Film Director
Category – Profession

ফিল্ম (Flim) বা চলচ্চিত্র শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। বিনোদন দুনিয়ার একটি বড় অংশ হল ফিল্ম। একটি ফিল্ম তৈরির পিছনে বহু মানুষের কৃতিত্ব রয়েছে। আমরা শুধু নায়ক, নায়িকা এবং অন্যান্য সহঅভিনেতা, সহঅভিনেত্রীদের দেখতে পাই, কিন্তু ফিল্ম তৈরি করতে ক্যামেরার পিছনে বহু লোকজন কাজ করেন। সকলের কাজের ফলে একটি ফিল্ম সম্পূর্ণভাবে তৈরি হয়। ক্যামেরার পিছনে যারা কাজ করেন, তাদের মধ্যে অন্যতম একজন হল ফিল্ম ডিরেক্টর বা ডিরেক্টর (Film Director)।

ফিল্ম ডিরেক্টর (Film Director) কাদের বলা হয়?

Film Director-এর বাংলা অর্থ ফিল্মের পরিচালক। ফিল্ম প্রোডাকশনের প্রধান ব্যক্তি হলেন ডিরেক্টর। এনার নির্দেশেই ফিল্ম তৈরি হয়। ফিল্ম ডিরেক্টরের দৃষ্টিভঙ্গি অনুযায়ী সমস্ত অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেন। ফিল্মর সমস্ত ক্রিউ (Crew)-কে পরিচালনা যিনি করেন তিনিই হলেন ফিল্ম ডিরেক্টর (Film Director)।


আরো পড়ুন – ভয়েস আর্টিস্ট কিভাবে হওয়া যায় | ভয়েস আর্টিস্ট পেশার খুঁটিনাটি | Voice Artist as Profession

ফিল্ম ডিরেক্টররা কি ধরনের কাজ করেন?

ফিল্ম ডিরেক্টররা যে যে দায়িত্বগুলি পালন করেন, তা নীচে দেওয়া হল –

  • একটি গল্প বা চিত্রনাট্যকে চলচ্চিত্রে পরিবর্তন করার কল্পনা করা
  • ফিল্ম প্রোডাকশনের সমস্ত দিক পরিচালনা করা
  • অভিনেতা-অভিনেত্রীদের গাইড করা
  • ক্যামেরার শ্যুট ও এডিটিং করা পর্যবেক্ষণ করা ইত্যাদি।

আরো পড়ুন – Reporter as Profession | রিপোর্টার কিভাবে হওয়া যায়?

ফিল্ম ডিরেক্টর হবার জন্য কি যোগ্যতার প্রয়োজন?

ফিল্ম ডিরেক্টর হওয়ার জন্য প্রথমে যে কোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর ফিল্ম মেকিং বা ফিল্ম স্টাডিস সংক্রান্ত ব্যাচেলার ডিগ্রি কোর্স করা আবশ্যক।

নীচে কয়েকটি ব্যাচেলার কোর্সের নাম দেওয়া হল –

  • B.Sc. in Filmmaking
  • B.A. in Filmmaking
  • B.A Film Studies
  • B.Sc. Visual Media
  • B.Sc. Visual Communication
  • B.A. Communication Design
  • Bachelor of Cinematography ইত্যাদি।

ফিল্ম ডিরেক্টর হওয়ার জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। মহিলা/পুরুষ উভয়ই ফিল্ম ডিরেক্টর হতে পারেন।


আরো পড়ুন – Acting and Drama Course

একজন সফল ফিল্ম ডিরেক্টর হবার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন?

একজন সফল ফিল্ম ডিরেক্টর হওয়ার জন্য যে যে দক্ষতা থাকা প্রয়োজন, তা হল –

  • পরিচালনা করার দক্ষতা
  • সৃজনশীল হওয়া প্রয়োজন
  • কল্পনা করার দক্ষতা
  • লিডারশিপ দক্ষতা
  • কমিউনিকেশন স্কিল থাকা প্রয়োজন
  • সবরকম পরিস্থিতি শান্তভাবে সামলানোর ক্ষমতা ইত্যাদি।

আরো পড়ুন – Modeling as Profession | মডেল কিভাবে হওয়া যায়?

এই পেশার ভবিষ্যৎ কেমন?

বর্তমান যুগ বিনোদন নির্ভর। আধুনিক যুগের মাত্রাতিরিক্ত চাপের মধ্যেও মানুষ নিজের বিনোদনের জন্য সময় বের করে ফিল্ম দেখেন। সিনেমা, টিভি এবং বর্তমানে নতুন সংযোজন স্মার্ট ফোনের OTT প্ল্যাটফর্ম ফিল্ম দেখার এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। শর্ট ফিল্মের দৌলতে বর্তমানে সাধারণ মানুষও এই পেশাকে বেছে নিচ্ছে। তাই চাহিদার সাথে তাল মিলিয়ে নতুন নতুন ফিল্ম তৈরি করার জন্য প্রয়োজন ফিল্ম ডিরেক্টরদের। তাই এই পেশাটির ভবিষ্যৎ উজ্জ্বল।

এই পেশায় আয় কেমন হয়?

একজন ফিল্ম ডিরেক্টর আয়ের কোনো নির্দিষ্ট সীমা নেই। অভিজ্ঞতা, অভিনব কাজের মাধ্যমেই সফলতা আসে এবং আয় বাড়ে।


আরো পড়ুন – রেডিও জকি কিভাবে হবেন | RJ পেশার খুঁটিনাটি | Radio Jockey as Profession

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!