Category – Genaral Studies
Table of Contents
স্ট্যাটিস্টিকস (Statistics) কি?
স্ট্যাটিস্টিকস (Statistics) হল অঙ্কের একটি শাখা, যার মধ্যে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও তা ব্যাখ্যা করা হয়।
স্ট্যাটিস্টিকস অনার্স বা B.Stat হল একটি তিন বছরের স্নাতক স্তরের কোর্স।
কারা পড়বেন স্ট্যাটিস্টিকস?
- স্ট্যাটিস্টিকস বিষয়টিতে যাদের আগ্রহ রয়েছে,
- অঙ্ক বিষয়টিকে যারা পছন্দ করেন,
- যারা ভবিষ্যতে তথ্য সংগ্রহের এবং তার বিশ্লেষণ সম্পর্কিত পেশায় নিযুক্ত হতে চান বা ভবিষ্যতে রাশিবিদ্যার উপর গবেষণা করতে চান তারা উচ্চমাধ্যমিকের পর স্ট্যাটিস্টিকস বা রাশিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে পারেন।
আরো পড়ুন – ইকোনমিকস অনার্স | Economics Honours
কিভাবে পড়বো স্ট্যাটিস্টিকস অনার্স?
স্ট্যাটিস্টিকস অনার্স করার জন্য অবশ্যই অঙ্ক বিষয়টি নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) স্তরে 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। এই নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন হয়।
এই কোর্সে সাধারণত উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে ভর্তি হওয়া যায়, কিন্তু কিছু কিছু কলেজ নিজস্ব প্রবেশিকা পরীক্ষা আয়োজন করে। সেই প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়ে সেই সমস্ত কলেজে ভর্তি হওয়া যায়।
প্রবেশিকা পরীক্ষাগুলি হল –
- JEE Advanced,
- CUET,
- GATE,
- JAM, MET,
- LPU NEST ইত্যাদি।
প্রবেশিকা পরীক্ষাগুলি সম্পর্কে আরো জেনে নিন –
JEE Advanced প্রবেশিকা পরীক্ষা কি?
স্ট্যাটিস্টিকস (Statistics) অনার্স কোথায় কোথায় পড়ানো হয়?
পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্ট্যাটিস্টিকস অনার্স পড়ানো হয়।
- Indian Statistical Institute, Kolkata
- St Xavier’s College, Kolkata
- Asutosh College, Kolkata
- Ramakrishna Mission Residential College (RKMRC), Kolkata
- Bethune College, Kolkata
- Lady Brabourne College, Kolkata
- Maulana Azad College, Kolkata
- Surendranath College, Kolkata
- Barrackpore Rastraguru Surendranath College, Barrackpore
- Banaras Hindu University ইত্যাদি।
বিভিন্ন কলেজ সম্পর্কে জানতে, দেখে নিন – কলেজ দর্পণ | Colleges
স্ট্যাটিস্টিকস অনার্সের কলেজ ফি কত?
বিভিন্ন কলেজে কোর্স ফি ভিন্ন হয়। সরকারি কলেজে কোর্স ফি বেসরকারি কলেজের তুলনায় কম। সাধারণত এই কোর্সের ফি 10,000 থেকে 3 লাখ টাকা হয়।
স্ট্যাটিস্টিকস অনার্সে কি কি পড়তে হয়?
স্ট্যাটিস্টিকস অনার্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, সেগুলি হল –
- Algebra
- Applied statistics
- Calculus
- Biostatistics
- Numerical Analysis
- Real Analysis
- Probability and Statistical methods
- Computer Programming
- Econometrics
- Survey Sampling
- Linear models ইত্যাদি।
স্ট্যাটিস্টিকস (Statistics) অনার্সের ভবিষ্যৎ কেমন?
স্ট্যাটিস্টিকস বিষয়টি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হয়, যেমন – অর্থনীতি, সাইকোলজি, রিসার্চ, সোশিয়োলজি, জনস্বাস্থ্য ইত্যাদি। স্ট্যাটিস্টিকস অনার্স সম্পূর্ণ করে বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে, বিজ্ঞাপনে, ওষুধ তৈরির ক্ষেত্রে, খেলাধুলায়, কর্পোরেট কোম্পানিতে, ব্যাঙ্কে, বৈজ্ঞানিক গবেষণায় ইত্যাদি বহুক্ষেত্রে নিযুক্ত হতে পারেন।
স্ট্যাটিস্টিকস অনার্স পড়ে যে ধরনের পদে যুক্ত হওয়া যায়, তা হল –
- Statistician
- Biostatistician
- Mathematician
- Data Scientist
- Consultant
- Business Analyst
- Data Analyst ইত্যাদি।
নীচে কয়েকটি নিয়োগকারী সংস্থার নাম দেওয়া হল –
- HP
- Indian Market Research Bureau
- HDFC
- HSBC
- RBI
- Tata Consultancy Services Innovation labs
- Blue Ocean Marketing ইত্যাদি।
স্ট্যাটিস্টিকস অনার্স পড়ে কি সরকারি চাকরি পাওয়া যায়?
স্ট্যাটিস্টিকস অনার্স করে অবশ্যই সরকারি চাকরি পাওয়া যায়। সরকারি বিভিন্ন সংস্থা ও ব্যাঙ্কে এনারা নিযুক্ত হতে পারেন।
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।