physiotherapist
Category – Profession

ফিজিওথেরাপিস্ট (Physiotherapist) কাদের বলা হয়?

ফিজিওথেরাপিস্ট সম্পর্কে জানার আগে ফিজিওথেরাপি সম্পর্কে জেনে নেওয়া দরকার।

ফিজিওথেরাপি কি?

ফিজিওথেরাপি হল চিকিৎসা ক্ষেত্রের এমন একটি শাখা, যেখানে ওষুধ ছাড়া বিভিন্ন শারীরিক মুভমেন্ট বা ব্যায়ামের সাহায্যে রোগীদের সুস্থ ও রোগ নিরাময় করে এবং তাদের জীবনযাত্রার মানকে উন্নত করে তুলতে সাহায্য করে।

আর এই বিভিন্ন শারীরিক মুভমেন্ট বা ব্যায়াম করিয়ে যারা রোগীদের সুস্থ করে তোলেন তারাই হলেন ফিজিওথেরাপিস্ট। এককথায় বলতে গেলে, ফিজিওথেরাপি যারা করেন তাদের ফিজিওথেরাপিস্ট বলা হয়।


আরো পড়ুন – Nurse as Profession | কিভাবে নার্স হওয়া যায়?

ফিজিওথেরাপিস্টের কাজ কি?

ফিজিওথেরাপিস্টরা স্ট্রোক, প্যারালাইসিস, হাত-পা ভাঙা, আর্থারাইটিস, বাত ইত্যাদি রোগগুলির ক্ষেত্রে চিকিৎসকদের প্রাথমিক চিকিৎসার পর নিয়মিত ওষুধের পাশাপাশি বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে রোগীকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করেন।

careerbondhu.com whatsapp channel

ফিজিওথেরাপিস্টদের দায়িত্বের মধ্যে রয়েছে –

  • রোগীর চিকিৎসার সম্পূর্ণ ইতিহাস জানা এবং রোগীর বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা রাখা,
  • বিভিন্ন মুভমেন্ট টেকনিকস বা ব্যায়াম শেখানো এবং অনেক সময় করে দেখানো,
  • ফিজিওথেরাপিস্ট ট্রমা রোগীদের আবার হাঁটতে বা স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাওয়ার জন্য ব্যায়ামের সাথে সাথে তাদের মনোবলও যোগান।
  • রোগীর স্বাস্থ্যকর জীবনযাপন জন্য পরিবারের সদস্য বা রোগীকে বিভিন্ন স্বাস্থ্যকর কৌশল সম্পর্কে শেখানো হয়।

 

ফিজিওথেরাপিস্ট হওয়ার জন্য কি যোগ্যতার প্রয়োজন?

ফিজিওথেরাপিস্ট হওয়ার জন্য প্রথমে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry) ও গণিত (Mathematics) বিষয়গুলি নিয়ে উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

তারপর ফিজিওথেরাপির কিছু কোর্স রয়েছে, তা উত্তীর্ণ করতে হবে।

careerbondhu.com telegram channel

ফিজিওথেরাপির কোর্সগুলি হল


ফিজিওথেরাপির কোর্সগুলি সম্পর্কে জেনে নিন – Diploma in Physiotherapy | Bachelor of Physiotherapy

একজন সফল ফিজিওথেরাপিস্ট হওয়ার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?

একজন সফল ফিজিওথেরাপিস্ট হওয়ার জন্য যে যে দক্ষতা থাকতে হয়, তা হল –

  • শারীরিকভাবে ফিট,
  • ধৈর্য,
  • নম্র ও ভদ্র ব্যবহার,
  • সব রকম পরিস্থিতি শান্তভাবে সামলানোর দক্ষতা,
  • কমিউনিকেশন স্কিল ইত্যাদি।

আরো পড়ুন – Dietician as Profession | কিভাবে ডায়েটিশিয়ান হওয়া যায়?

ফিজিওথেরাপিস্ট পেশার ভবিষ্যৎ কেমন?

বর্তমান পরিস্থিতিতে এটি একটি জনপ্রিয় পেশা হয়ে উঠছে। কোনো রোগ হলে যেমন ডাক্তারের প্রয়োজন হয় সেরকমই ডাক্তারের পাশাপাশি ফিজিওথেরাপিস্টদেরও প্রয়োজন হয়। রোগীকে সুস্থ করতে যেমন ওষুধ লাগে সেরকমই প্রয়োজন শারীরিক মুভমেন্ট বা ব্যায়মেরও প্রয়োজন রয়েছে। তাই এই ফিজিওথেরাপিস্ট পেশার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। বিভিন্ন হাসপাতাল বা নিজস্ব চেম্বার খুলে উপার্জন করার প্রচুর সুযোগ রয়েছে।

একজন ফিজিওথেরাপিস্টের বেতন কত হয়?

একজন ফিজিওথেরাপিস্টের আয় নির্দিষ্ট হয় না। তবে বার্ষিক আয় প্রায় 1 থেকে 5 লাখ টাকা


আরো পড়ুন – Pharmacist as Profession | কিভাবে ফার্মাসিস্ট হওয়া যায়?

পর্ব সমাপ্ত! 

নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!