KPC-Medical-College
Category – Colleges | Medical Colleges

পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম প্রাইভেট মেডিকেল কলেজ হল KPC মেডিকেল কলেজ। 2006 সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়।

KPC মেডিকেল কলেজটির প্রতিষ্ঠাতা হলেন ডাঃ কালী প্রদীপ চৌধুরী (Dr. Kali Pradip Chaudhuri)। তাঁর নামের প্রথম অক্ষরগুলি নিয়ে এই কলেজটির নাম রাখা হয়েছিল।

এই কলেজটি পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস (West Bengal University of Health Sciences)-এর অধীনস্থ এবং জাতীয় মেডিকেল কমিশন (National Medical Commission) দ্বারা স্বীকৃত।

KPC মেডিকেল কলেজে কি কি পড়ানো হয় ?

KPC মেডিকেল কলেজে স্নাতক বা আন্ডার গ্র্যাজুয়েট (Undergraduate), স্নাতকোত্তর বা পোস্ট গ্র্যাজুয়েট (Postgraduate) মেডিকেল কোর্স রয়েছে।

এছাড়াও এখানে প্যারামেডিকেল কোর্স এবং ডায়েটেটিক্স (Dietetics) বা পথ্যবিদ্যার উপর কিছু কোর্স পড়ানো হয়।

আন্ডার গ্র্যাজুয়েট (Under-Graduate) কোর্স

আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, MBBS কোর্স।

MBBS

MBBS সম্পূর্ণ কথা বা ফুল ফর্ম (Full form) হল ব্যাচেলার অফ মেডিসিন, ব্যাচেলার অফ সার্জারি (Bachelor of Medicine, Bachelor of Surgery)। এমবিবিএস (MBBS) হল কোর্সটি 4 বছর 6 মাসের হয় এবং তার সাথে 1 বছরের ইন্টারশিপও রয়েছে।।

MBBS কোর্স করার জন্য NEET (UG) পরীক্ষায় র‍্যাঙ্ক করা আবশ্যক। এরই সাথে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ (ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি) ও 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হওয়া প্রয়োজন।


আরো পড়ো – MBBS কি? | MBBS Course | Bachelor of Medicine, Bachelor of Surgery

পোস্ট গ্র্যাজুয়েট (Post-Graduate) কোর্স

পোস্ট গ্র্যাজুয়েটের কোর্সের মধ্যে আবার ভাগ রয়েছে, যথা – MD ও MS ডিগ্রি। এই কোর্সগুলি সাধারণত 3 বছরের হয়। MD ও MS কোর্স সম্পর্কে নীচে আলোচনা করা হল –

MD

MD এর পুরো কথা হল ডক্টর অফ মেডিসিন (Doctor of Medicine). MBBS সম্পূর্ণ করার পর এই কোর্স করা যায়।

MD কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –

  • MD General Medicine
  • MD Pharmacology
  • MD Dermatology
  • MD Radio-Diagnosis
  • MD Anesthesiology
  • MD Physiology
  • MD Anatomy
  • MD Community Medicine
  • MD Biochemistry
  • MD Obstetrics & Gynaecology.
MS

MS এর পুরো কথা হল মাস্টার অফ সার্জারি (Master of Surgery). MBBS সফলভাবে সম্পূর্ণ করার পর এই কোর্সে ভর্তি হওয়া যায়।

MS কোর্স এই কলেজে যে যে বিষয়ে করা যায়, তা হল –

  • MS Otorhinolaryngology
  • MS Orthopaedics.

ডায়েটেটিক্স (Dietetics) বা পথ্যবিদ্যা কোর্স

ডায়েটেটিক্স (Dietetics) বা পথ্যবিদ্যার মধ্যে যে যে কোর্স রয়েছে, তা হল –

  • Master of Science in Dietetics & Food Service Management
  • Post Graduate Diploma in Food Safety & Quality Management
  • Diploma In Nutrition And Health Education
  • Certificate In Food And Nutrition
  • Certificate In Nutrition And Child Care.

এই কলেজে উপরিক্ত কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য কোনো প্রবেশিকা পরীক্ষা দিতে হয় না। মাস্টার এবং PG ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট কিছু বিষয়ে গ্র্যাজুয়েশন উত্তীর্ণ হতে হয়। ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সের জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

প্যারামেডিকেল কোর্স

প্যারামেডিকেল (Paramedical) কোর্স যে যে বিষয়ে রয়েছে, তা হল –

উপরিক্ত প্যারামেডিকেল কোর্সগুলি 3 বছরের হয়, শুধুমাত্র BPT কোর্সটি 4 বছর 6 মাসের হয়। এই কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

এছাড়াও দুটি মাস্টার ডিগ্রি কোর্স রয়েছে, নীচে তা আলোচনা করা হল:

MHA

MHA যার সম্পূর্ণ অর্থ হল, Master in Hospital Administration (মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন)। এই কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য স্নাতক (B.A/B.Sc/B.Com/LLb/MBBS/BHMS/BAMS/BUMS) যে কোনো বিষয়ে উত্তীর্ণ হতে হয়। হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন মাস্টার ডিগ্রি কোর্সটি 2 বছরের হয়।

MPH

MPH-এর পুরো নাম হল Master of Public Health (মাস্টার অফ পাবলিক হেলথ)। এটি স্নাতকোত্তর স্তরের একটি কোর্স, যা 2 বছরের হয়। এই কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য MBBS, BHMS, BAMS, BDS, M.Pham ইত্যাদি যে কোনো একটি ডিগ্রি থাকা আবশ্যক। এছাড়াও নির্দিষ্ট কিছু বিষয়ে M.A বা M.Sc ডিগ্রি থাকলেও এই MPH কোর্সে ভর্তি হওয়া যায়।

KPC Medical college কিভাবে ভর্তি হওয়া যায়?

KPC মেডিকেল কলেজের কিছু কোর্সের ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হতে হয় এবং কিছু কোর্সে ডাইরেক্ট অ্যাডমিশন হয়।

আন্ডার গ্র্যাজুয়েশনের MBBS কোর্সে ভর্তি জন্য NEET-UG এবং পোস্ট গ্র্যাজুয়েট বা স্নাতকোত্তর কোর্সের জন্য NEET-PG পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।


NEET UG পরীক্ষা সম্পর্কে আরো পড়ো – NEET UG পরীক্ষা কী? | NEET UG Exam Details

MHA এবং MPH কোর্সের ভর্তির জন্য একটি অ্যাডমিশন টেস্ট দিতে হয়, যা West Bengal University of Health Sciences দ্বারা অনুষ্ঠিত হয়।

প্যারামেডিকেল (Paramedical) কোর্সে ভর্তি হওয়ার জন্য JENPAS (UG) পরীক্ষায় র‍্যাঙ্ক করা আবশ্যক।


আরো পড়ো – JENPAS (UG) পরীক্ষা কি?

যোগাযোগ

Address

KPC Medical College, Main Building

1F, Raja Subodh Chandra Mullick Road, Jadavpur,

Kolkata, West Bengal, India

PIN: 700032

Contact Details

Phone:

  • Hospital: (033) 6621-1700/4044-9700/4044-9941
  • College: (033) 6621-1713/1719

Mail: inquiry@kpcmedicalcollege.com

Website: https://kpcmedicalcollege.in

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!