Category – Specialized Courses
বর্তমানে মানুষ সুস্থ থাকার সাথে সাথে নিজেকে সুন্দর রাখার জন্য সচেতন। নিজেকে সুন্দর রাখার জন্য বিভিন্ন পার্লার বা বিউটিশিয়ানের কাছে যান। বিউটিশিয়ান বর্তমানে একটি জনপ্রিয় পেশা।
Table of Contents
বিউটিশিয়ান কোর্স কি?
আমরা সকলেই সৌন্দর্যের পূজারি। দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করার প্রচেষ্টা, বর্তমান যুগে খুবই পরিচিত একটি ঘটনা। প্রযুক্তির উপর ভর করে ত্বক পরিচর্চার বিভিন্ন সামগ্রী আজ আমাদের হাতের মুঠোয়। এখন এই প্রযুক্তির সাথে গ্রাহকের প্রয়োজনীয়তা অনুসারে যারা ত্বক, চুল পরিচর্চায় প্রধান ভূমিকা নেন তারা বিউটিশিয়ান।
আর একজন পেশাদারী, দক্ষ বিউটিশিয়ান হয়ে উঠতে যে কোর্সগুলি করলে বিশেষ সুবিধা পাওয়া যায়, সেগুলি হল বিউটিশিয়ান কোর্স।
আরো পড়ুন – বিউটিশিয়ান পেশার খুঁটিনাটি | Beautician as Profession
বিউটিশিয়ান হওয়ার জন্য বর্তমানে বিভিন্ন কোর্স রয়েছে, সেগুলি কয়েকটি ভাগে বিভক্ত যেমন –
- হেয়ার স্পেশালিস্ট,
- নেইল স্পেশালিস্ট,
- মেকআপ স্পেশালিস্ট ইত্যাদি।
নীচে কয়েকটি বিউটিশিয়ানের ডিগ্রি কোর্সের নাম দেওয়া হল –
- B.E. in Cosmetic Engineering
- B.Sc in Cosmetology
- B.Sc in Beauty and Wellness
- B.Tech in Cosmetic Technology ইত্যাদি।
এছাড়া স্বল্প সময়ের কিছু ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স রয়েছে।
ডিপ্লোমা কোর্সগুলি হল –
- Diploma in Cosmetology
- Diploma in Beauty Therapy
- Diploma in Professional Makeup
- Diploma in Beauty Technician
- Diploma in Hair Styling ইত্যাদি।
সার্টিফিকেট কোর্সগুলি হল –
- Certificate in Cosmetology
- Certificate in Beauty Technician
- Certificate in Hair Styling
- Certificate in Makeup
- Beauty Parlour Course ইত্যাদি।
আরো পড়ুন – ITI কোর্স | ITI Courses
কিভাবে পড়বো বিউটিশিয়ান কোর্স?
বিউটিশিয়ান কোর্সে ভর্তি হওয়ার জন্য বিশেষ কোনো যোগ্যতা প্রয়োজন হয় না। স্নাতক স্তরের কোর্সগুলির জন্য যে কোনো বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সগুলির জন্য নূন্যতম মাধ্যমিক বা সমতুল (10) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এই কোর্সে সাধারণত ডাইরেক্ট অ্যাডমিশন হয়। তবে স্নাতক স্তরের পড়ার জন্য কিছু ইনস্টিটিউট নিজস্ব প্রবেশিকা পরীক্ষা আয়োজন করে, তা উত্তীর্ণ হয়ে ভর্তি হতে হয়।
বিউটিশিয়ান কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?
বিউটিশিয়ান কোর্স বর্তমানে জনপ্রিয়, তাই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন ইনস্টিটিউটে এই কোর্স পড়ানো হয়।
কয়েকটি ইনস্টিটিউটের নাম নীচে দেওয়া হল –
- International School of Design, Kolkata
- Lakme Academy, Kolkata
- Srimati Techno Institute, Kolkata
- VLCC Institute of Beauty & Nutrition, Kolkata
- George Telegraph College Of Beauty And Wellness, Kolkata
- JD Institute of Fashion Technology, Delhi, Bangalore
- Pearl Academy, Mumbai ইত্যাদি।
বিউটিশিয়ান কোর্স ফি কত?
বিভিন্ন ইনস্টিটিউটে কোর্স ফি ভিন্ন হয় এবং ব্যাচেলার, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স অনুযায়ীও কোর্স ফি ভিন্ন হয়। সাধারণত এই কোর্স ফি 5,000 থেকে 5 লাখ টাকা।
বিউটিশিয়ান কোর্সে কি কি পড়তে হয়?
বিউটিশিয়ান কোর্সে মূলত প্র্যাকটিকাল জ্ঞানের উপরেই গুরুত্ব আরোপ করা হয়। এই কোর্সের মূল বিষয়গুলি নীচে দেওয়া হল –
- Understanding Skin Type & Analysis.
- Grooming, Hygiene & Safety.
- Basic Haircuts.
- Hair Art & Bridal Hair Styling.
- Hair Spa & Hair Treatments.
- Manicure & Pedicure.
- Make-Up ইত্যাদি।
আরো পড়ুন – Diploma in Interior Design | ইন্টেরিয়র ডিজাইন ডিপ্লোমা কোর্স
বিউটিশিয়ান কোর্সের ভবিষ্যৎ কেমন?
যে কোনো অনুষ্ঠানে আমরা নিজেদেরকে সুন্দর বা আকর্ষণীয় রূপে সাজিয়ে তুলতে চাই। বিশেষত মহিলারা নিজেদের শ্রী বৃদ্ধির জন্য বেছে নেন বিউটিপার্লারকে। এই পার্লার হল এমন এক স্থান যেখানে আকর্ষণীয় করে তোলার এবং ত্বক ও চুল পরিচর্চার জন্য বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হয়। বর্তমানে পার্লারের সংখ্যার বৃদ্ধির সাথে সাথে চাহিদা বাড়ছে বিউটিশিয়ানদের। তাই এই পেশার ভবিষ্যৎ উজ্জ্বল।
এই কোর্স করার পর বিভিন্ন পার্লারে কাজের সুযোগ রয়েছে। একজন দক্ষ বিউটিশিয়ান হলে নিজস্ব পার্লার খুলে বা গ্রাহকদের বাড়ি গিয়ে উপার্জন করার সুযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন মিডিয়া সংস্থায় কাজের সুযোগ থাকে।
বিউটিশিয়ান কোর্স করে যে যে পদে নিযুক্ত হতে পারেন, তা হল –
- Cosmetologist
- Hair Stylist
- Make-up artist
- Nail Care Artists ইত্যাদি।
কয়েকটি বিখ্যাত নিয়োগকারী সংস্থা হল –
- Javed Habib Hair and Beauty Salon
- Lakme
- Lotus
- Loreal
- Geetanjali ইত্যাদি।
পর্ব সমাপ্ত!
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।