Streams – Media Studies
Table of Contents
লেদার ডিজাইন (Leather Design) কোর্স কি?
Leather অর্থাৎ চামড়া। লেদার, লেদারের তৈরি বিভিন্ন জিনিসের ডিজাইন সম্পর্কে যে কোর্সে ধারণা দেওয়া হয়, তা হল লেদার ডিজাইন কোর্স। লেদার ডিজাইনাররা, লেদারের বিভিন্ন লেডিস ব্যাগ, জেন্স পার্স, বেল্ট, জ্যাকেট, জুতো ইত্যাদি বিভিন্ন জিনিস ডিজাইন করেন।
লেদার ডিজাইনের বিভিন্ন কোর্স হয়, নীচে কয়েকটি কোর্সের নাম দেওয়া হল –
- Certificate Course in Leather Designing
- Certificate course in Footwear Design
- Diploma in Leather Technology
- B. Des. Leather Design
- B. Tech. Leather Technology
- M. Des./M. Tech. Leather Technology ইত্যাদি।
এই আর্টিকেলে B. Des in Leather Design কোর্সটি সম্পর্কে আলোচনা করা হল।
B. Des in Leather Design কোর্স হল একটি 4 বছরের স্নাতক স্তরের কোর্স।
আরো পড়ুন – B.Des in Accessories Design | B.Des অ্যাকসেসারিস ডিজাইন কোর্স
কিভাবে পড়বো B. Des in Leather Design কোর্স?
B. Des in Leather Design কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রথমে যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেশিরভাগ ক্ষেত্রে এই কোর্সে ডাইরেক্ট অ্যাডমিশন হয়। তবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
প্রবেশিকা পরীক্ষাগুলি হল –
- NIFT Entrance Exam
- UCEED
- FDDI AIST ইত্যাদি।
আরো পড়ুন – NIFT Entrance Exam | NIFT প্রবেশিকা পরীক্ষা
B. Des in Leather Design কোর্স কোথায় কোথায় পড়ানো হয়?
B. Des in Leather Design কোর্সের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানের নাম নীচে দেওয়া হল –
- National Institute of Fashion Technology, Kolkata
- Government College of Arts and Crafts, Kolkata
- Footwear Design and Development Institute, Kolkata ইত্যাদি।
B. Des in Leather Design কোর্স ফি কত?
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোর্স ফি ভিন্ন। সরকারি কলেজের কোর্স ফি বেসরকারি কলেজের তুলনায় কম। এই কোর্সের ফি সাধারণত 10,000 থেকে 3 লাখ টাকা পর্যন্ত বা তার বেশি হয়।
B. Des in Leather Design কোর্সে কি কি পড়তে হয়?
B. Des in Leather Design কোর্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, তা হল –
- Leather Studies & Processes
- Leather Acc. Design & Development
- Footwear Design & Development
- Surface Techniques
- Fashion Illustration
- Computer Application & CAD
- Industry Internship ইত্যাদি।
আরো পড়ুন – Jewellery Design Course | জুয়েলারি ডিজাইন কোর্স
B. Des in Leather Design কোর্সের ভবিষ্যৎ কেমন?
মানুষ লেদারের তৈরি বিভিন্ন জিনিস ব্যবহার করতে পছন্দ করেন। মানুষের পছন্দ বিভিন্ন তাই লেদার ডিজাইনাররা বিভিন্ন ধরনের লেদারের জিনিস তৈরি করেন। তাই লেদার ডিজাইনারদের চাহিদা ক্রমবর্ধমান। শুধুমাত্র দেশে নয় বিদেশেও কাজের প্রচুর সুযোগ রয়েছে। তাই এই কোর্সের ভবিষ্যৎ উজ্জ্বল।
B. Des in Leather Design কোর্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –
- Leather Designer,
- Leather Technologist,
- Marketing and Sales professional ইত্যাদি।
কয়েকটি বিখ্যাত নিয়োগকারী সংস্থা হল –
- Raymond Ltd
- Royal Enfield
- Fossil
- Titan
- Fastrack
- Woodland
- Reliance Footwear
- Cross leather accessories ইত্যাদি।
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।