PSC Miscellaneous
Category – Govt Jobs

Table of Contents

পিএসসি মিসলেনিয়াস (PSC Miscellaneous) পরীক্ষা কি?

মিসলেনিয়াস বলতে ঝোঝায় বিবিধ ধরনের কাজ। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC) মিসলেনিয়াস পরীক্ষা পরিচালনা করে।

পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ব্লক ওয়েলফেয়ার অফিসার, অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট অডিটর, বোর্ড অফ রেভিনিউ ইত্যাদির মতো অনেক পদে কর্মী নিযুক্ত হয় এই পরীক্ষার মাধ্যমে।

পিএসসি মিসলেনিয়াস (PSC Miscellaneous) পরীক্ষাটি দিতে গেলে কি যোগ্যতা প্রয়োজন?

পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক (Graduation) বা তার সমতুল উর্ত্তীণ হতে হবে।


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


পিএসসি মিসলেনিয়াস (PSC Miscellaneous) পরীক্ষা দেওয়ার বয়সসীমা?

পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা দেওয়ার ন্যূনতম বয়স হল 20 বছর এবং সর্বোচ্চ বয়স হল 39 বছর অর্থাৎ 20 থেকে 39 বছরের মধ্যে থাকা সকল ব্যক্তিই এই পরীক্ষা দিতে পারবে।

এই বয়সসীমা S.C, S.T ও O.B.C কাস্টের জন্য একটু বেশি। S.C ও S.T সর্বোচ্চ বয়সের উপর 5 বছরের ছাড় পায় অর্থাৎ পরীক্ষার্থীর বয়স 44 বছর অবধি হতে পারে। O.B.C সর্বোচ্চ বয়সের উপর 3 বছরের ছাড় পায় অর্থাৎ পরীক্ষার্থীর বয়স 42 বছর অবধি হতে পারে।

এই চাকরির পরীক্ষার ক্ষেত্রে কি কি ধরনের সংরক্ষণ রয়েছে?

এই চাকরিতে যে সমস্ত প্রার্থীদের জন্য বিশেষ সংরক্ষণ (Reserved) রয়েছে, সেগুলি হল –

স্পোর্টস পার্সন – কৃতি স্পোর্টস পার্সনরা বিবিধ চাকরির জন্য আবেদন করতে পারেন। স্পোর্টস পার্সনদের অবশ্যই ইন্টারন্যাশনাল কমপিটিশন, ন্যাশনাল কমপিটিশন, ইন্টার-ইউনিভার্সিটি টুর্নামেন্ট এবং ন্যাশনাল স্পোর্টস বা গেমসে স্বীকৃত হতে হবে।

স্পোর্টসের যে সমস্ত বিভাগ থেকে আবেদন করা যাবে, সেগুলি নীচে দেওয়া হল –
(i) অ্যাথলেটিক্স [ট্র্যাক এবং ফিল্ড ইভেন্ট সহ] (Athletics [including Track and Field events]),
(ii) ব্যাডমিন্টন (Badminton),
(iii) বাস্কেটবল (Basketball),
(iv) ক্রিকেট (Cricket),
(v) ফুটবল (Football),
(vi) হকি (Hockey),
(vii) সাঁতার বা সুইমিং (Swimming),
(viii) টেবিল টেনিস (Table Tennis),
(ix) ভলিবল (Volleyball),
(x) টেনিস (Tennis),
(xi) ওয়েটলিফটিং (Weightlifting),
(xii) রেস্টলিং (Wrestling),
(xiii) বক্সিং (Boxing),
(xiv) সাইকেলিং (Cycling),
(xv) জিমনাস্টিক (Gymnastics),
(xvi) জুডো (Judo),
(xvii) রাইফেল শুটিং (Rifle Shooting),
(xviii) কাবাডি (Kabaddi) এবং
(xix) খো খো (Kho Kho)।

careerbondhu.com whatsapp channel

প্রতিবন্ধী (P.W.D) – এই চাকরির পরীক্ষায় প্রতিবন্ধী (P.W.D) প্রার্থীদের জন্য বিশেষ সংরক্ষণ রয়েছে।

ST, SC, OBC – এই চাকরিটিতে ST, SC ও OBC দের জন্য কিছু শূন্যপদ সংরক্ষণ করা থাকে।

পিএসসি মিসলেনিয়াস (PSC Miscellaneous) পরীক্ষাটি দিয়ে আমি কি কি ধরনের চাকরি পাবো?

পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটি দিয়ে যে ধরনের চাকরি পাওয়া যায়, সেগুলির নাম নীচে দেওয়া হল –

• অ্যাসিস্টেন্ট চাইল্ড ডেভলপমেন্ট প্রোজেক্ট অফিসার (Assistant Child Development Project Officer),
• ডিসাস্টার ম্যানেজমেন্ট অফিসার (Disaster Management Officer)/ ব্লক ডিসাস্টার ম্যানেজমেন্ট অফিসার (Block Disaster Management Officer),
• ব্লক ইউথ অফিসার (Block Youth Officer)/মিউনিসিপাল ইউথ অফিসার (Municipal Youth Officer)/বরো ইউথ অফিসার (Borough Youth Officer),
• ব্লক ওয়েলফেয়ার অফিসার (Block Welfare Officer)/ ওয়েলফেয়ার অফিসার (Welfare Officer),
• ইন্সপেক্টার, ব্যাকওয়ার্ড ক্ল্যাসেস ওয়েলফেয়ার (Inspector, Backward Classes Welfare),
• অ্যাসিস্টেন্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার (Assistant Agricultural Marketing Officer),
• অ্যাসিস্টেন্ট প্রোগ্রাম অফিসার (Assistant Programme Officer),
• কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস (Controller of Correctional Services),
• ইন্সপেক্টর অফ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স (Inspector of Agricultural Income Tax),
• কনসিউমার ওয়েলফেয়ার অফিসার (Consumer Welfare Officer),
• সেভিং ডেভলপমেন্ট অফিসার (Saving Development Officer),
• পোস্টস ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅরডিনেট লেবার সার্ভিস (Posts in West Bengal Subordinate Labour Service),
• অডিটর অফ কো-অপারেটিভ সোসাইটিস (Auditor of Co-operative Societies),
• অ্যাসিস্টেন্ট অডিটর, বোর্ড অফ রেভেনিউ (Assistant Auditor, Board of Revenue),
• এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন (Extension Officer, Mass Education Extension),
• লেডি এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন (Lady Extension Officer, Mass Education Extension),
• অ্যাসিস্টেন্ট কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস (Assistant Controller of Correctional Services),
• ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর (Investigating Inspector),
• রেভেনিউ ইন্সপেক্টর (Revenue Inspector) ইত্যাদি।


PSC Clerkship পরীক্ষা সম্পর্কে জেনে নাও

পিএসসি মিসলেনিয়াস (PSC Miscellaneous) চাকরিটির বেতন কত এবং কি কি সুবিধা আছে?

এই চাকরিটির বেতন হয় 7100 – 37,600 টাকা এবং গ্রেড পে 3900 টাকা [(12) থেকে (19) নং পদে চাকরির গ্রেড পে 3600 টাকা] পায়। এছাড়াও D.A, H.R.A এবং M.A মূল বেতনের সঙ্গে নির্ধারিত নিয়মনীতি অনুসারে যুক্ত হয়।

[জেনে রাখো – D.A কি? – D.A এর সম্পূর্ণ অর্থ ডিয়ারনেস অ্যালাওন্স (Dearness Allowance)। প্রতিবছর জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য সরকার, সরকারি কর্মচারীদের D.A দেয়। পশ্চিমবঙ্গ সরকার কর্মচারীদের D.A এর পরিমাণ হল – বেতনের উপর 3%।

H.R.A কি? – H.R.A এর সম্পূর্ণ অর্থ হাউস রেন্ট অ্যালাওন্স (House Rent Allowance)। সরকারি কর্মচারীরা সরকারের থেকে ঘরভাড়া বাবদ কিছু টাকা পায়। পশ্চিমবঙ্গ সরকারের এই H.R.A এর পরিমাণ হল বেতনের উপর 12%।

M.A কি? – M.A এর সম্পূর্ণ অর্থ মেডিকাল অ্যালাওন্স (Medical Allowance)। সরকার থেকে সরকারি কর্মচারীদের মেডিকাল অ্যালাওন্স হিসাবে প্রতিমাসে 500 টাকা দেওয়া হয়।]

careerbondhu.com telegram channel

পিএসসি মিসলেনিয়াস (PSC Miscellaneous) পরীক্ষা সম্পর্কিত আলোচনা।

পিএসসি মিসলেনিয়াস (PSC Miscellaneous) এর পরীক্ষা প্যাটার্ন (pattern) কি রকম?

পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটি তিনটি ধাপে সম্পন্ন হয় – 1) প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Exam), 2) মেইনস পরীক্ষা (Mains Exam) ও 3) পার্সোনালিটি টেস্ট (Personality Test)।

1) প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Exam) – এই প্রিলিমিনারি পরীক্ষা মোট 200 নাম্বারে হয়। 100 টি MCQ থাকে এবং প্রত্যেকটি MCQ প্রশ্নে 2 নাম্বার করে থাকে। ভুল উত্তর দিলে 2/3 নাম্বার (বা প্রতি 3 টি ভুলের জন্য 2 নাম্বার) মূল প্রাপ্ত নাম্বার থেকে কেটে নেওয়া হয়।

2) মেইনস পরীক্ষা (Mains Exam) – এই মেইনস পরীক্ষাটি লিখিত পরীক্ষা হয়। এই পরীক্ষার তিনটি পেপার আছে – Paper-I, Paper-II ও Paper-III. প্রত্যেকটি পেপার 150 নাম্বারে হয়। পরীক্ষাটি মোট 450 নাম্বারে হয়।

3) পার্সোনালিটি টেস্ট (Personality Test) –

মূল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে নির্বাচিত প্রার্থীকে ব্যক্তিত্ব পরীক্ষায় (Personality Test) ডাকা হয়। এই পরীক্ষাটি মোট 100 নাম্বারে হয়।


WBCS পরীক্ষা কি?

পিএসসি মিসলেনিয়াস (PSC Miscellaneous) পরীক্ষার সিলেবাসের বিশদে ব্যাখা।

প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস –

প্রিলিমিনারি পরীক্ষার বিষয়গুলি হল জেনারেল স্টাডিস (বিজ্ঞান, ইতিহাস, ভূগোল ইত্যাদি) ও পাটিগণিত (দশম শ্রেণীর সিলেবাসের উপর)। 150 নাম্বারের জেনারেল স্টাডিস এবং 50 নাম্বারের পাটিগণিত থেকে প্রশ্ন থাকে।

মেইনস পরীক্ষার সিলেবাস –

Paper-I

a) প্রশ্নপত্রে প্রদত্ত বিষয়ে প্রতিবেদন রচনা।
b) একটি বড় অনুচ্ছেদ থেকে সারাংশের নির্মাণ।
c) বাক্যের ভুল নির্ধারণ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ ইত্যাদি।
d) বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাওতালি ভাষার অনুচ্ছেদকে ইংরাজিতে অনুবাদ।
[Paper-I দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী হয়।]

Paper-II

a) প্রশ্নপত্রে প্রদত্ত বিষয়ে প্রতিবেদন রচনা।
b) একটি বড় অনুচ্ছেদ থেকে সারাংশের নির্মাণ।
c) ব্যাকরণ
d) একটি ইংরাজি অনুচ্ছেদকে বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাওতালি ভাষায় অনুবাদ।
[Paper-II দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী হয়।]
careerbondhu.com whatsapp channel

Paper-III

এই পেপারটিতে জেনারেল স্টাডিস ও পাটিগণিত বিষয় দুটি থাকে। জেনারেল স্টাডিসে 100 নাম্বার এবং পাটিগণিতে 50 নাম্বার থাকে।

জেনারেল স্টাডিসের মধ্যে বিজ্ঞান (দশম শ্রেণি), ভারতীয় ইতিহাস, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, বর্তমান ঘটনাবলী ইত্যাদি। পাটিগণিত দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী।

Paper-III জেনারেল স্টাডিস ইংরাজি, বাংলা, নেপালি ইত্যাদির মধ্যে যে কোনো একটি ভাষায় দেওয়া যায়। পাটিগণিত শুধু ইংরাজি বা বাংলা ভাষায় করা যায়।

পিএসসি মিসলেনিয়াস (PSC Miscellaneous) পরীক্ষা কখন হয়?

সাধারণত রাজ্যসরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদের সংখ্যার উপর ভিত্তি করে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষাটি আয়োজন করে।

পিএসসি মিসলেনিয়াস (PSC Miscellaneous) পরীক্ষার জন্য নির্ধারিত সময় কত?

প্রিলিমিনারি পরীক্ষার সময় 1 ঘণ্টা 30 মিনিট।

মেইনস পরীক্ষাটির পেপার অনুযায়ী আলাদা সময় নির্ধারিত করা আছে। Paper-I ও Paper-II এর জন্য সময় 1 ঘণ্টা 30 মিনিট এবং Paper-III এর জন্য সময় 2 ঘণ্টা 30 মিনিট।

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!