b.sc in critical care technology
Streams – Medicine & Allied Studies

Critical Care Technology কি?

ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি (Critical Care Technology) হল এমন একটি প্রযুক্তি বা টেকনোলজি যা রোগীদের সঙ্কটজনক অবস্থা থেকে সুস্থ করতে ব্যবহৃত হয়। Critical Care -কে ইনটেনসিভ কেয়ার (Intensive Care)ও বলা হয়।

হাসপাতাল বা নার্সিং হোমের ICU, CCU, ITU, PICU, NICU, SICU ইত্যাদি বিভিন্ন রুম রয়েছে যেখানে সঙ্কটজনক পরিস্থিতে রোগীকে রেখে সুস্থ করা হয়, আর এই সব রুমে যে যে প্রযুক্তি ব্যবহার হয় তাই হল ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি (Critical Care Technology)।

ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্স যারা সফলভাবে সম্পন্ন করে, তাদের ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট (Critical Care Technologist) বলা হয়।

ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টদের কাজ কি?

ক্রিটিক্যাল কেয়ারের স্থানগুলিতে অর্থাৎ ICU-তে বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স ছাড়াও প্রত্যেক প্যারামেডিক্যাল স্টাফদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টও।

এরা রোগীর হার্টবিট, নিশ্বাস-প্রশ্বাস, শরীরে রক্তের প্রবাহ ও অক্সিজেনের পরিমাণ ইত্যাদি সব কিছু উপর নজর রাখেন। আবার রোগীর কোনো রকম সমস্যা হলে তা সমাধানের চেষ্টা করেন। এছাড়াও বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে ECG, TMT, IABP, ECMO ইত্যাদি টেস্ট করে থাকেন।

Critical Care Technology কি কি কোর্স রয়েছে?

  • Diploma in Critical Care Technology (2 Years)
  • B.Sc in Critical Care Technology (3 Years).

আমরা আমাদের এই আর্টিকেলে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বি.এসসি (B.Sc in Critical Care Technology) কোর্স সম্পর্কে আলোচনা করেছি।

ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বি.এসসি কোর্স | B.Sc in Critical Care Technology Course

B.Sc in Critical Care Technology কোর্স হল একটি প্যারামেডিক্যাল এবং অ্যালাইড হেলথ সায়েন্সের স্নাতক কোর্স, যার সময়সীমা তিন বছর (3 Years)। এই কোর্সে শিক্ষার্থীরা বিভিন্ন মেডিক্যাল সংক্রান্ত যন্ত্রপাতি ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করে। এছাড়াও শিক্ষার্থীরা অপারেটিং থিয়েটার টেকনোলজি এবং ক্রিটিক্যাল কেয়ার সম্পর্কেও শেখে।

কিভাবে পড়বো ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি?

ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্স পড়ার জন্য পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry) ও জীববিদ্যা (Biology) বিষয় তিনটি এবং 50% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এই কোর্স ভর্তি দুইভাবে হওয়া যায়, যথা-

  • প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাডমিশন হয়।
  • উচ্চমাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে ডাইরেক্ট অ্যাডমিশন হয়।

B.Sc in Critical Care Technology কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?

ভারতবর্ষের বিভিন্ন কলেজে এই কোর্স পড়ানো হয়, নীচে কয়েকটি বিখ্যাত কলেজের নাম দেওয়া হল –

  • WBUHS, Kolkata
  • Ramakrishna Mission Seva Pratishthan, Kolkata
  • Deshun Academy, Kolkata
  • College of Paramedical and Allied Health Sciences WBUHS, Nadia
  • KPC Medical College & Hospital, Jadavpur
  • Sister Nivedita University, Kolkata
  • BrainwareUniversity, Kolkata
  • Gouri Devi Nursing Academy, Durgapur
  • Christian Medical College (CMC), Vellore
  • The Tamil Nadu Dr. M.G.R. Medical University, Chennai ইত্যাদি।

ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বি.এসসি কোর্সের ফি কত?

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোর্স ফি ভিন্ন। সরকারি কলেজের কোর্স ফি বেসরকারি কলেজের তুলনায় অনেক কম হয়। ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বি.এসসি কোর্সের ফি সাধারণত 6,000 টাকা থেকে 5 লাখ টাকা বা তার বেশি হতে পারে।

B.Sc in Critical Care Technology কোর্সে কি কি পড়তে হয়?

এই কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, তা হল –

  • Physiology
  • Pathology
  • Anatomy
  • Microbiology
  • Biochemistry
  • Pharmacology
  • Patient Care, monitoring & relevant gadget
  • Basic Surgery
  • Basic management in ICU
  • Instruments and drugs used in ICU, CPB
  • Gynaecology & Obstetrics
  • Ophthalmology
  • Critical Care management ইত্যাদি।

ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বি.এসসি কোর্সের ভবিষ্যৎ কেমন?

চিকিৎসাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টরা। প্রতিটি ICU, CCU, ITU, PICU, NICU, SICU ইত্যাদি বিভিন্ন ক্রিটিকাল রুমে সবসময় প্রয়োজন হয় ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টের। ডাক্তার এবং নার্সদের পাশাপাশি এনাদেরও প্রয়োজন হয় রোগীকে সুস্থ করে তুলতে। তাই এই কোর্স করে শিক্ষার্থীদের দেশে-বিদেশে কাজের প্রচুর সুযোগ রয়েছে। সুতরাং এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।

সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, নার্সিং হোম, ক্লিনিক্যাল ল্যাবরেটারি ইত্যাদি বিভিন্ন সংস্থায় ক্রিটিকাল কেয়ার টেকনোলজিস্টরা নিযুক্ত হতে পারেন।

ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বি.এসসি কোর্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়,

  • Critical Care Technician
  • Intensive Care Unit Technologist
  • Respiratory Therapist
  • CAT Technician
  • Emergency Medicine Physician
  • Dialysis Assistant ইত্যাদি।

B.Sc in Critical Care Technology কোর্স করে কি সরকারি চাকরি পাওয়া যায়?

হ্যা, অবশ্যই সরকারি চাকরি পাওয়া যায়। এই ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্স করে বিভিন্ন সরকারি হাসপাতালে কাজের সুযোগ রয়েছে।

কয়েকটি বিখ্যাত নিয়োগকারী সংস্থা –

  • Apollo Hospital
  • AIIMS
  • Fortis Hospital
  • Metro Hospital
  • Aster Hospital
  • Max Hospital
  • Manipal Hospital ইত্যাদি।

পর্ব সমাপ্ত!

কেরিয়ার ও ব্যবসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে বা কি রকম ধরনের পোস্ট চাইছো, তা নীচের ছবিটায় ক্লিক করে জানাতে পারো↓

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!