Diploma in Aircraft Maintenance Engineering
Streams – Engineering & Architecture

এয়ারক্র্যাফট মেইনটেন্যান্স (Aircraft Maintenance) কোর্স কি?

এয়ারক্র্যাফট মেইনটেন্যান্স-এর বাংলা অর্থ হল বিমান রক্ষণাবেক্ষণ। এরোপ্লেন বা বিমানের বিভিন্ন যন্ত্রকে মেইনটেইন করা, তা সঠিকভাবে কাজ করছে কিনা পর্যবেক্ষণ করা ইত্যাদি বিভিন্ন জিনিসের ধারণা যেখানে পাওয়া যায়, সেই কোর্সই হল এয়ারক্র্যাফট মেইনটেন্যান্স কোর্স।

এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং কোনো সাধারণ ডিগ্রী বা ডিপ্লোমা কোর্স নয়; এটি একটি লাইসেন্সিং কোর্স। এই কোর্স সম্পূর্ণ করার পরে ডিজিসিএ (DGCA)-এর তরফ থেকে এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসাবে একটি লাইসেন্স দেওয়া হয়।

এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কোর্সের নাম নীচে দেওয়া হল –

  • Diploma in Aircraft Maintenance Engineering (3 yrs)
  • B.E/B.Tech in Aircraft Maintenance Engineering (4 yrs)
  • M.E/M.Tech in Aircraft Maintenance Engineering (2 yrs) ইত্যাদি।

আমরা এই আর্টিকেলে এয়ারক্র্যাফট মেইনটেন্যান্সের ডিপ্লোমা (Diploma in Aircraft Maintenance Engineering) সম্পর্কে আলোচনা করব।


আরো পড়ুন – Aerospace Engineering | এরোস্পেস ইঞ্জিনিয়ারিং কোর্স

কিভাবে পড়বো এয়ারক্র্যাফট মেইনটেন্যান্সের ডিপ্লোমা কোর্স?

Diploma in Aircraft Maintenance Engineering হল একটি 3 বছরের স্নাতক স্তরের কোর্স। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ও গণিত বিষয় তিনটি ও 45% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন।

এই কোর্সে ভর্তি হওয়ার জন্য একটি নির্দিষ্ট বয়সসীমা রয়েছে, তা হল – 16-28 বছর। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই বয়সসীমা ভিন্ন হয়।

এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কিছু প্রবেশিকা রয়েছে তা উত্তীর্ণ করতে হয় বা মেধার ভিত্তিতে ভর্তি হওয়া যায়।


আরো পড়ুন – Diploma in Civil Engineering | সিভিল ইঞ্জিনিয়ারিং-এর ডিপ্লোমা কোর্স

এয়ারক্র্যাফট মেইনটেন্যান্সের ডিপ্লোমা কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

ভারতবর্ষের বিভিন্ন কলেজে এই ডিপ্লোমা কোর্স পড়ানো হয়, নীচে কয়েকটি নাম দেওয়া হল –

  • Indian Institute of Aeronautical Science, Kolkata
  • International Institute of Management and Technical Studies, Kolkata
  • SCM Air Technical Training Institute, Kolkata
  • Bhubaneswar Engineering College, Bhubaneswar
  • Indira Institute of Aircraft Engineering, Pune
  • Aeronautical Training Institute, Lucknow
  • Millennium Institute of Technology, Bhopal
  • Thakur Institute of Aviation Technology, Mumbai
  • The Bombay Flying Club’s College of Aviation, Mumbai ইত্যাদি।

আরো পড়ুন – Diploma in Mechanical Engineering | মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ডিপ্লোমা কোর্স

এয়ারক্র্যাফট মেইনটেন্যান্সের ডিপ্লোমা কোর্স ফি কত?

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোর্স ফি ভিন্ন। সাধারণত এই ডিপ্লোমা কোর্সের ফি 30,000 থেকে 2 লাখ টাকা

এয়ারক্র্যাফট মেইনটেন্যান্সের ডিপ্লোমা কোর্সে কি কি পড়তে হয়?

এই কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, তা হল –

  • Mathematics
  • Physics
  • Electronic Theory
  • Electrical Terminology
  • Generation of Electricity
  • Digital Techniques Electronic Instrument System
  • AC Generators
  • DC Circuits
  • Integrated Circuits
  • Logic Circuits
  • Microprocessors
  • Aircraft Materials
  • Maintenance Practices
  • Aircraft Aerodynamics, Structure and System ইত্যাদি।

আরো পড়ুন – Diploma in Electrical Engineering | ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং-এর ডিপ্লোমা কোর্স

এয়ারক্র্যাফট মেইনটেন্যান্সের ডিপ্লোমা কোর্সের ভবিষ্যৎ কেমন?

বিমান বা এরোপ্লেন বর্তমানে সবচেয়ে স্বল্প সময়ে এক স্থান থেকে আমাদের গন্তব্য স্থানে পৌঁছে দেয়। এই এরোপ্লেন যাতে নিরাপদভাবে উড়তে অর্থাৎ চলতে পারে তার জন্য দরকার হয় মেইনটেন্যান্স। আর এই এয়ারক্র্যাফট মেইনটেন্যান্সের জন্য প্রয়োজন হয় দক্ষ এয়ারক্র্যাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। দেশে-বিদেশে বিভিন্ন এয়ারক্র্যাফট সংক্রান্ত সংস্থায় কাজের প্রচুর সুযোগ রয়েছে।

এয়ারক্র্যাফট মেইনটেন্যান্সের ডিপ্লোমা কোর্স করে যে ধরনের কাজের সুযোগ রয়েছে, তা হল –

  • Aircraft Maintenance Technician
  • Ground Staff
  • Aircraft Load & Trim Control Officer
  • Technical Authority Expert
  • Aircraft Maintenance Supervisor ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!