Category – Entrance Exam
উচ্চ মাধ্যমিকের পরে যে সকল ছাত্র-ছাত্রীরা চিকিৎসাবিদ্যা বা মেডিক্যাল সায়েন্স (Medical Science) বা মেডিক্যাল সায়েন্সের সাথে সরাসরিভাবে সম্পর্কযুক্ত কোন কোর্স নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা করতে চাও, তাদের জন্য প্রথম ধাপ হল NEET (UG) প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।
Table of Contents
নিট পরীক্ষা কী?
NEET এর পুরো কথা হল ন্যাশানাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (National Eligibility Cum Entrance Test)।
এই সর্বভারতীয় পরীক্ষার আয়োজক হল NTA অর্থাৎ ন্যাশানাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)। পুরো বিষয়টি নিয়ন্ত্রিত হয় মিনিসট্রি অফ হেলথ অ্যানড সোশ্যাল ওয়েলফেয়ার (Ministry of Health and Social Welfare) কর্তৃক এবং সর্বমোট সিট সংখ্যা নির্ধারিত হয় স্টেট কাউন্সেলিং অথরিটিস (State Councelling Authorities) কর্তৃক।
ডিগ্রি অনুযায়ী নিট পরীক্ষার কয়েকটি ভাগ রয়েছে, যথা – স্নাতক কোর্সে ভর্তির জন্য NEET (UG), স্নাতকোত্তর অর্থাৎ পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের জন্য NEET (PG) এবং পোস্ট ডক্টরাল কোর্সের জন্য NEET (SS) পরীক্ষা রয়েছে।
আমাদের এই আর্টিকেলে NEET (UG) পরীক্ষা সম্পর্কে আলোচনা করবো।
UG কথাটি স্নাতক স্তরের কোর্স বা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স বোঝাতে ব্যবহার করা হয়।
পেশা হিসেবে যারা ডাক্তারিকে পছন্দ করো বা ভবিষ্যতে ডাক্তার হতে চাও তাদেরকে এই পেশায় প্রবেশ করতে হলে NEET পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। অর্থাৎ নিট পরীক্ষা হল ডাক্তারির স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা।
MBBS, BDS, BHMS, BAMS ইত্যাদি যে কোন ধরনের ডাক্তারি পেশায় আসতে হলে বা ডাক্তারির সাথে সরাসরিভাবে সম্পর্কযুক্ত কোন কোন স্নাতক স্তরের পেশায় আসতে গেলে এই প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। নিট পরীক্ষার এর মেরিট লিস্ট অনুযায়ী, কাউন্সিলিং-এর মাধ্যমে প্রার্থীরা তাদের পছন্দের কলেজ নির্বাচন করতে পারে।
যেসব বিষয়গুলি পড়তে গেলে NEET (UG) প্রবেশিকা পরীক্ষা দিতেই হয়, সেগুলি হল –
- MBBS (ব্যাচেলর অফ মেডিসিন অ্যানড ব্যাচেলর অফ সার্জারি)
- BDS (ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি)
- BAMS (ব্যাচেলর অফ আয়ুরবেদিক মেডিসিন অ্যানড সার্জারি)
- BHMS (ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যানড সার্জারি)
- BNYS (ব্যাচেলর অফ ন্যাচেরোপ্যাথি অ্যানড সায়েন্সেস)
- BUMS (ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যানড সার্জারি)
- BSMS (ব্যাচেলর অফ সিদ্ধা মেডিসিন অফ সার্জারি)
- B.P.T. (ব্যাচেলর অফ ফিজিওথেরাপি)
- BSc. Nursing (বিএসসি নার্সিং)
এছাড়াও আরো বেশকিছু স্নাতক স্তরের কোর্স আছে যেগুলি করতে গেলে নিট প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। যেমন, BSc. Agriculture, BSc. in Radiation Technology, BSc. in Anaesthesia Technology, BSc. in Optometry, BSc. in Dialysis Therapy ইত্যাদি।
NEET (UG) পরীক্ষার যোগ্যতা
নিট পরীক্ষা বছরে একবারই হয়। NEET (UG) পরীক্ষা দেওয়ার নূন্যতম যোগ্যতা, উচ্চমাধ্যমিক বা যে কোনো সরকার দ্বারা স্বীকৃত ইউনিভারসিটি বা বোর্ড-এর থেকে উচ্চমাধ্যমিক সমতুল (10+2) এর পরীক্ষায় উত্তীর্ণ।
