Category – Govts Jobs
আপনি কি ল (Law) নিয়ে পড়েছেন? আপনার কি বিচারক (জাজ) হওয়ার স্বপ্ন রয়েছে? তাহলে আপনার জন্য রইল আমাদের এই আর্টিকেলটি। পশ্চিমবঙ্গে কি করে জাজ হবেন, তা আমাদের এই আর্টিকেলের বিষয়বস্তু।
পশ্চিমবঙ্গে জাজ হওয়ার জন্য WBJS পরীক্ষাটি উত্তীর্ণ হতে হবে। WBJS পরীক্ষা সম্পর্কে নীচে আলোচনা করা হল।
Table of Contents
WBJS পরীক্ষা কী?
WBJS এর সম্পূর্ণ কথা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস (West Bengal Judicial Service)। এই পরীক্ষাটির আয়োজক পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিচারক (সিভিল, জুনিয়র বিভাগ) পদে নিয়োগ করতে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষাটি হয়।
WBJS পরীক্ষার যোগ্যতা (Eligibility)
এই পরীক্ষাটি দেওয়ার জন্য কিছু বিশেষ যোগ্যতা থাকা প্রয়োজন। তা নীচে দেওয়া হল –
এই পরীক্ষাটি দেওয়ার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ল (Law)-এর উপর ডিগ্রি অর্জন করতে হবে এবং ফর্ম ফিলআপের সময় ভারতবর্ষের যে কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের বার কাউন্সিলের অ্যাডভোকেট হিসাবে সেই ব্যক্তিকে স্বীকৃত হতে হবে।
বাংলা ভাষা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে (যাদের মাতৃভাষা নেপালি সেই প্রার্থীদের জন্য এটি প্রয়োজনীয় নয়)।
বয়সের যোগ্যতা
এই পরীক্ষাটি দেওয়ার জন্য একটি নির্দিষ্ট বয়সসীমা রয়েছে, সেই বয়সসীমা হল 23-35 বছর।
জেনারেল প্রার্থী ছাড়া অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমার উপর কিছুটা ছাড় রয়েছে। S.C ও S.T প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর, O.B.C প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় 3 বছর এবং PwBD প্রার্থীদের জন্য এই বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় প্রায় 10 বছর।
[বিঃদ্রঃ SC/ST/OBC প্রার্থীদের ছাড়া অন্য কোনো প্রার্থীকে তিনবারের বেশি এই পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয় না। SC/ST/OBC প্রার্থীদের পাঁচবারের বেশি এই পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয় না।]
WBJS পরীক্ষার বিষয় (Details of Exam)
WBJS পরীক্ষাটি পরপর তিনটি ধাপে হয়, যেমন,
- প্রিলিমিনারি পরীক্ষা (MCQ),
- ফাইনাল পরীক্ষা (লিখিত) এবং
- পার্সোনালিটি টেস্ট।
প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Examination)
এই প্রিলিমিনারি পরীক্ষায় MCQ ধরনের প্রশ্ন আসে। এই পরীক্ষাটিতে মোট 200 টি MCQ থাকে এবং প্রত্যেকটি MCQ-তে 1 নাম্বার করে থাকে, অর্থাৎ মোট 200 নাম্বারে পরীক্ষাটি হয়।
এই প্রিলিমিনারি পরীক্ষায় 9 টি বিষয় থেকে প্রশ্ন আসে, বিষয়গুলি হল –
- ইংরাজি ভাষা (30 নাম্বার)
- জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড রিজনিং (40 নাম্বার)
- ইন্ডিয়ান কনস্টিটিউশন (20 নাম্বার)
- ল অফ কন্ট্রাক্টস অ্যান্ড তর্টস (20 নাম্বার)
- ল অফ এভিডেন্স (20 নাম্বার)
- সিভিল প্রসিডিউর কোডস (20 নাম্বার)
- ক্রিমিনাল প্রসিডিউর কোড অ্যান্ড ইন্ডিয়ান পেনাল কোড (20 নাম্বার)
