PSC Clerkship

Category – Govt Jobs

PSC Clerkship কি?

ক্লার্কশিপ বলতে বোঝায় কেরানির (ক্লার্ক) কাজ। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC) ক্লার্কশিপ পরীক্ষা পরিচালনা করে। এই পরীক্ষা বিভিন্ন বিভাগের ক্লার্কের পদগুলিতে প্রার্থী নিয়োগ করে।

PSC Clerkship পরীক্ষাটি দিতে গেলে কি যোগ্যতা প্রয়োজন?

পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাটি দেওয়ার জন্য মাধ্যমিক পাশ করা প্রয়োজন। এছাড়াও কম্পিউটার সম্পর্কে বেসিক (Basic) জ্ঞান থাকা দরকার। ইংরেজিতে এক মিনিটে 20 টি শব্দ (Word) টাইপ (Type) এবং বাংলাতে এক মিনিটে 10 টি শব্দ (Word) টাইপ (Type) করার গতি (Speed) থাকতে হবে।

PSC Clerkship পরীক্ষা দেওয়ার বয়সসীমা?

পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দেওয়ার ন্যূনতম বয়স হল 18 বছর এবং সর্বোচ্চ বয়স হল 40 বছর অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে থাকা সকল ব্যক্তিই এই পরীক্ষা দিতে পারবে।

এই বয়সসীমা S.C, S.T ও O.B.C প্রার্থীদের জন্য একটু বেশি। S.C ও S.T প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড় রয়েছে অর্থাৎ পরীক্ষার্থীর বয়স সর্বাধিক 45 বছর হতে পারে। O.B.C প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় 3 বছরের ছাড় রয়েছে অর্থাৎ পরীক্ষার্থীর বয়স সর্বাধিক 43 বছর হতে পারে।


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


এই চাকরির পরীক্ষার ক্ষেত্রে কি কি ধরনের সংরক্ষণ রয়েছে?

এই চাকরিতে যে সমস্ত প্রার্থীদের জন্য বিশেষ সংরক্ষণ (Reserved) রয়েছে, সেগুলি হল –

স্পোর্টস পার্সন – কৃতি স্পোর্টস পার্সনরা ক্লার্কশিপ চাকরির জন্য আবেদন করতে পারেন। স্পোর্টস পার্সনদের অবশ্যই ইন্টারন্যাশনাল কমপিটিশন, ন্যাশনাল কমপিটিশন, ইন্টার-ইউনিভার্সিটি টুর্নামেন্ট এবং ন্যাশনাল স্পোর্টস বা গেমসে স্বীকৃত হতে হবে।

স্পোর্টসের যে সমস্ত বিভাগ থেকে আবেদন করা যাবে সেগুলি নীচে দেওয়া হল –
(i) অ্যাথলেটিক্স [ট্র্যাক এবং ফিল্ড ইভেন্ট সহ] (Athletics [including Track and Field events]),
(ii) ব্যাডমিন্টন (Badminton),
(iii) বাস্কেটবল (Basketball),
(iv) ক্রিকেট (Cricket),
(v) ফুটবল (Football),
(vi) হকি (Hockey),
(vii) সাঁতার বা সুইমিং (Swimming),
(viii) টেবিল টেনিস (Table Tennis),
(ix) ভলিবল (Volleyball),
(x) টেনিস (Tennis),
(xi) ওয়েটলিফটিং (Weightlifting),
(xii) রেস্টলিং (Wrestling),
(xiii) বক্সিং (Boxing),
(xiv) সাইকেলিং (Cycling),
(xv) জিমনাস্টিক (Gymnastics),
(xvi) জুডো (Judo),
(xvii) রাইফেল শুটিং (Rifle Shooting),
(xviii) কাবাডি (Kabaddi) এবং
(xix) খো খো (Kho Kho)।
careerbondhu.com whatsapp channel
প্রতিবন্ধী (P.W.D) – এই চাকরির পরীক্ষায় প্রতিবন্ধী (P.W.D) প্রার্থীদের জন্য বিশেষ সংরক্ষণ রয়েছে। এই P.W.D এর জন্য 40% কিংবা তার বেশি শূন্যপদ (Vacancy) সংরক্ষণ করা আছে।

ST, SC, OBC – এই চাকরিটিতে ST, SC ও OBC দের জন্য কিছু শূন্যপদ সংরক্ষণ করা থাকে।

পিএসসি ক্লার্কশিপ (PSC Clerkship) পরীক্ষাটি দিয়ে আমি কি ধরনের চাকরি পাবো?

এই ক্লার্কশিপ পরীক্ষা দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের নিম্ন বিভাগের কেরানি বা নিম্ন বিভাগের ক্লার্ক (Lower Division Clerk) হিসাবে চাকরি পাওয়া যায়।

পশ্চিমবঙ্গ সরকারের অধীনে সচিবালয় (Secretariat), অধিদপ্তর (Directors), জেলা অফিসে (District offices) এবং আঞ্চলিক অফিসে (Regional offices) [কলকাতা সহ] অনুরূপ পদে অর্থাৎ নিম্ন বিভাগের কেরানির চাকরি পাওয়া যায়।


WBCS পরীক্ষা কি?

পিএসসি ক্লার্কশিপ (PSC Clerkship) চাকরিটির বেতন কত এবং কি কি সুবিধা আছে?

