WBCS

Category – Govt Jobs

WBCS পরীক্ষা কি?

WBCS পরীক্ষার পুরো নাম ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন। WBCS পদের জন্য পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন প্রতিবছর একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করে, যার নাম WBCS পরীক্ষা। এই WBCS পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চপদস্থ অফিসারের চাকরি পাওয়া যায়।

WBCS পরীক্ষাটি দিতে গেলে কি যোগ্যতা প্রয়োজন?

WBCS পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হল গ্রাজুয়েশন পাশ। যে কোনো বোর্ড থেকে যে কোনো বিষয় নিয়ে গ্রাজুয়েশন পাশ করলেই, এই পরীক্ষাটি দেওয়া যায়।


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


WBCS এর চারটি ভাগ আছে, যার মধ্যে একটি ভাগ Group-B।

Group-B তে আবেদন করার জন্য একটি নির্দিষ্ট উচ্চতার প্রয়োজন হয়। ছেলেদের ক্ষেত্রে উচ্চতা 165 সেন্টিমিটার বা তার বেশি এবং মেয়েদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার উচ্চতা বা তার বেশি প্রয়োজন। যদি কারোর উচ্চতা তার থেকে কম হয় তাহলে সে Group-B পদে আবেদন করতে পারবেন না। WBCS এর বাকি ভাগগুলিতে এরকম কিছু প্রয়োজন হয় না।


আরো পড়ুন – WBCS পরীক্ষার প্রস্তুতি নেবেন কিভাবে?

WBCS পরীক্ষা দেওয়ার বয়সসীমা?

WBCS এর পরীক্ষা দেওয়ার একটি নির্ধারিত বয়স রয়েছে।

Group-A এবং Group-C পরীক্ষার জন্য পরীক্ষার্থীর বয়সসীমা 21 থেকে 36 বছর।

Group-B এর ক্ষেত্রে পরীক্ষার্থীর বয়সসীমা 20 থেকে 36 বছর।

Group-D এর ক্ষেত্রে পরীক্ষার্থীর বয়সসীমা 21 থেকে 39 বছর, এর বেশি বা কম বয়সে এই পরীক্ষায় আবেদন করা যাবে না।

SC, ST, OBC পরীক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমার উপর ছাড় রয়েছে। SC, ST পরীক্ষার্থীদের জন্য 5 বছর এবং OBC পরীক্ষার্থীদের জন্য 3 বছর বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাওয়া যায়।

এই চাকরির পরীক্ষার ক্ষেত্রে কি কি ধরনের সংরক্ষণ রয়েছে?

এই চাকরিতে যে সমস্ত প্রার্থীদের জন্য বিশেষ সংরক্ষণ (Reserved) রয়েছে, সেগুলি হল –

স্পোর্টস পার্সন – স্পোর্টস পার্সনদের জন্য এই চাকরির পরীক্ষায় বিশেষ কিছু সুবিধা রয়েছে। কৃতি স্পোর্টস পার্সনরা WBCS এর Group-D পদের জন্য আবেদন করতে পারেন। স্পোর্টস পার্সনদের অবশ্যই ইন্টারন্যাশনাল কমপিটিশন, ন্যাশনাল কমপিটিশন, ইন্টার-ইউনিভার্সিটি টুর্নামেন্ট এবং ন্যাশনাল স্পোর্টস বা গেমসে স্বীকৃত হতে হবে।
careerbondhu.com whatsapp channel
স্পোর্টসের যে সমস্ত বিভাগ থেকে আবেদন করা যাবে সেগুলি নীচে দেওয়া হল –

(i) অ্যাথলেটিক্স [ট্র্যাক এবং ফিল্ড ইভেন্ট সহ] (Athletics [including Track and Field events]),
(ii) ব্যাডমিন্টন (Badminton),
(iii) বাস্কেটবল (Basketball),
(iv) ক্রিকেট (Cricket),
(v) ফুটবল (Football),
(vi) হকি (Hockey),
(vii) সাঁতার বা সুইমিং (Swimming),
(viii) টেবিল টেনিস (Table Tennis),
(ix) ভলিবল (Volleyball),
(x) টেনিস (Tennis),
(xi) ওয়েটলিফটিং (Weightlifting),
(xii) রেস্টলিং (Wrestling),
(xiii) বক্সিং (Boxing),
(xiv) সাইকেলিং (Cycling),
(xv) জিমনাস্টিক (Gymnastics),
(xvi) জুডো (Judo),
(xvii) রাইফেল শুটিং (Rifle Shooting),
(xviii) কাবাডি (Kabaddi) এবং
(xix) খো খো (Kho Kho)।

