B.Sc in Forensic Science
Category – Specialized Courses

আমরা ফরেনসিক রিপোর্ট কথাটি শুনেছি অনেক জায়গায়, বিশেষ করে সিনেমা, সিরিয়ালে। কোনো অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে যখন কোনো রহস্যের সৃষ্টি হয় তখন ফরেনসিক রিপোর্টের সাহায্যে তা সমাধান করে অপরাধীকে ধরা হয়। শুধুমাত্র মৃত্যু নয় এই ফরেনসিক রিপোর্ট দ্বারা বিভিন্ন অপরাধের রহস্য সমাধান হয়।

আর এই ফরেনসিক রিপোর্ট যারা তৈরি করেন তাদের ফরেনসিক বিজ্ঞানী বা Forensic Scientist বলা হয়। ফরেনসিক বিজ্ঞানীরা বিভিন্ন অপরাধ তদন্ত করে এবং অপরাধীকে ধরতে সাহায্য করেন।

ফরেনসিক বিজ্ঞানী বা Forensic Scientist হওয়ার জন্য যে বিষয়ে পড়াশোনা করতে হয়, তা হল ফরেনসিক সায়েন্স (Forensic Science)।

ফরেনসিক সায়েন্স (Forensic Science) কি?

বিজ্ঞান ও আইন মিশ্রিত একটি বিষয় হল ফরেনসিক সায়েন্স। ফরেনসিক সায়েন্সের আর একটি নাম হল ক্রিমিনালিস্টিকস (Criminalistics) বা অপরাধবাদ। ফরেনসিক সায়েন্সে অপরাধের বিভিন্ন স্থান এবং সেখানে পাওয়া বিভিন্ন বস্তুর পরীক্ষা ও বিশ্লেষণ সম্পর্কে ধারণা দেওয়া হয়।

ফরেনসিক সায়েন্সের সবথেকে প্রচলিত কোর্স হল B.Sc in Forensic Science. এটি একটি তিনবছরের স্নাতক স্তরের কোর্স। উচ্চশিক্ষার জন্য এরপর দুই বছরের স্নাতকোত্তর কোর্স M.Sc in Forensic Science করতে পারেন।

B.Sc in Forensic Science সম্পর্কে নীচে আলোচনা করা হল।


আরো পড়ুন – B.Sc in Clinical Research | ক্লিনিক্যাল রিসার্চ-এ বি.এসসি কোর্স

কিভাবে পড়বো B.Sc in Forensic Science কোর্স?

B.Sc in Forensic Science কোর্স ভর্তি হওয়ার জন্য বিজ্ঞান বিভাগ ও 50% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন হয়।

এই কোর্সে দুইভাবে ভর্তি হওয়া যায়, যথা –

  • নাম্বারের ভিত্তিতে ডাইরেক্ট অ্যাডমিশন
  • প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে।

নীচে কয়েকটি প্রবেশিকা পরীক্ষার নাম দেওয়া হল –

  • GITAM GAT
  • NEST
  • OUAT
  • CG PET
  • BHU Entrance exam ইত্যাদি।

আরো পড়ুন – B.Sc in Microbiology | B.Sc মাইক্রোবায়োলজি

ফরেনসিক সায়েন্সের বি.এসসি কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

ভারতবর্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কোর্সটি পড়ানো হয়, নীচে কয়েকটি নাম দেওয়া হল –

  • Shree Guru Gobind Singh Tricentenary University, Gurgaon
  • Chandigarh University
  • Integral University, Lucknow ইত্যাদি।

ফরেনসিক সায়েন্সের বি.এসসি কোর্সের ফি কত?

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোর্স ফি ভিন্ন। সরকারি কলেজের কোর্স ফি বেসরকারি কলেজের তুলনায় কম। B.Sc in Forensic Science কোর্সের ফি সাধারণত 5,000 থেকে 2 লাখ টাকা বা তার বেশি হয়।

B.Sc in Forensic Science কোর্সে কি কি পড়তে হয়?

B.Sc in Forensic Science কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, তা হল –

  • Criminal Behaviour
  • Criminology
  • Psychological Factors
  • Forensic Biology
  • Forensic Chemistry
  • Forensic physics
  • Forensic Science Lab-Testimony and Laws
  • Behavioural Science
  • DNA Fingerprinting
  • Crime scene investigation
  • Blood Pattern Analysis
  • Forensic techniques ইত্যাদি।

আরো পড়ুন – B.Sc in Data-Science | ডেটা সায়েন্স বিএসসি কোর্স

ফরেনসিক সায়েন্সের বি.এসসি কোর্সের ভবিষ্যৎ কেমন?

B.Sc in Forensic Science কোর্সটি একটি অত্যন্ত জনপ্রিয় এবং প্রয়োজনীয় কোর্স। ক্রাইম ক্রমশ বেড়ে চলেছে এবং তা তদন্ত করার জন্য ফরেনসিক বিজ্ঞানীদের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর এই কোর্স করে দেশে বিদেশের বহু ক্রাইম সংক্রান্ত সংস্থায় কাজের প্রচুর সুযোগ রয়েছে। তাই এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।

B.Sc in Forensic Science কোর্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –

  • Forensic Scientist
  • Forensic Psychologist
  • Private Investigator
  • Customs Agent
  • Drug Analyst ইত্যাদি।

ফরেনসিক সায়েন্সের বি.এসসি কোর্স করে কি সরকারি চাকরি পাওয়া যায়?

হ্যা, ফরেনসিক সায়েন্সের বি.এসসি কোর্স করে বিভিন্ন সরকারি সংস্থায় কাজের সুযোগ রয়েছে।


আরো পড়ুন – মেডিক্যাল ল্যাবরেটারী টেকনোলোজি ডিপ্লোমা কোর্স | Diploma in Medical Laboratory Technology

কয়েকটি সরকারি নিয়োগকারী সংস্থা হল –

  • Police Departments
  • CBI
  • Crime Branch
  • Army
  • Government Hospital
  • State Medical Colleges
  • State Bank of India (SBI)
  • Reserve Bank of India (RBI) ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!