Psychology Honours
Category – Genaral Studies

সাইকোলজি (Psychology) কি?

সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান হল মানুষের মন এবং আচরণের বৈজ্ঞানিক অধ্যায়ন। যারা মনোবিজ্ঞান বা সাইকোলজি নিয়ে ডিগ্রি অর্জন করেন তাদের মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্ট বলা হয়। মনোবিজ্ঞান বা সাইকোলজিতে মানব মনের বিভিন্ন সমস্যা, আবেগ, ব্যক্তিত্ব ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া হয়।

সাইকোলজিতে অনার্স হল 3 বছরের একটি স্নাতক কোর্স। এই কোর্সে মোট 6টি সেমিস্টারে বিভক্ত এবং প্রত্যেক বছর দুটি সেমিস্টার হয়।


আরো পড়ুন – সাইকোলজিস্ট পেশার খুঁটিনাটি | Psychologist as Profession

কারা পড়বেন সাইকোলজি?

  • যাদের মনোবিজ্ঞান বিষয়টিতে আগ্রহ রয়েছে
  • যুক্তিবোধ ও বিচার-বিশ্লেষণ ক্ষমতা যাদের বেশি
  • নিরপেক্ষ মনোভাবসম্পন্ন মানুষ
  • খুব পজেটিভ ও এনার্জেটিক ব্যক্তিত্বসম্পন্ন মানুষ
  • যারা অন্য ব্যক্তিকে মোটিভেট করতে পারেন, তাদের এই সাইকোলজি অনার্স পড়া উচিত।

আরো পড়ুন – নিউট্রিশন অনার্স | Nutrition Honours

কিভাবে পড়বো সাইকোলজি অনার্স (Psychology Honours)?

সাইকোলজিতে অনার্স করার জন্য যে কোনো বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। এই নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন হয়। এই কোর্সে সাধারণত উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে ভর্তি হওয়া যায়।

কিন্তু কিছু কিছু কলেজ, নিজস্ব প্রবেশিকা পরীক্ষা আয়োজন করে। সেই প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়ে সেই সমস্ত কলেজে ভর্তি হওয়া যায়। প্রবেশিকা পরীক্ষাগুলি হল –

  • BHU UET,
  • CUET,
  • DUET ইত্যাদি।

আরো পড়ুন – CUET প্রবেশিকা পরীক্ষা কি?

[বিঃ দ্রঃ উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় সাইকোলজি বা মনোবিজ্ঞান বিষয়টি থাকলে বিশেষ সুবিধা পাওয়া যায়।]

careerbondhu.com whatsapp channel


আরো পড়ুন – স্ট্যাটিস্টিকস অনার্স | Statistics Honours

সাইকোলজি অনার্স কোথায় কোথায় পড়ানো হয়?

সাইকোলজি অনার্স পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে পড়ানো হয়। কয়েকটি কলেজের নাম নীচে দেওয়া হল –


বিভিন্ন কলেজ সম্পর্কে জানতে, দেখে নিন – কলেজ দর্পণ | Colleges

careerbondhu.com telegram channel

সাইকোলজি অনার্সের কলেজ ফি কত?

সরকারি কলেজে কোর্স ফি বেসরকারি কলেজের তুলনায় কম। বিভিন্ন কলেজে কোর্স ফি ভিন্ন। সাধারণত এই কোর্সের ফি 10,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত।

সাইকোলজি (Psychology) অনার্সে কি কি পড়তে হয়?

সাইকোলজি অনার্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, সেগুলি হল –

  • Social Physiology
  • Foundations and Methods of Psychology
  • Basic Statistics
  • Social Interactions and Human Behaviour
  • Living in the Social World
  • Human Resource Development
  • Health Psychology ইত্যাদি।

আরো পড়ুন – ইকোনমিকস অনার্স | Economics Honours

সাইকোলজি (Psychology) অনার্সের ভবিষ্যৎ কেমন?

সাইকোলজিতে অনার্স করার পর শিক্ষার্থীদের চিকিৎসা ক্ষেত্রে প্রচুর কাজের সুযোগ রয়েছে। সাইকোলজিতে গ্র্যাজুয়েটদের সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই কাজের সুযোগ রয়েছে। এই কোর্স করে যে সেক্টরগুলিতে কাজের সুযোগ বেশি রয়েছে, সেগুলি হল – বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, ক্লিনিক, হাসপাতাল এবং বিভিন্ন এজেন্সি। দেশে-বিদেশে প্রচুর সুযোগ থাকায় এই কোর্স পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল।

সাইকোলজি অনার্স পড়ে কি সরকারি চাকরি পাওয়া যায়?

আমরা আগেই উল্লেখ করেছি, যে সরকারি ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে। বিভিন্ন সরকারি হাসপাতাল, স্কুল, কলেজ ইত্যাদি সংস্থায় কাজের সুযোগ রয়েছে।

পর্ব সমাপ্ত! আরো পড়ুন – ফিজিওলজি অনার্স 


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!