প্রতিবন্ধী (P.W.D) – এই চাকরির পরীক্ষায় প্রতিবন্ধী (P.W.D) প্রার্থীদের জন্য বিশেষ সংরক্ষণ রয়েছে। এই P.W.D এর জন্য 40% কিংবা তার বেশি শূন্যপদ (Vacancy) সংরক্ষণ করা আছে।

ST, SC, OBC – এই চাকরিটিতে ST, SC ও OBC দের জন্য কিছু শূন্যপদ সংরক্ষণ করা থাকে।

WBCS পরীক্ষাটি দিয়ে আমি কি কি ধরনের চাকরি পাবো?

WBCS পরীক্ষাটি দিয়ে যে সমস্ত চাকরি পাওয়া যায়, সেগুলির নাম নীচে দেওয়া হল –

GROUP – A

(i) ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস [West Bengal Civil Service (Executive)]
(ii) অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভেনিউ ইন দা ইন্টেগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভেনিউ সার্ভিস [Assistant Commissioner of Revenue in the integrated West Bengal Revenue Service]
(iii) ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস [West Bengal Co-operative Service]
(iv) ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস [West Bengal Labour Service]
(v) ওয়েস্ট বেঙ্গল ফুড এন্ড সাপলাইস সার্ভিস [West Bengal Food and Supplies Service]
(vi) ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস [West Bengal Employment Service]

GROUP – B

ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস [West Bengal Police Service]

GROUP – C

(i) সুপারিনটেনডেন্ট, ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম [Superintendent, District Correctional Home] / ডেপুটি সুপারিনটেনডেন্ট, সেন্ট্রাল কারেকশনাল হোম [Deputy Superintendent, Central Correctional Home]
(ii) জয়েন্ট ব্লক ডেভলপমেন্ট অফিসার [Joint Block Development Officer]
(iii) ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ কনজিউমার অ্যাফেয়ার্স [Deputy Assistant Director of Consumer Affairs and Fair Business Practices]
(iv) ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস [West Bengal Junior Social Welfare Service]
(v) ওয়েস্ট বেঙ্গল সাবঅরডিনেট ল্যান্ড রেভেনিউ সার্ভিস [West Bengal Subordinate Land Revenue Service]
(vi) অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার [Assistant Commercial Tax Officer]
(vii) রেজিস্ট্রার (ডিস্ট্রিক্ট কনসিউমার ডিসপুটেস রিড্রেসসল কমিশন) [Registrar (District Consumer Disputes Redressal Commission)] / জয়েন্ট রেজিস্ট্রার (ওয়েস্ট বেঙ্গল স্টেট কনসিউমার ডিসপুটেস রিড্রেসসল কমিশন আন্ডার দা কনসিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, গর্ভমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল) [Joint Registrar (West Bengal State Consumer Disputes Redressal Commission under the Consumer Affairs Department, Government of West Bengal)]
(viii) অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার [Assistant Canal Revenue Officer]
(ix) চিফ কন্ট্রোলার অফ কারেকশন সার্ভিস [Chief Controller of Correctional Services]

GROUP – D

(i) ইন্সপেক্টর অফ কো-অপারেটিভ সার্ভিস [Inspector of Co-operative Societies]
(ii) পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার দা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট ডিপার্টমেন্ট [Panchayat Development Officer under the Panchayat and Rural Development Department]
(iii) রিহ্যাবিলিটেশন অফিসার আন্ডার দা রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট [Rehabilitation Officer under the Refugee Relief and Rehabilitation Department]

WBCS চাকরিটির বেতন কত এবং কি কি সুবিধা আছে?

