Category – Entrance Exam
উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার পর আর্কিটেকচার (Architecture) নিয়ে পড়াশোনা করতে চান বা আর্কিটেক্ট (Architect) হতে চান, তাহলে NATA প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে জানতে হবে।
Table of Contents
NATA কী?
NATA হল একটি প্রবেশিকা পরীক্ষা, যার সম্পূর্ণ কথা National Aptitude Test in Architecture. এই পরীক্ষার আয়োজক হলেন The Council of Architecture (CoA). এই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আর্কিটেকচারে ব্যাচেলার ডিগ্রি (B.Arch) কোর্সে ভর্তি হওয়া যায়। B.Arch হল একটি 5 বছরের আর্কিটেকচারের স্নাতক কোর্স।
আরো পড়ুন – What is Architecture | আর্কিটেকচার কি?
NATA পরীক্ষার যোগ্যতা (Eligibility)
এই পরীক্ষা দেওয়ার জন্য বিশেষ কিছু শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যক। তবে এই পরীক্ষা দেওয়ার জন্য বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই।
শিক্ষাগত যোগ্যতা
এই পরীক্ষা দেওয়ার জন্য উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry), অঙ্ক (Mathematics) এই তিনটি বিষয় নিয়ে এবং 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে।
আবার যারা অঙ্কে ডিপ্লোমা (10+3) কোর্স 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হয়েছে, তারাও এই পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত।
আরো পড়ুন – JEE (Main) পরীক্ষা | JEE (Main) Exam
NATA পরীক্ষার বিষয় (Details of Exam)
এই পরীক্ষাটি বছরে 3 বার হয়, সাধারণত জুন, জুলাই, আগস্ট এই মাসগুলিতে হয়।
পরীক্ষাটি দুটি ভাগে বিভক্ত – সেশান-1 (Session-1) ও সেশান-2 (Session-2). দুটি সেশান মিলে মোট 125 টি প্রশ্ন আসে এবং মোট 200 নাম্বারে পরীক্ষা হয়।
1, 2, 3 নাম্বারের প্রশ্ন আসে। প্রশ্নের ধরণ হল –
- মাল্টিপল চয়েস কোশ্চেন (MCQ),
- মাল্টিপল সিলেক্ট কোশ্চেন (MSQ),
- প্রেফারেনশিয়াল চয়েস কোশ্চেন (PCQ),
- নিউমেরিকাল অ্যান্সার কোশ্চেন (NAQ) এবং
- ম্যাচ দ্য ফলোয়িং কোশ্চেন (MFQ).
এই পরীক্ষাটিতে যে যে বিষয় থেকে প্রশ্ন আসে, সেগুলি হল –
• ডায়াগ্রামেটিক রিজনিং (Diagrammatic Reasoning)
• নিউমেরিক্যাল রিজনিং (Numerical Reasoning)
• ভার্বাল রিজনিং (Verbal Reasoning)
• ইন্ডাক্টিভ রিজনিং (Inductive Reasoning)
• সিচুয়েশনাল জাজমেন্ট (Situational Judgement)
• লজিকাল রিজনিং (Logical Reasoning)
• অ্যাবস্ট্রাক্ট রিজনিং (Abstract Reasoning)
আরো পড়ুন – JEE (Advanced) পরীক্ষা | JEE (Advanced) Exam
পরীক্ষার ভাষা
এই পরীক্ষাটি সাধারণত ইংরাজি ভাষায় হয়। তবে কিছু প্রশ্ন আঞ্চলিক ভাষাতেও হতে পারে।
পরীক্ষার সময়
সেশান-1-এর জন্য তিন ঘণ্টা এবং সেশান-2-এর জন্য তিন ঘণ্টা সময় নির্ধারিত রয়েছে।
NATA পরীক্ষার সিলেবাস
এই পরীক্ষার প্রশ্ন যে যে টপিকের উপর প্রশ্ন আসে, সেগুলি হল –
- গ্রাফিক্স অ্যান্ড ইমেজারি (Graphics and Imagery)
- জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স (General Knowledge and Current Affairs)
- ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন্টারপ্রিটেশন (Language and Interpretation)
- ভিজ্যুয়াল পারসেপশন অ্যান্ড কগ্নিশন (Visual Perception and Cognition)
- কালার থিয়োরি (Colour Theory)
- ল্যাটেরাল থিঙ্কিং অ্যান্ড লজিকাল রিজনিং (Lateral Thinking and Logical Reasoning)
- বিল্ডিং অ্যানাটমি অ্যান্ড আর্কিটেকচারাল ভোকাবলারি (Building Anatomy and Architectural Vocabulary)
- অ্যাসথেটিচ সেন্সিটিভিটি (Aesthetic Sensitivity)।
আরো পড়ুন – NEET পরীক্ষা | NEET Exam
এছাড়াও পরীক্ষায় বিভিন্ন বিষয়ে প্রশ্ন আসতে পারে। গণিত, পদার্থবিদ্যা, জ্যামিতি, বিভিন্ন নকশার উপর, গ্রাফিক্স, চিত্রকল্প, বিল্ডিং ও স্থাপত্য, বিল্ডিং নির্মাণ এবং ম্যাটেরিয়াল ইত্যাদি বিষয়ে প্রশ্ন আসতে পারে। এছাড়া বিভিন্ন বিষয়ের চিত্র আঁকতে দেওয়া হয়।
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।