Category – Colleges | Medical Colleges
1835 সালে 28শে জানুয়ারি লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ( Lord William Bentinck)-এর উদ্যোগে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। মেডিকেল কলেজ হল কলকাতার অন্যতম একটি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল। কলেজের সঙ্গে যুক্ত হাসপাতালটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সরকারী হাসপাতাল।
এশিয়ার প্রাচীনতম হাসপাতালগুলির মধ্যে একটি হল মেডিকেল হাসপাতাল এবং এশিয়ায় দ্বিতীয় প্রাচীনতম কলেজ মেডিকেল কলেজ।
মেডিকেল কলেজ (National Institutional Ranking Framework) NIRF র্যাঙ্কিং-এ মেডিকেল ক্যাটাগরিতে 32nd র্যাঙ্ক করেছে 2021 সালে এবং 43rd র্যাঙ্ক করেছে 2022 সালে।
আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓
Table of Contents
কি কি পড়ানো হয় মেডিকেল কলেজে?
এই মেডিকাল কলেজে MBBS, MD, MS, M.Ch, DM, Diploma বিভিন্ন মেডিকাল সংক্রান্ত বিষয়ে এবং Nursing কোর্স করানো হয়। মেডিকাল কলেজে স্নাতক, স্নাতকোত্তর এবং পোস্ট-ডক্টরেট স্তরের কোর্স রয়েছে।
মেডিকেল কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?
মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য NEET প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। NEET প্রবেশিকা পরীক্ষায় র্যাঙ্কের উপর নির্ভর করে এই কলেজে ভর্তি নেওয়া হয়।
আরো পড়ুন – NEET কি? | NEET Entrance Exam
মেডিকাল কোর্সগুলি সম্পর্কে আলোচনা
স্নাতক কোর্সের মধ্যে রয়েছে MBBS, Diploma, Nursing এবং স্নাতকোত্তর কোর্সের মধ্যে রয়েছে MD, MS, M.Ch, DM, PG Diploma
MBBS, MD, MS, M.Ch, DM, Diploma, PG Diploma এবং Nursing কোর্সগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হল।
MBBS
MBBS সম্পূর্ণ কথা বা ফুল ফর্ম (Full form) হল ব্যাচেলার অফ মেডিসিন, ব্যাচেলার অফ সার্জারি (Bachelor of Medicine, Bachelor of Surgery)। এমবিবিএস (MBBS) হল একটি স্নাতক স্তরের কোর্স, যার সময়সীমা 5 বছর 6 মাস। এই কোর্স করে ডাক্তার হওয়া যায়।
MBBS কোর্স করা জন্য NEET (UG) পরীক্ষায় র্যাঙ্ক করা আবশ্যক। এছাড়াও উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ ও 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হয়।
আরো পড়ুন – MBBS কি? | MBBS Course | Bachelor of Medicine, Bachelor of Surgery
Nursing
নার্সিং কোর্সের মধ্যে রয়েছে –
General Nursing and Midwifery (GNM)
নার্সিং GNM কোর্সের সময়সীমা 3 বছর। মেডিকাল কলেজে GNM কোর্সে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 40% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হয়।
B.Sc. in Nursing
নার্সিং B.Sc কোর্স 4 বছরের হয়। মেডিকাল কলেজে B.Sc. in Nursing কোর্সে ভর্তি হওয়ার জন্য JENPAS UG প্রবেশিকা পরীক্ষায় এবং বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 45% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হয়।
আরো পড়ুন – নার্সিং কোর্স কি? | Nursing Course
এছাড়াও রয়েছে B.Sc. in Nursing (Post Basic), 2 বছরের একটি নার্সিং কোর্স। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
B.Sc. in Nursing কোর্স করার পর M.Sc. in Nursing কোর্স করারও সুযোগ রয়েছে মেডিকাল কলেজে।
Diploma
Diploma কোর্সগুলির মধ্যে রয়েছে –
- Diploma in Electrocardiographic
- Diploma in Critical Care Technology
- Diploma in Operation Theatre Technology
- Diploma in Perfusion Technology
- Diploma in Radiography
- Diploma in Cath Lab Technician
- Diploma in Medical Lab Technology
- Diploma in Neuro Electrophysiology
- Diploma in Physiotherapy