- পার্সোনাল ল (10 নাম্বার)
- ল অফ লিমিটেশন (20 নাম্বার)
ফাইনাল পরীক্ষা (Final Examination)
ফাইনাল পরীক্ষাটিতে বর্ণনামূলক প্রশ্ন আসে। এই পরীক্ষায় 8 টি কম্পালসারি (Compulsory) পেপার থাকে এবং তিনটি অপশানল (Optional) পেপার থাকে। অপশনাল বিষয়গুলির তালিকার মধ্যে থেকে প্রার্থীকে তিনটি বিষয় বেছে নিতে হবে। প্রত্যেকটি কম্পালসারি ও অপশানল পেপারে 100 নাম্বার থাকে।
কম্পালসারি (Compulsory) পেপারগুলির বিষয় হল –
- ইংরাজি ভাষা
- বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাওতালি ভাষা
- জেনারেল নলেজ,অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স
- সিভিল প্রসিডিউর কোড
- ক্রিমিনাল প্রসিডিউর কোড অ্যান্ড ইন্ডিয়ান পেনাল কোড
- ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট
- ল অফ কন্ট্রাক্টস অ্যান্ড তর্টস
- ট্রান্সফার অফ প্রোপার্টি অ্যাক্ট
এই 8টি বিষয়েই পরীক্ষা দিতে হয়।
অপশানল (Optional) পেপারগুলির বিষয় হল –
- হিন্দু ল
- মহাম্মাদান ল
- জুরিসপ্রুডেন্স অ্যান্ড প্রিন্সিপালস অফ লেগিস্ল্যাশন
- ইন্ডিয়ান ল রিলেটিং টু কোম্পানিস অ্যান্ড ইন্স্যরেন্স
- প্রিন্সিপালস অফ ইকুইটি ইনক্লুডিং দ্য ল অফ ট্রাস্টস অ্যান্ড স্পেসিফিক রিলিফ
- পার্টনারশিপ অ্যাক্ট
- ল অফ লিমিটেশন অ্যান্ড ল অফ প্রেসক্রিপশন
- দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড কনস্টিটিউশনাল
এই 8টি বিষয়ের মধ্যে 3টি পছন্দের বিষয়ে পরীক্ষা দিতে হয়।
পার্সোনালিটি টেস্ট (Personality Test)
এই পরীক্ষাটি 100 নাম্বারে হয়। প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষা ও ফাইনাল পরীক্ষা দুটিতে উত্তীর্ণ হলে, তবেই পার্সোনালিটি টেস্টের জন্য নির্বাচিত হন। পার্সোনালিটি টেস্ট উত্তীর্ণ হলে ফাইনাল মেরিট লিস্ট বের হয় এবং তার ভিত্তিতে বিচারক পদে নিয়োগ হয়।
পরীক্ষার ভাষা
ল্যাঙ্গুয়েজ পেপার দুটি বাদ দিয়ে ইংরাজী বা বাংলা ভাষায় পরীক্ষাটি দেওয়া যায়।
পরীক্ষার সময়
প্রিলিমিনারি পরীক্ষার জন্য নির্ধারিত সময় হল 2 ঘণ্টা 30 মিনিট। আর ফাইনাল পরীক্ষার প্রত্যেকটি পেপারের জন্য 3 ঘণ্টা সময় নির্ধারিত হয়েছে।
WBJS পরীক্ষার সিলেবাস
প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস
ইংরাজি ভাষা – ইংরেজি বিষয় থেকে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, বাক্যাংশ তৈরি, ফ্রেসাল ভার্ব, একই শব্দের একাধিক অর্থ, উপযুক্ত এবং যোগ্য শব্দের ব্যবহার ইত্যাদির উপর প্রশ্ন আসে।
প্রিলিমিনারি পরীক্ষার বাকি বিষয়গুলির প্রশ্ন ল (Law)-এর স্নাতক স্তরের হয়।
ফাইনাল পরীক্ষার সিলেবাস
ইংরাজি ভাষা – এই বিষয় থেকে বিভিন্ন প্রবন্ধ ও বিভিন্ন রাইটিং টেস্ট হয়।
বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাওতালি ভাষা – প্রবন্ধ এবং বাক্য/অনুচ্ছেদকে ইংরাজি ভাষা থেকে বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাওতালি ভাষায় অনুবাদ করতে হয়।
বাকি বিষয়গুলি থেকে ল (Law)-এর স্নাতক স্তরের প্রশ্ন আসে।
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।