IIEST-Shibpur-courses
Category – Colleges | Engineering Colleges

IIEST সম্পূর্ণ কথা বা ফুল ফর্ম (Full form) হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (Indian Institute of Engineering Science and Technology বা IIEST)। এটি শিবপুরে অবস্থিত এবং ভারত সরকার দ্বারা অনুমোদিত প্রযুক্তি বিদ্যার একটি পাবলিক ইনস্টিটিউট।

24শে নভেম্বর1856 সালে এই আইআইইএসটি (IIEST) প্রতিষ্ঠিত হয়। প্রথমে এটি সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ (Civil Engineering College) হিসাবে পরিচিত ছিল। 1921 সালে ইনস্টিটিউটটি “বেঙ্গল ইঞ্জিনিয়ারিং (BE) কলেজ” হিসাবে পরিচিতি পায়। 2014 সালে ভারত সরকারের অধীনস্থ হয় বেঙ্গল ইঞ্জিনিয়ারিং (BE) কলেজ এবং এর নাম পরিবর্তিত হয়ে হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (IIEST)।

প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিবেচনা করলে, IIEST, Shibpur ভারতের তৃতীয় প্রাচীনতম ইঞ্জিনিয়ারিং কলেজ। কিন্তু স্নাতক উত্তীর্ণর বছর বিবেচনা করলে এটি ভারতের দ্বিতীয় প্রাচীনতম ইঞ্জিনিয়ারিং কলেজ।

careerbondhu.com whatsapp channel

IIEST, Shibpur কলেজে কি কি পড়ানো হয়?

IIEST, Shibpur কলেজে আন্ডার-গ্র্যাজুয়েট (UG), পোস্ট-গ্র্যাজুয়েট (PG) কোর্স পড়ানো হয়। কোর্সগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হল –

আন্ডার-গ্র্যাজুয়েট (UG)

আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক (B.Tech), বি.আর্ক (B.Arch) কোর্স

B.Tech

Bachelor of Technology (B.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


B.Tech কোর্সগুলির সময়সীমা 4 বছর।

B.Arch

B.Arch হল ব্যাচেলার অফ আর্কিটেকচার (Bachelor of Architecture). এই কোর্সের সময়সীমা 5 বছর।


B.Arch কোর্স সম্পর্কে আরো পড়ুন – ব্যাচেলার অফ আর্কিটেকচার | Bachelor of Architecture | B.Arch

B.Arch ও B.Tech কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে একটি স্পেশাল কোর্স রয়েছে, তা হল B.Tech and M.Tech Dual Degree কোর্স। এই কোর্সটি 5 বছরের হয়, যেখানে B.Tech এবং M.Tech দুটি ডিগ্রি একসাথে শেখানো হয়।

যে যে বিষয়ে B.Tech and M.Tech ডিগ্রি কোর্স করা যায় তা নীচে দেওয়া হল –

  • B.Tech and M.Tech Aerospace Engineering Dual Degree
  • B.Tech and M.Tech Civil Engineering Dual Degree
  • B.Tech and M.Tech Computer Science and Technology Dual Degree
  • B.Tech and M.Tech Electrical Engineering Dual Degree
  • B.Tech and M.Tech Electronics and Telecommunication Engineering Dual Degree
  • B.Tech and M.Tech Information Technology Dual Degree
  • B.Tech and M.Tech Mechanical Engineering Dual Degree
  • B.Tech and M.Tech Metallurgy and Materials Engineering Dual Degree
  • B.Tech and M.Tech Mining Engineering Dual Degree ইত্যাদি।

careerbondhu.com telegram channel

পোস্ট-গ্র্যাজুয়েট (PG)

পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, M.Tech, M.Sc, MBA, M.O.P, Ph.D কোর্স

M.Tech

Master of Technology (M.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –

  • M.Tech Aerospace Engineering
  • M.Tech Civil Engineering
  • M.Tech Computer Science and Technology
  • M.Tech Electrical Engineering
  • M.Tech Electronics and Telecommunication Engineering
  • M.Tech Information Technology
  • M.Tech Mechanical Engineering
  • M.Tech Metallurgy and Materials Engineering
  • M.Tech Mining Engineering
  • M.Tech Green Energy and Sensor Systems
  • M.Tech Healthcare Science and Technology
  • M.Tech Materials Science and Engineering
  • M.Tech Mechatronics and Robotics
  • M.Tech VLSI technology ইত্যাদি।
M.Sc

মাস্টার অফ সায়েন্স (M.Sc) যে যে বিষয়ে করার সুযোগ রয়েছে, তা নীচে দেওয়া হল –

  • M.Sc Chemistry
  • M.Sc Applied Mathematics
  • M.Sc Physics
  • M.Sc Applied Geology
  • M.Sc Food Processing and Nutrition Science ইত্যাদি।
MBA

MBA হল মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (Master of Business Administration).

M.O.P

Master of Urban and Regional Planning (M.O.P) বা M.Plan হল আর্কিটেকচারের একটি মাস্টার ডিগ্রি কোর্স।

পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের সময়সীমা 2 বছর। পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হওয়ার জন্য স্নাতক উত্তীর্ণ হতে হয়।

careerbondhu.com whatsapp channel

Ph.D

Ph.D যে যে বিষয়ে করার সুযোগ রয়েছে, তা হল –

  • Ph.D. in information Technology
  • Ph.D. in Architecture and Town and Regional Planning
  • Ph.D. in Civil Engineering
  • Ph.D. in Electrical Engineering

Ph.D কোর্সের সময়সীমা 5 বছর। পি.এইচ.ডি কোর্সের ভর্তি হওয়ার জন্য পোস্ট-গ্র্যাজুয়েশন উত্তীর্ণ হতে হয়।

IIEST, Shibpur কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?

IIEST, Shibpur কলেজে ভর্তি হওয়ার জন্য সাধারণত প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ করতে হয়। আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সের জন্য JEE Main & B.Arch কোর্সে ভর্তি হওয়ার জন্য NATA প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হওয়া আবশ্যক। মাস্টার ডিগ্রি কোর্সগুলির জন্য GATE প্রবেশিকা পরীক্ষাটিতে উত্তীর্ণ হতে হয়।


প্রবেশিকা পরীক্ষাগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নাও↓
JEE (Main) | NATA


যোগাযোগ

Address

Indian Institute of Engineering Science and Technology, Office

Botanic Garden, Howrah,

Kolkata, West Bengal, India

PIN: 711103

Contact Details

Phone: 033-2668 8081

033-2668 4561/62/63

Fax:+91 (033) 2668 2916

Email: pro@iiests.ac.in

Website: www.iiests.ac.in

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!