয়?
Biotechnologyতে B.Sc কোর্স ও B.Tech কোর্স করার জন্য যে যে বিষয়গুলি পড়তে হয় তার মধ্যে কয়েকটি বিষয় দেওয়া হল নীচে –
- Macromolecular Structure and Analysis
- Cell Structure & Dynamics
- Biomathematics
- Cell Biology
- Bioinformatics
- Medical Biotechnology
- Bio Analytical Techniques
- Biomedical Instrumentation
- Structural biology
- Vaccine biotechnology ইত্যাদি।
বায়ো টেকনোলজি কোর্সের ভবিষ্যৎ কেমন?
বায়োটেকনোলজিস্টদের চাহিদার গ্রাফ গত কয়েক বছরে ঊর্ধ্বমুখী হয়েছে এবং ভবিষ্যতে এই প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা করা যায়। এই ক্ষেত্রে সফল হতে হলে দক্ষতা ও অভিজ্ঞতার থাকা প্রয়োজন। সরকারি ক্ষেত্রের পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কাজের সুযোগ রয়েছে।
বায়ো টেকনোলজি কোর্স করে যে ধরনের কাজ পাওয়া যায়, সেগুলি হল –
- Pharmacist
- Medical Lab Technician
- Laboratory Technician
- Biotechnologist
- Research associates
- Analysts
- Microbiologist
- Biochemist
- Molecular Biologist
আরো পড়ুন – Pharmacist পেশা সম্পর্কে আলোচনা
বায়ো টেকনোলজি কোর্স পড়ে কি সরকারি চাকরি পাওয়া যায়?
বায়োটেকনোলজির পরে অবশ্যই সরকারি চাকরি পাওয়া যায়। বিভিন্ন সরকারি সংস্থায় চাকরির সুযোগ রয়েছে তা নীচে দেওয়া হল–
- Laboratories for Testing in the Public Sector
- groups that work with seeds and nurseries
- Biotechnology Companies
- Agricultural Research Organizations Government Colleges
- Hospitals for Botanical Surveys
- Food Institutes for Medical Research
- Departments of Wildlife and Fisheries
- Schools in the Public Sector ইত্যাদি।
পর্ব সমাপ্ত! আরো পড়ুন – ফুড টেকনোলজি কোর্স | Food Technology Course
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন ↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।