ডিপ্লোমা কোর্সগুলির সময়সীমা 3বছর হয় , ফিজিওথেরাপি ডিপ্লোমা কোর্সের সময়সীমা 2বছর।
PG Diploma
PG Diploma অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা। গ্র্যাজুয়েশন হওয়ার পর যে ডিপ্লোমা কোর্স রয়েছে তা হল PG Diploma. মেডিকালের ক্ষেত্রে MBBS করার পর এই ডিপ্লোমা কোর্স করা যায়।
PG Diploma কোর্সগুলির মধ্যে রয়েছে –
- PG Diploma in Gynaecology and Obstetrics
- PG Diploma in Ophthalmology
- PG Diploma in Tuberculosis and Chest Diseases
- PG Diploma in Orthopaedics
- PG Diploma in Anaesthesia
- PG Diploma in Otorhinolaryngology
PG ডিপ্লোমা কোর্সগুলির সময়সীমা 2 বছর হয়। এই ডিপ্লোমা কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য NEET PG প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
MD
MD এর পুরো কথা হল ডক্টর অফ মেডিসিন (Doctor of Medicine). এটি একটি 3 বছরের স্নাতকোত্তর কোর্স। MBBS সম্পূর্ণ করার পর এই কোর্স করা যায়। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য NEET PG প্রবেশিকা পরীক্ষায় র্যাঙ্ক করতে হয়।
MD কোর্স কি কি বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –
- MD General Medicine
- MD Paediatrics
- MD Anaesthesiology
- MD Pathology
- MD Radiotherapy
- MD Anatomy
- MD Pulmonary Medicine
- MD Dermatology, Venereology and Leprosy
- MD Physiology
- MD Radiodiagnosis
- MD Forensic Medicine and Toxicology
- MD Community Medicine
- MD Psychiatry
- MD Biochemistry
- MD Microbiology
- MD Pharmacology
- MD Blood Transfusion and Immunohematology.
MS
MS এর পুরো কথা হল মাস্টার অফ সার্জারি (Master of Surgery). এটিও একটি স্নাতকোত্তর কোর্স, যা NEET PG প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হওয়া যায়। MBBS সফলভাবে সম্পূর্ণ করার পর এই কোর্সে ভর্তি হওয়া যায়। এই কোর্সের সময়সীমা 3 বছর।
MS কোর্স যে যে বিষয়ে হয়,
- MS Obstetrics and Gynaecology
- MS Ophthalmology
- MS General Surgery
- MS ENT
- MS Orthopaedics.
DM
DM এর পুরো কথা হল ডক্টর অফ মেডিসিন (Doctor of Medicine). এটি একটি 3 বছরের এবং পোস্ট-ডক্টরেট স্তরের কোর্স। MD, MS or DNB কোর্স সম্পূর্ণ করার পর এই কোর্সে ভর্তি হওয়া যায়। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য NEET SS প্রবেশিকা পরীক্ষায় র্যাঙ্ক করতে হয়।
DM কোর্সের মধ্যে রয়েছে –
- DM Clinical Haematology
- DM Cardiology
- DM Neurology
- DM Endocrinology
- DM Medical Gastroenterology.
M.Ch
M.Ch এর পুরো কথা হল Master of Chirurgiae (General Surgery). MBBS, MD/MS কোর্স সফলভাবে সম্পূর্ণ করার পর এই কোর্স করা যায়। MBBS কোর্সের পর এই কোর্স করলে তা 5 বছরের হয়, কিন্তু যদি MD/MS করার পর এই কোর্স করা হয়, তাহলে এই কোর্সের সময়সীমা 3 বছর। এটি একটি পোস্ট-ডক্টরেট স্তরের কোর্স। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য NEET SS প্রবেশিকা পরীক্ষায় র্যাঙ্ক করতে হয়।
- এই কোর্স যে যে বিষয়ে রয়েছে, তা হল –
- M.Ch. in Cardio Thoracic Surgery
- M.Ch. in Paediatric Surgery
- M.Ch. in Plastic Surgery.
মেডিকেল সংক্রান্ত বিভিন্ন কোর্স সম্পর্কে জানতে দেখে নাও – Medicine & Allied Studies বিভিন্ন কোর্স সম্পর্কে আলোচনা।
যোগাযোগ
Address
Medical College Kolkata, Main Building
88, College St, College Square,
Kolkata, West Bengal, India
PIN: 700073
Contact Details
Phone:
- (033) 2255 1621
- (033) 2255 1612
Website: www.medicalcollegekolkata.in
পর্ব সমাপ্ত!
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন ↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।