madhymik-online-seminar

2023 সালে যেসকল ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, তাদের জন্য একটি অনলাইন সেমিনার আয়োজন করা হচ্ছে।


সেমিনারের বিষয়

মাধ্যমিকের পর সায়েন্স, কমার্স নাকি আর্টস?


– সেমিনারের আলোচ্য বিষয়গুলি হল –

  • পছন্দের কেরিয়ার অনুযায়ী কিভাবে বাছবে স্ট্রিম?
  • কোন স্ট্রিমে দ্রুত সাফল্য আসবে?
  • কোন কোন নতুন পেশা উঠে আসছে মধ্যমেধার ছাত্রছাত্রীদের জন্য?

Date – 26th March, 2023 [রবিবার] | Time – সন্ধ্যা 6টা থেকে 7টা


এই অনলাইন সেমিনারের কোন প্রবেশ মূল্য নেই, ইন্টারনেট যুক্ত একটি মোবাইল থাকলেই এই সেমিনারে যোগ দেওয়া যাবে।

কিভাবে এই সেমিনারে নাম রেজিস্ট্রেশন করবে?

সেমিনারে বিনামূল্যে যোগ দেবার জন্য প্রথমে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে।  ? ? ?

——————————————————————–

কিভাবে এই সেমিনারে যোগ দেবে?

  • 25th March 2023 তোমাদের সেমিনারের লিঙ্ক ইমেইল করা হবে।
  • Google Meet -এর মাধ্যমে এই সেমিনারে অংশগ্রহণ করা যাবে।
  • 26th March 2023 ঠিক সন্ধ্যা 6টা থেকে LIVE সেমিনার দেখা যাবে।
error: Content is protected !!