Urban Planning and Design
Category – Engineering & Architecture

আরবান প্ল্যানিং ও ডিজাইন (Urban Planning and Design) কোর্স কি?

Urban (আরবান) কথাটির বাংলা অর্থ নগর বা শহর। আরবান প্ল্যানিং হল নগর বা শহর গড়ে তোলার পরিকল্পনা। পরিকল্পনা অনুযায়ী শহরের বিল্ডিং এবং বিল্ডিংগুলির মধ্যবর্তী জায়গা অর্থাৎ ল্যান্ডস্কেপ প্রভৃতি ডিজাইন করাই হল আরবান ডিজাইন।

এককথায় বলতে গেলে আরবান প্ল্যানিং ও ডিজাইন (Urban Planning and Design) হল একটি শহরের পরিকল্পনা ও তার নকশা গড়ে তোলা। যে কোর্সে আরবান প্ল্যানিং ও ডিজাইন সম্পর্কে ধারণা দেওয়া হয়, সেই কোর্সই হল আরবান প্ল্যানিং ও ডিজাইন কোর্স

আরবান প্ল্যানিং ও ডিজাইনের প্রধান দুটি কোর্স রয়েছে, তা হল –

  • Bachelor of Planning (Urban Planning)
  • Masters in Planning (Urban Planning).

Urban Planning and Design কোর্স যারা সম্পন্ন করেন, তাদের Urban Planner বলে।


আরো পড়ুন – Architecture Course Details | আর্কিটেকচার কোর্সের আলোচনা

কিভাবে পড়বো আরবান প্ল্যানিং ও ডিজাইন কোর্স?

Bachelor of Planning (Urban Planning) কোর্স হল একটি স্নাতক স্তরের কোর্স, যার সময়সীমা 4 বছর। আরবান প্ল্যানিং ও ডিজাইনের ব্যাচেলার কোর্সটি পড়ার জন্য যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। অঙ্ক বিষয়টি থাকা আবশ্যক।

এই কোর্সে মেধার ভিত্তিতে অর্থাৎ উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বারের ভিত্তিতে এবং প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হওয়া যায়। নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন। প্রবেশিকা পরীক্ষাগুলি হল – JEE (Main), NATA, JUEE, UPSEE ইত্যাদি।

Masters in Planning (Urban Planning) কোর্স হল দুই বছরের একটি স্নাতকোত্তর কোর্স। আরবান প্ল্যানিং ও ডিজাইনের মাস্টার কোর্সটি পড়ার জন্য Bachelor of Planning বা আরবান প্ল্যানিং ও ডিজাইন সম্পর্কিত কোনো বিষয়ে 50% নাম্বার নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে।


প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানুন –

আরবান প্ল্যানিং ও ডিজাইন কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে পড়ানো হয়। নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –

  • Indian Institute of Engineering Science and Technology(IIEST), Shibpur
  • Sister Nivedita University, Kolkata
  • College of Engineering and Technology, Bhubaneswar
  • Lovely Professional University
  • Amity University ইত্যাদি।

আরবান প্ল্যানিং ও ডিজাইন কোর্সের ফি কত?

বিভিন্ন কোর্স ফি বিভিন্ন কলেজে ভিন্ন হয়। সরকারি কলেজের কোর্স ফি বেসরকারি কলেজের তুলনায় কম। সাধারণত এই কোর্সের ফি 3 লাখ থেকে 15 লাখ টাকা পর্যন্ত বা তার বেশি হয়।

আরবান প্ল্যানিং ও ডিজাইন কোর্সে কি কি পড়তে হয়?

এই কোর্সে যে যে বিষয়ে পড়ানো হয়, সেগুলি হল –

  • Architectural Design
  • Building Structures
  • Building Planning
  • Materials and Principles of Construction
  • Landscape Planning and Design
  • Housing and Community Planning
  • Traffic and Transportation Planning
  • Techniques of Planning
  • Urban Management ইত্যাদি।

আরো পড়ুন – Diploma in Interior Design | ইন্টেরিয়র ডিজাইন ডিপ্লোমা কোর্স

আরবান প্ল্যানিং ও ডিজাইন কোর্সের ভবিষ্যৎ কেমন?

নগর বা শহর সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য প্রয়োজন আরবান প্ল্যানার (Urban Planner)। এনারা বিল্ডিং, রাস্তা থেকে শুরু করে নেটওয়ার্ক, ল্যান্ডস্কেপ, জল ও বিদ্যুৎ পরিবহন সহ সবকিছুর পরিকল্পনা করেন। একটি শহর সুন্দরভাবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সমস্ত পরিকল্পনা করার জন্য আরবান প্ল্যানারদের চাহিদা রয়েছে।

আরবান প্ল্যানিং ও ডিজাইন কোর্স করার পর দেশ-বিদেশের বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ রয়েছে। সরকারি-বেসরকারি উভয় সংস্থায়ই প্রচুর কাজের সুযোগ থাকায় এই কোর্স পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল।

এই কোর্স করে যে ধরনের পদে নিযুক্ত হতে পারে, তা হল –

  • Urban Planner
  • Regional Planner
  • Project Planner
  • Design Architect
  • Landscape Architect
  • Interior Designer ইত্যাদি।

যে ধরনের সংস্থায় যুক্ত হওয়ার সুযোগ রয়েছে, তা হল –

  • Public Works Department (PWD)
  • Railways
  • Government operated Housing schemes
  • Government Transportation Projects
  • Government Construction and rehabilitation projects
  • Municipalities
  • Private Construction Firms
  • Architecture and Interior Design firms,
  • Public Structure Construction firms ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!