Diploma mechanical engineering
Streams – Engineering & Architecture | Mechanical Engineering

আমাদের আগের আর্টিকেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবার এই আর্টিকেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা বা Diploma in Mechanical Engineering কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা একটি তিন বছরের কোর্স। এই ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সে বিভিন্ন মেশিন সংক্রান্ত বিষয় (designing, analysis, manufacturing etc.) শেখানো হয়।

একনজরে Diploma Mechanical Engineering কোর্স

কোর্সের নাম
(Name of Course)
Diploma Mechanical Engineering
কি ধরনের কোর্স
(Level of Course)
স্নাতক
প্রবেশিকা
(Entrance)
রাজ্যভিত্তিক -
JEXPO (For West Bengal)
কোর্সের শ্রেণি
(Type of Course)
ডিপ্লোমা
কোর্সের বিষয়
(Field of Study)
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
কোর্সের সময়সীমা (Course duration)তিন বছর (3 years)
কোর্স ফি
(Course fee)
10,000 থেকে 5 লক্ষ

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা) পড়ার যোগ্যতা

ডিপ্লোমা কোর্সে ভর্তি হবার নূন্যতম যোগ্যতা হল মাধ্যমিক বা তার সমতুল পরীক্ষায় পাশ করা। সাধারণত এই পরীক্ষায় 45% নম্বর প্রয়োজন হয়। কলেজ অনুযায়ী এই নাম্বারের মাত্রা পরিবর্তন হয়।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা) প্রবেশিকা পরীক্ষা

ভারতবর্ষে ডিপ্লোমা বা পলিটেকনিক কোর্সে ভর্তির জন্য রাজ্যভিত্তিক প্রবেশিকা পরীক্ষা আয়োজিত হয়। পশ্চিমবঙ্গে ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার জন্য JEXPO প্রবেশিকা পরীক্ষাটিতে উত্তীর্ণ করতে হয়।

JEXPO

এই প্রবেশিকা পরীক্ষার আয়োজক The West Bengal Joint Entrance Examination Board, প্রতি বছরে একবার করে এই পরীক্ষা হয়। এই প্রবেশিকা পরীক্ষাটি অফলাইন মোডে পরিচালিত হয় এবং MCQ প্রশ্ন আসে।


JEXPO পরীক্ষা সম্পর্কে আরো বিস্তারিত জানুন – JEXPO পরীক্ষা কি?

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ছাড়াও কিছু প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় নম্বরের ভিত্তিতে ডাইরেক্ট ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া যায়।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা) কোর্সের সময়সীমা কত?

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা কোর্সের সময়সীমা মোট 3 বছর। মোট ছয়টি সেমেস্টার (semester) হয়।

careerbondhu.com whatsapp channel

কোথায় পড়ব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা)?

ভারতবর্ষের বেশীরভাগ পলিটেকনিক কলেজগুলিতেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়।

পশ্চিমবঙ্গের কিছু স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (Diploma) কোর্সের পাঠ্য প্রধান বিষয়গুলি

  • Engineering Mathematics
  • Engineering Drawing
  • Professional Practice
  • Fluid Mechanics & Machinery
  • Theory of Machines & Mechanism
  • Manufacturing Processes ইত্যাদি।

careerbondhu.com telegram channel

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা) কোর্স ফি কত?

ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোর্স ফি ভিন্ন ভিন্ন। আমরা একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম।

সরকারী – 10,000 থেকে 50,000
বেসরকারি – 1 লক্ষ থেকে 5 লক্ষ

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা) কোর্স করে কি ধরনের চাকরি পাওয়া যেতে পারে?

Mechanical Engineer, Locomotive Engineer, Automobile Engineer ইত্যাদি পদে চাকরী পাওয়া যায়।

কিছু বিখ্যাত নিয়োগকারী সংস্থা হল –

  • TATA Group,
  • Thermax,
  • Larsen & Toubro,
  • The Godrej Group,
  • Ashok Leyland,
  • Kirloskar,
  • General Motors,
  • Mahindra & Mahindra,
  • ThyssenKrupp,
  • Siemens,
  • HPCL,
  • DRDO,
  • BHEL,
  • NHPC ইত্যাদি।

আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা) কোর্স পড়ে সরকারি চাকরি

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা কোর্স করার পর কেন্দ্রীয় ও রাজ্য সরকার অধীনস্থ চাকরির সুযোগ রয়েছে। NCL, DMRC, NTPC, BDL, NMDC ইত্যাদি সরকারি সংস্থা ডিপ্লোমা মেকানিক্যাল প্রার্থীদের চাকরি প্রদান করে।

বেসরকারি সংস্থার পাশাপাশি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেমন, SAIL, BHEL, BEL, GAIL, IOCL, HPCL, ONGC ইত্যাদি প্রতিষ্ঠানগুলিতে মেকানিক্যাল কোর্স থেকে কর্মী নিয়োগ করা হয়।

আরো পড়ো → মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং B.Tech কোর্স

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!