(10+2) বা উচ্চ মাধ্যমিকের সমতুল পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা এবং ইংরাজী বিষয়গুলি থাকা আবশ্যক। সব বিষয় মিলিয়ে গড়ে 50% বা তার বেশী নম্বর থাকা প্রয়োজন।
নিট পরীক্ষার সিলেবাস
NEET (UG) পরীক্ষার সিলেবাস এবং উচ্চ মাধ্যমিকের সিলেবাসের (একাদশ + দ্বাদশ) সমতুল। অর্থাৎ উচ্চমাধ্যমিক স্তরের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ও জীববিদ্যার সমগ্র সিলেবাসই নিট পরীক্ষার সিলেবাস।
নিট পরীক্ষার প্রশ্নকাঠামো
পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যার দুটি ভাগ যথা প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা এই চারটি বিষয়ের প্রতিটির দুটি ভাগে (Section A এবং Section B) প্রশ্ন থাকে।
Section Aতে 30টি প্রশ্ন থাকে এবং Section Bতে 15টি প্রশ্ন থাকে। Seciton B এর 15টি প্রশ্নের মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে হয়।
বিষয় | Section A | Section B | Total Marks |
পদার্থবিদ্যা | 35 | 15 (10টি প্রশ্নের উত্তর দিতে হয়) | 180 |
রসায়নবিদ্যা | 35 | 15 (10টি প্রশ্নের উত্তর দিতে হয়) | 180 |
প্রানীবিদ্যা | 35 | 15 (10টি প্রশ্নের উত্তর দিতে হয়) | 180 |
উদ্ভিদবিদ্যা | 35 | 15 (10টি প্রশ্নের উত্তর দিতে হয়) | 180 |
মোট | 140 | 60 | 720 |
সঠিক উত্তরের ক্ষেত্রে | 4 নম্বর প্রতি প্রশ্ন | 4 নম্বর প্রতি প্রশ্ন | - |
ভুল উত্তরের ক্ষেত্রে | (-1) প্রতি প্রশ্ন | (-1) প্রতি প্রশ্ন | - |
সমস্ত প্রশ্নই MCQ (Multiple Choice Questions) ভিত্তিক হয়।
প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে নেগেটিভ মার্কিং এবং কোনো উত্তর যদি ছেড়ে আসা হয়, সেক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং থাকে না।
নিট পরীক্ষার সময়
নিট পরীক্ষার মোট সময় তিন ঘণ্টা (3 hrs)।
নিট পরীক্ষার ভাষা
বর্তমানে মোট 10টি ভাষায় নিট পরীক্ষাটি দেওয়া যায়। সেগুলি হল – ইংরেজী, হিন্দি, অসমীয়া, বাংলা, মারাঠি, তামিল, তেলেগু, ওড়িয়া, গুজরাটি এবং কন্নড়।
নিট পরীক্ষা সংক্রান্ত আরো কিছু তথ্য
2020 সালের 21 শে মে এর হিসেব অনুযায়ী গোটা ভারতবর্ষে ন্যাশানাল মেডিকেল কমিশান (NMC) কর্তৃক স্বীকৃত মোট 542 টি মেডিকেল কলেজ আছে। যার মধ্যে 64 টি হল স্নাতকোত্তর প্রতিষ্ঠান।
NIRF এর তথ্য অনুযায়ী সেরা 5টি সরকারি মেডিকেল কলেজ হল –
- All India Institute of Medical Sciences, Delhi
- Post Graduate Institute of Medical Education and Research, Chandigarh
- Christian Medical College, Tamil Nadu
- National Institute of Mental Health & Neuro Sciences, Karnataka
- Sanjay Gandhi Postgraduate Institute of Medical Sciences, Uttar Pradesh
মনে রাখতে হবে NEET (UG) ভারতের একটি অন্যতম কঠিন পরীক্ষা। এর কারণ প্রতি বছর 13+ লাখ পরীক্ষার্থী এই পরীক্ষা দেয় (2020 সাল অনুযায়ী 13,66,945 জন পরীক্ষার্থী NEET(UG) পরীক্ষার জন্য রেজিস্টার করেছিল)।
নিট পরীক্ষার আবেদন পদ্ধতি
সাধারণত এই পরীক্ষাটি অফলাইন মোডে বা পেন-পেপার মাধ্যমেই আয়োজন করা হয়। প্রতি বছর সাধারণত ফ্রেব্রুয়ারি – মার্চ মাসে পরীক্ষার ফর্ম ফিলাপের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ফর্মফিলাপ করতে হয়।
NEET পরীক্ষার অফিসিয়ায়ল ওয়েবসাইট হল neet.nta.nic.in
পর্ব সমাপ্ত
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন ↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।