ক্লার্কশিপ চাকরিটির বেতন 5,400 টাকা থেকে 25,200 টাকা + গ্রেড পে হিসাবে 2,600 টাকা পাবেন।

এছাড়াও প্রার্থীরা মহার্ঘ ভাতা (D.A), বাড়ি ভাড়া ভাতা (H.R.A) এবং অন্যান্য বিবিধ ভাতা (M.A) নিয়ম অনুযায়ী পাবেন।

[জেনে রাখো – D.A কি? – D.A এর সম্পূর্ণ অর্থ ডিয়ারনেস অ্যালাওন্স (Dearness Allowance)। প্রতিবছর জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য সরকার, সরকারি কর্মচারীদের D.A দেয়। পশ্চিমবঙ্গ সরকার কর্মচারীদের D.A এর পরিমাণ হল – বেতনের উপর 3%।

H.R.A কি? – H.R.A এর সম্পূর্ণ অর্থ হাউস রেন্ট অ্যালাওন্স (House Rent Allowance)। সরকারি কর্মচারীরা সরকারের থেকে ঘরভাড়া বাবদ কিছু টাকা পায়। পশ্চিমবঙ্গ সরকারের এই H.R.A এর পরিমাণ হল বেতনের উপর 12%।

M.A কি? – M.A এর সম্পূর্ণ অর্থ মেডিকাল অ্যালাওন্স (Medical Allowance)। সরকার থেকে সরকারি কর্মচারীদের মেডিকাল অ্যালাওন্স হিসাবে প্রতিমাসে 500 টাকা দেওয়া হয়।]
careerbondhu.com telegram channel

পিএসসি ক্লার্কশিপ (PSC Clerkship) পরীক্ষা সম্পর্কিত আলোচনা।

PSC Clerkship পরীক্ষা কিভাবে হয়?

ক্লার্কশিপ পরীক্ষাটি দুটি ধাপে হয় – Part-I ও Part-II.

• Part-I – এই পরীক্ষাটি মোট 100 নাম্বারে হয়। MCQ ধরনের প্রশ্ন হয়। ইংরাজি [30 নাম্বার], জেনারেল স্টাডিস (বিজ্ঞান, ইতিহাস, ভূগোল ইত্যাদি) [40 নাম্বার] এবং পাটিগণিত [30 নাম্বার] এই বিষয়গুলির উপর প্রশ্ন আসে।

• Part-II – এই পরীক্ষাটি লিখিত পরীক্ষা (Descriptive Type) হয়। এই পরীক্ষার প্রশ্নের দুটি অংশ আছে Group-A ও Group-B. Group-A এর বিষয় হল ইংরাজি এবং Group-B এর বিষয় হল বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাওতালি। এই পরীক্ষায় মোট 100 নাম্বার – Group-A 50 নাম্বারে Group-B 50 নাম্বারে হয়।

এই পরীক্ষায় কোনো ভুল উত্তরের জন্য কোনো নাম্বার (Negative marking) কাটা হয় না।


PSC Miscellaneous পরীক্ষা সম্পর্কে জেনে নাও

পিএসসি ক্লার্কশিপ (PSC Clerkship) পরীক্ষার সিলেবাস কি?

Part-I (প্রিলিমিনারি)

বিষয়

ইংরাজি – ইংরেজি ভাষার মৌলিক বিষয় যেমন শব্দভান্ডার (Vocabulary), ব্যাকরণ (Grammar), বাক্যের গঠন (sentence structure), সমার্থক (synonyms), বিপরীতার্থক শব্দ (antonyms) এবং এর সঠিক ব্যবহার ইত্যাদি।

জেনারেল স্টাডিস – দৈনন্দিন বিজ্ঞান, বর্তমান ঘটনা এবং সমস্যা সহ দৈনন্দিন পর্যবেক্ষণের বিষয়, ভারতের বিশেষ উল্লেখ এবং ভারতীয় ইতিহাস ও ভারতীয় ভূগোলের প্রাথমিক জ্ঞান।

পাটিগণিত – বিভাজ্যতা, ভগ্নাংশ, দশমিক, পুনরাবৃত্ত দশমিক, সরলীকরণ, HCF, LCM, অংশীদারি কারবার, গড়, অনুপাত, শতাংশ, সরল-সুদ, লাভ ও ক্ষতি, সময় ও দূরত্ব, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্র।

Part-II (মেইনস)

Group – A:

a) প্রশ্নপত্রে প্রদত্ত বিষয়ে প্রতিবেদন রচনা।
b) একটি বড় অনুচ্ছেদ থেকে সারাংশের নির্মাণ।
c) বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাওতালি ভাষার অনুচ্ছেদকে ইংরাজিতে অনুবাদ করতে হবে।
careerbondhu.com whatsapp channel
Group – B:

a) প্রশ্নপত্রে প্রদত্ত বিষয়ে প্রতিবেদন রচনা।
b) একটি বড় অনুচ্ছেদ থেকে সারাংশের নির্মাণ।
c) একটি ইংরাজি অনুচ্ছেদকে বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাওতালি ভাষায় অনুবাদ।

পিএসসি ক্লার্কশিপ (PSC Clerkship) পরীক্ষা কখন হয়?

সাধারণত রাজ্যসরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদের সংখ্যার উপরভিত্তি করে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষাটি আয়োজন করে।

পিএসসি ক্লার্কশিপ (PSC Clerkship) পরীক্ষার জন্য নির্ধারিত সময় কত?

‣ ক্লার্কশিপ পরীক্ষার Part-I (প্রিলিমিনারি) এর জন্য নির্ধারিত সময় হল 1 ঘণ্টা 30 মিনিট।

‣ ক্লার্কশিপ পরীক্ষার Part-II (মেইনস) এর জন্য নির্ধারিত সময় হল 1 ঘণ্টা।

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!