Category – Blog
আমরা অনেকেই অপেক্ষা করি যে উচ্চমাধ্যমিক দেওয়ার পর ইঞ্জিনিয়ারিং করব এবং তার জন্য ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার প্রবেশিকা পরীক্ষার (যেমন JEE Main বা WBJEE) প্রস্তুতি নিই এবং উচ্চমাধ্যমিকের পর সেই পরীক্ষা দিয়ে থাকি।
কিন্তু তোমরা কি জানো, মাধ্যমিক পরীক্ষার পরেই দারুণ সুযোগ রয়েছে ইঞ্জিনিয়ার হওয়ার!
মাধ্যমিক পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তোমাকে বেছে নিতে হবে ডিপ্লোমা (Diploma) কোর্স।
Diploma in Engineering করার পর তুমি হয়ে যেতে পারো একজন ইঞ্জিনিয়ার। Diploma in Engineering পড়ার জন্য বিভিন্ন রাজ্যে ভিন্ন প্রবেশিকা পরীক্ষা আয়োজিত হয়। পশ্চিমবঙ্গ রাজ্যে যে প্রবেশিকা পরীক্ষাটি হয়, সেটি হল – JEXPO.
JEXPO সম্পর্কে আরো জেনে নাও – JEXPO প্রবেশিকা পরীক্ষা কি?
আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓
Table of Contents
Diploma in Engineering বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কি?
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হল একটি কোর্স, যেখানে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। বিভিন্ন বিষয়ে পড়িয়ে এবং প্র্যাকটিকাল ক্লাসের মাধ্যমে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হওয়া যায় এই ডিপ্লোমা কোর্স পড়ে। এই কোর্সের সময়সীমা সাধারণত 3 বছর।
কয়েকটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের নাম, নীচে দেওয়া হল –
- Diploma in Computer Science Engineering.
- Diploma in Civil Engineering.
- Diploma in Electrical Engineering.
- Diploma in Mechanical Engineering.
- Diploma in Electronics and Communication Engineering.
- Diploma in Automobile Engineering.
- Diploma in Architecture
- Diploma in Chemical Engineering.
- Diploma in Biotechnology Engineering.
- Diploma in Agriculture Engineering.
- Diploma in Aerospace Engineering.
- Diploma in Power Engineering.
- Diploma in Production Engineering.
- Diploma in Textile Engineering ইত্যাদি।
সাধারণত সবথেকে বেশি প্রচলিত এবং বিখ্যাত চারটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে আলোচনা, নীচে দেওয়া হল –
Diploma in Computer Science Engineering
বর্তমান যুগ কম্পিউটারের যুগ। কম্পিউটার ছাড়া এখনকার মানুষের জীবন অচল। আর এই কম্পিউটারের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা যায়, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং-এর সাহায্যে।
কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সে কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। এই কোর্স করে চাকরী পাবার সম্ভাবনা সর্বাধিক।
বিস্তারিত জেনে নাও – কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা | Diploma in Computer Science Engineering
Diploma in Civil Engineering
বিভিন্ন বিল্ডিং, রাস্তা, ব্রিজ ইত্যাদি যারা তৈরি করেন, তাদের সিভিল ইঞ্জিনিয়ার বলা হয়। আর সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স করা প্রয়োজন।
সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা হল একটি 3 বছরের কোর্স, যেখানে বিভিন্ন বিল্ডিং, রাস্তা, ব্রিজ ইত্যাদি নির্মাণের জন্য বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।
বিস্তারিত জেনে নাও – Diploma in Civil Engineering | সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা
Diploma in Electrical Engineering
বর্তমানে মানুষ বিদ্যুৎ ছাড়া চলতে পারে না। বিদ্যুৎ চালিত বিভিন্ন মেশিন সংক্রান্ত বিষয় নিয়ে যারা কাজ করেন, অর্থাৎ মেশিন তৈরি, তাতে বিদ্যুতের প্রয়োগ ইত্যাদি করেন তাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলা হয়।
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সবথেকে স্বল্প সময়ের কোর্স হল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স। এই কোর্সের ইলেকট্রিক্যাল বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। এই কোর্স করার পর বিভিন্ন বড় বড় কোম্পানিতে কাজ করা সুযোগ রয়েছে।
বিস্তারিত জেনে নাও – Diploma in Electrical Engineering | ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা
Diploma in Mechanical Engineering
মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হল এমন একটি বিষয় যেখানে বিভিন্ন যন্ত্র, মেশিন, তাপীয় ডিভাইস ইত্যাদি নিয়ে ধারণা দেওয়া হয়। আমাদের দৈনন্দিন জীবনে আমরা ছোট বড় বিভিন্ন মেশিনের ব্যবহার করে থাকি। ফ্রিজ থেকে শুরু করে মিক্সার মেশিন, টিভি থেকে শুরু করে ঘড়ি ইত্যাদি সব কিছুই মেশিন।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া যায়। দক্ষ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার পর দেশে-বিদেশে প্রচুর কাজের সুযোগ রয়েছে।
বিস্তারিত জেনে নাও – Diploma in Mechanical Engineering | মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা
তথ্যগুলি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না।
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন ↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।