• GROUP – A এর WBCS সকল অফিসারের বেতন 56,100 – 1,44,300 টাকা। এছাড়াও D.A, H.R.A এবং M.A মূল বেতনের সঙ্গে নির্ধারিত নিয়মনীতি অনুসারে যুক্ত হয়।

• GROUP – B এর WBCS পুলিশের বেতন 56,100 – 1,44,300 টাকা। এছাড়াও D.A, H.R.A এবং M.A মূল বেতনের সঙ্গে নির্ধারিত নিয়মনীতি অনুসারে যুক্ত হয়।

• GROUP – C

‣ ডেপুটি সুপারিনটেনডেন্ট অফিসারদের বেতন 42,600 – 1,09,800 টাকা। এছাড়াও D.A, H.R.A এবং M.A মূল বেতনের সঙ্গে নির্ধারিত নিয়মনীতি অনুসারে যুক্ত হয়।

‣ জয়েন্ট ব্লক ডেভলপমেন্ট অফিসার, ডেপুটি এসিস্ট্যান্ট ম্যানেজার অফ কনজিউমার অ্যাফেয়ার্স, পশ্চিমবঙ্গ জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, পশ্চিমবঙ্গ সাবঅরডিনেট ল্যান্ড রেভেনিউ সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার – এই পদে চাকরি পাওয়া সকল অফিসারদের বেতন 39,900 – 1,02,800 টাকা। এছাড়াও D.A, H.R.A এবং M.A মূল বেতনের সঙ্গে নির্ধারিত নিয়মনীতি অনুসারে যুক্ত হয়।

‣ অ্যাসিস্ট্যান্ট রেভেনিউ অফিসার, চিফ কন্ট্রোলার অফ কারেকশন সার্ভিস অফিসারদের বেতন – 35,800 – 92,100 টাকা। এছাড়াও D.A, H.R.A এবং M.A মূল বেতনের সঙ্গে নির্ধারিত নিয়মনীতি অনুসারে যুক্ত হয়।

• GROUP – D এর সকল অফিসারদের বেতন – 32,100 – 82,900 টাকা। এছাড়াও D.A, H.R.A এবং M.A মূল বেতনের সঙ্গে নির্ধারিত নিয়মনীতি অনুসারে যুক্ত হয়।

[জেনে রাখো – D.A কি? – D.A এর সম্পূর্ণ অর্থ ডিয়ারনেস অ্যালাওন্স (Dearness Allowance)। প্রতিবছর জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য সরকার, সরকারি কর্মচারীদের D.A দেয়। পশ্চিমবঙ্গ সরকার কর্মচারীদের D.A এর পরিমাণ হল – বেতনের উপর 3%।

H.R.A কি? – H.R.A এর সম্পূর্ণ অর্থ হাউস রেন্ট অ্যালাওন্স (House Rent Allowance)। সরকারি কর্মচারীরা সরকারের থেকে ঘরভাড়া বাবদ কিছু টাকা পায়। পশ্চিমবঙ্গ সরকারের এই H.R.A এর পরিমাণ হল বেতনের উপর 12%।

M.A কি? – M.A এর সম্পূর্ণ অর্থ মেডিকাল অ্যালাওন্স (Medical Allowance)। সরকার থেকে সরকারি কর্মচারীদের মেডিকাল অ্যালাওন্স হিসাবে প্রতিমাসে 500 টাকা দেওয়া হয়।]

careerbondhu.com telegram channel

WBCS পরীক্ষা সম্পর্কিত আলোচনা।

WBCS এর পরীক্ষা প্যাটার্ন (pattern) কি রকম?

এই পরীক্ষাটি মূলত তিনটি ধাপে হয়।

• প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Exam)
• মেইন পরীক্ষা (Main Exam)
• পার্সোনালিটি টেস্ট (Personality Test)


আরো পড়ুন – PSC ক্লার্কশিপ পরীক্ষা কি?

প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Exam)

প্রিলিমিনারি পরীক্ষাতে 200 টি MCQ থাকে। প্রতি প্রশ্নের মান 1 নাম্বার। ভুল উত্তর দিলে ⅓ নাম্বার (বা প্রতি 3 টি ভুলের জন্য 1 নাম্বার) মূল প্রাপ্ত নাম্বার থেকে কেটে নেওয়া হয়।

মেইনস পরীক্ষা (Mains Exam)

মেইনস পরীক্ষায় মোট আটটি পেপার থাকে।
Group – A ও B চাকরির জন্য মোট আটটি পেপারে পরীক্ষা দিতে হয়।
Group – C ও D চাকরির জন্য মোট ছয়টি পেপারে পরীক্ষা দিতে হয়। প্রথম দুটি পেপার বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাওতালি এবং ইংরাজি লিখিত পরীক্ষা হয়, বাকি চারটি পেপারে 200 টি করে MCQ থাকে। ভুল উত্তর দিলে ⅓ নাম্বার (বা প্রতি 3 টি ভুলের জন্য 1 নাম্বার) মূল প্রাপ্ত নাম্বার থেকে কেটে নেওয়া হয়।

