Sociology Honours
Category – Genaral Studies

সোসিওলজি (Sociology) কি?

Sociology (সোসিওলজি) এর বাংলা অর্থ সমাজবিজ্ঞান। মানুষ সমাজবদ্ধ জীব। সমাজে বসবাস করার জন্য কিছু সামাজিক দিক রয়েছে। আর এই সামাজিক দিক এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় যে বিষয়ে তাই হল সোসিওলজি বা সমাজবিজ্ঞান।

বর্তমানে নয় প্রাচীনকাল থেকেই বিভিন্ন সমাজের দিক নিয়ে গবেষণা করা শুরু হয়েছিল। 1838 সালে অগাস্ট কোঁৎ সর্বপ্রথম সমাজের রীতি নিয়ে আলোচনা করেছিলেন।

সোসিওলজি অনার্স হল একটি 3 বছরের স্নাতক স্তরের কোর্স। এটি মোট 6 টি সেমিস্টারে বিভক্ত।


আরো পড়ুন – সাইকোলজি অনার্স | Psychology Honours

কারা পড়বেন সমাজবিজ্ঞান অনার্স?

  • যাদের সমাজ সম্পর্কে আগ্রহ রয়েছে,
  • যারা সমাজবিজ্ঞান বিষয়টি নিয়ে ভবিষ্যৎ গড়তে চান, তারা এই বিষয়টি নিয়ে পড়তে পারেন।

কিভাবে পড়বো সোসিওলজি অনার্স?

সোসিওলজি বা সমাজবিজ্ঞান অনার্স করার জন্য যে কোনো বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। এই নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন।

এই অনার্স পড়ার জন্য সাধারণত বেশির ভাগ কলেজে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বারের উপর ভিত্তিতে ভর্তি হওয়া যায়। আবার কিছু কিছু কলেজে নিজস্ব প্রবেশিকা পরীক্ষা হয়, সেই প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়ে সেই কলেজগুলিতে ভর্তি হওয়া যায়।


আরো পড়ুন – নিউট্রিশন অনার্স | Nutrition Honours

সোসিওলজি অনার্স কোথায় কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অনেক কলেজ রয়েছে, যেখানে এই সমাজবিজ্ঞান অনার্স পড়ানো হয়। নীচে কয়েকটি কলেজের নাম উল্লেখ করা হল –


বিভিন্ন কলেজ সম্পর্কে জানতে, দেখে নিন – কলেজ দর্পণ | Colleges

সোসিওলজি অনার্স ফি কত?

বিভিন্ন কলেজে কোর্সের ফি ভিন্ন হয়। বেসরকারি কলেজের তুলনায় সরকারি কলেজের কোর্স ফি কম। সাধারণত এই ইতিহাস অনার্সের ফি 5,000 থেকে 30,000 টাকা বা তার বেশি হয়।

সোসিওলজি অনার্সে কি কি পড়তে হয়?

সোসিওলজি বা সমাজবিজ্ঞান অনার্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, সেগুলি হল –

  • Sociology of Education
  • Political Sociology
  • Economic Sociology
  • Sociology Development
  • Social Institutions
  • Classical Sociological Theories
  • Life Skill Education and Women’s Studies
  • Sociology of Mass Media and Mass Communication
  • Methods of Sociological Research ইত্যাদি।

আরো পড়ুন – স্ট্যাটিস্টিকস অনার্স | Statistics Honours

সোসিওলজি অনার্সের ভবিষ্যৎ কেমন?

সোসিওলজি অনার্স করে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থায় কাজের সুযোগ রয়েছে। তাই এই অনার্স পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল।

সোসিওলজি অনার্স করে যে ধরনের কাজের সুযোগ পাওয়া যায়, তা হল –

  • Sociologist
  • Public Relations specialist
  • Counsellor
  • Researcher
  • Policy analyst ইত্যাদি।

কয়েকটি নিয়োগকারী সংস্থা হল –

  • WHO
  • Government Agencies
  • UNICEF
  • Infosys
  • The ministry of statistics ইত্যাদি।

আরো পড়ুন – জুলজি অনার্স | Zoology Honours

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!