Group – A ও B এর জন্য শেষ দুটি পেপার লিখিত দিতে হয় এবং পেপার দুটি বর্ণনাভিত্তিক হয়। পরীক্ষার বিষয়গুলি হল বাংলা, ইংরাজি, জেনারেল স্টাডিস-1(ইতিহাস, ভূগোল), জেনারেল স্টাডিস-2 (বিজ্ঞান, পরিবেশ, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স), ভারতীয় অর্থনীতি এবং সংবিধান, পাটিগণিত এবং যুক্তির পরীক্ষা ইত্যাদি।

পার্সোনালিটি টেস্ট (Personality Test)

মেইনস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে নির্বাচিত প্রার্থীরা Group – A, B, C এবং D এর ব্যক্তিত্ব পরীক্ষা (Personality Test) এর জন্য নির্বাচিত হন। এই ব্যক্তিত্ব পরীক্ষার উদ্দেশ্য হল প্রার্থীর ব্যক্তিগত গুণাবলী দেখা। এই পরীক্ষার নাম্বার গ্রুপ অনুযায়ী বিভিন্ন হয়, Group A ও Group B এর ক্ষেত্রে 200, Group C এর ক্ষেত্রে 150 এবং Group D এর ক্ষেত্রে 100 নাম্বারে এই পরীক্ষাগুলি হয়।

চূড়ান্ত মেধাতালিকা বা সফল চাকরি প্রার্থীদের নামের তালিকা মেইনস ও ব্যক্তিত্ব পরীক্ষার মোট নাম্বারের উপর নির্ভর করে নির্ধারিত হয়। Group – A ও B এর ক্ষেত্রে মোট নাম্বার 1800, Group – C এর 1350 ও Group – D এর জন্য 1300.

WBCS পরীক্ষার সিলেবাসের বিশদে ব্যাখা।

প্রিলিমিনারি (Preliminary) পরীক্ষার সিলেবাস –

বিষয়
• ইংরেজি – সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, ন্যারেশান (Narration), ভয়েস চেঞ্জ (Voice change), শব্দভান্ডার পরীক্ষা, ফ্রেসাল ভার্ব (Phrasal Verb), একই শব্দ একাধিক অর্থ বহন করে, উপযুক্ত এবং যোগ্য শব্দের ব্যবহার ইত্যাদি।

• সাধারণ বিজ্ঞান – বিজ্ঞানের সাধারণ উপলব্ধি, প্রতিদিনের পর্যবেক্ষণ ইত্যাদি।

• ভারতের ইতিহাস – সামাজিক (Social), অর্থনৈতিক (Economic) ও রাজনৈতিক (Political) দিক থেকে প্রশ্ন হয়।
পশ্চিমবঙ্গের বিশেষ উল্লেখ সহ ভারতের ভূগোল – ভারতের ভূগোলের উপর প্রশ্নগুলি মূলত প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয় থেকে আসে।

• ভারতীয় সংবিধান এবং অর্থনীতি – ভারতীয় সংবিধান এবং অর্থনীতি থেকে মূলত পঞ্চায়েতি রাজ এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনাসহ অর্থনীতি সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স আসে।

• আধুনিক ইতিহাসে ভারতীয় জাতীয় আন্দোলন – এই বিষয়টি থেকে মূলত ভারতীয় জাতীয় আন্দোলনের উপর জাতীয়তাবাদ এবং স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত প্রশ্ন আসে।

• জেনারেল মেন্টাল অ্যাবিলিটি – জেনারেল ইন্টেলিজেন্টস ও পাটিগণিত থেকে বিভিন্ন প্রশ্ন আছে।

careerbondhu.com whatsapp channel

মেইনস (Mains) পরীক্ষার সিলেবাস –

• Paper-I (Conventional Type) –

এই পত্রটি মূলত বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাওতালির মধ্যে থেকে যে কোনো ভাষায় দেওয়া যায়। মূলত যে ধরনের প্রশ্ন আসে, সেগুলি হল চিঠি (150 শব্দে)/ প্রতিবেদন রচনা (200 শব্দে), সারসংক্ষেপ, বঙ্গানুবাদ (English থেকে বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাওতালি)। মোট নম্বর 200।

• Paper-II (Conventional) –

এই পেপারটি ইংরাজি লিটেরেচার। মূলত যে ধরনের প্রশ্ন আসে, সেগুলি হল চিঠি (150 শব্দে)/ প্রতিবেদন রচনা (200 শব্দে), সারসংক্ষেপ এবং বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাওতালি ভাষার অনুচ্ছেদকে ইংরাজিতে অনুবাদ করে লিখতে হয়। মোট নম্বর 200।

• Paper-III (Objective) –

এই পেপারটি MCQ ধরনের হয়। মোট নম্বর 200। এই পেপারটি মূলত জেনারেল স্টাডিস -1 নামেই পরিচিত। এটি দুটি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে 100 নাম্বারে থাকে ভারতীয় ইতিহাস (মূলত স্বাধীনতা আন্দোলনের উপর বিশেষ গুরুত্ব আরোপিত হয়েছে) এবং দ্বিতীয় খণ্ডে বাকি 100 তে থাকে ভারতের ভূগোল (পশ্চিমবঙ্গের উপর মূল গুরুত্ব আরোপ করা হয়েছে)

• Paper-IV (Objective) –

এই পেপারটি MCQ ধরনের হয়। মোট নম্বর 200। এই পেপারটি মূলত জেনারেল স্টাডিস-2 নামে পরিচিত। এটিও দুটি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে 100 নাম্বারে থাকে বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ, সাধারণ জ্ঞান ও বর্তমান ঘটনাবলী (Current Affairs) সম্পর্কিত প্রশ্ন।

• Paper-V (Objective) –

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ভূমিকা ও কার্যাবলী সহ ভারতীয় অর্থনীতি এবং ভারতের সংবিধানের উপর বিভিন্ন MCQ ধরনের প্রশ্ন আসে। মোট নম্বর 200।

• Paper-VI (Objective) –

এই পেপারটি MCQ ধরনের। মোট নম্বর 200। এই পরীক্ষার বিষয় হল পাটিগণিত এবং জেনারেল ইন্টেলিজেনস।

• Paper-VII & VIII (Optionals) –

এই পেপারটি শুধুমাত্র গ্রুপ-এ (Group A) এবং গ্রুপ-বি (Group B) পদের চাকরির জন্য। এই দুটি পেপারে পরীক্ষার্থী নির্ধারিত কিছু বিষয়ের মধ্যে থেকে যে কোনো একটি বিষয় পছন্দ করে সেই বিষয়ে দুটি 200 নাম্বারের পেপারের উপর পরীক্ষা দেয় অর্থাৎ মোট 400 নাম্বারে ঐচ্ছিক বিষয় থেকে পরীক্ষা হয়। এই ঐচ্ছিক বিষয়গুলির নাম নীচে দেওয়া হল কোড (Code) সমেত –

• Bengali (01)
• Hindi (02)
• Sanskrit (03)
• English (04)
• Pali (05)
• Arabic (06)
• Persian (07)
• French (08)
• Urdu (09)
• Santali (10)
• Comparative Literature (11)
• Agriculture (12)
• Animal Husbandry and Veterinary Science (13)
• Anthropology (14)
• Botany (15)
• Chemistry (16)
• Civil Engineering (17)
• Commerce and Accountancy (18)
• Computer Science (19)
• Economics (20)
• Electrical Engineering (21)
• Geography (22)
• Geology (23)
• History (24)
• Law (25)
• Mathematics (26)
• Management (27)
• Mechanical Engineering (28)
• Medical Science (29)
• Philosophy (30)
• Physiology (31)
• Physics (32)
• Political Science (33)
• Psychology (34)
• Sociology (35)
• Statistics (36)
• Zoology (37)


WBCS পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবে?

WBCS exam কখন হয়?

সাধারণত প্রতি বছর এই পরীক্ষা রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন নেয়। প্রধানত প্রতি বছরের শুরুতে জানুয়ারি (January) মাসের শেষে বা ফেব্রুয়ারি (February) এর শুরুতে এই পরীক্ষাটি হয়। তবে কোভিড পরিস্থিতির জন্য সব পরীক্ষা পিছিয়ে যাওয়ায় সাময়িকভাবে কিছু সময়ের অদল বদল ঘটেছে।

WBCS পরীক্ষার জন্য নির্ধারিত সময়

সাধারণত WBCS পরীক্ষার প্রিলিমিনারি এর জন্য 2.5 ঘণ্টা ধার্য করা হয়েছে এবং মেইনসের প্রতি পেপারের জন্য 2 ঘণ্টা সময় ধার্য করা হয়েছে। পার্সোনালিটি টেস্টের জন্য সেই অর্থে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!