Nursing
Streams – Medicine & Allied Studies

বিবেকানন্দ বলেছেন ‘জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর’। স্বামীজীর এই উক্তি মানবসমাজে অত্যন্ত জনপ্রিয়।
বর্তমানে যুগে হিংসা, বিদ্বেষ, বিবাদ এসবের ভিড়েও একদল মানুষ সেবাকেই পেশা হিসাবে বেছে নেন। শারীরিক ও মানসিকভাবে সুস্থ সমাজ গঠনে চিকিৎসকের পাশাপাশি যাদের গুরুত্ব অপরিসীম, তারাই হলেন সেবক বা সেবিকা (Nurse)।

নার্সিং কি?

রোগীদের পাশে থেকে চিকিৎসার কাজে সাহায্য করে তাদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ করে তোলাই হল সেবক বা সেবিকাদের প্রধান কাজ। এই কাজ যারা করেন, তাদের নার্স বলা হয়।

কিভাবে নার্স হওয়া যায় | নার্স পেশার খুঁটিনাটি | Nurse as Profession

এটি এমন একটি পেশা যেখানে মানুষের মানবিকতা, আন্তরিকতা ও সহনশীলতা ভীষণভাবে দরকার হয়। এবার এই সেবাদানের ক্ষেত্রে শুধুমাত্র মানবিক দিক বজায় থাকলেই চলবে না কারণ প্রয়োজনে শুধুমাত্র মুমূর্ষু রোগীর সেবা নয়, চিকিৎসকদের সহায়তার এবং চিকিৎসা পরিচালনার ক্ষেত্রেও সেবক বা সেবিকাদের অগ্রণী ভূমিকা থাকে। তাই আধুনিক সময়ে বিভিন্ন রকম নার্সিং কোর্সের মাধ্যম চিকিৎসাশাস্ত্র মেনে দক্ষ নার্স তৈরি করা হয়।

কিভাবে পড়বে নার্সিং?

উচ্চমাধ্যমিকের পর এক বছরের সার্টিফিকেট কোর্স করা যায়। এছাড়াও দুই বা তিন বছরের ডিপ্লোমা কোর্স এবং চার বছরের স্নাতক কোর্সে পড়া যায়। স্নাতক কোর্সের পর দুই বছরের স্নাতকোত্তর কোর্স পড়া যায়।

Diploma in Nursing

ডিপ্লোমা কোর্সের আবার দুটি ভাগ রয়েছে – Auxiliary Nursing Midwife (ANM) এবং General Nursing Midwife (GNM)। সাধারণত উচ্চমাধ্যমিকে বিজ্ঞান (Pure Science অথবা Bio Science) বিভাগে পড়াশোনা করেই নার্সিং পড়া যায়। তবে কলা (Arts) বা কমার্স (Commerce) বিভাগ নিয়ে পড়েও নার্সিং এর Auxiliary Nursing Midwife (ANM) এবং General Nursing Midwife (GNM) এই ডিপ্লোমা কোর্সগুলি করা যায়।

Auxiliary Nursing Midwife (ANM)

ANM এর জন্য উচ্চমাধ্যমিক (10+2) পরীক্ষায় ন্যূনতম 40% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। 17 -35 বছর বয়সের মধ্যে আবেদন করা যায়। এই কোর্সের সময়সীমা 2 বছর। এই কোর্সের ভর্তি হওয়ার জন্য ANM প্রবেশিকা পরীক্ষা দিতে হয়, রাজ্য অনুসারে এই পরীক্ষা হয়ে থাকে যেমন – আমাদের পশ্চিমবঙ্গের জন্য WB ANM Exam, ওড়িশার জন্য Odisha ANM Exam ইত্যাদি।
careerbondhu.com whatsapp channel

General Nursing Midwife (GNM)

GNM এর জন্যও উচ্চমাধ্যমিক (10+2) পরীক্ষায় 40% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। এই কোর্সের বয়সসীমা হল 17 থেকে 35 বছর। এই কোর্সের সময়সীমা 3 বছর। এই কোর্স করার জন্য GNM প্রবেশিকা পরীক্ষাটি দিতে হয় যেমন – আমাদের পশ্চিমবঙ্গের জন্য West Bengal GNM Exam, কেরালার জন্য Kerala GNM Exam ইত্যাদি বিভিন্ন রাজ্য অনুযায়ী GNM প্রবেশিকা পরীক্ষা হয়।

পূর্বে এই ANM ও GNM কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদনকারীর উচ্চমাধ্যমিক বা এর সমতুল (10+2) পরীক্ষায় নাম্বার ভাল থাকলেই ডিরেক্ট অ্যাডমিশন পাওয়া যেত। কিন্তু এখন 2021 থেকে এই কোর্সগুলিতে প্রবেশিকা পরীক্ষা দিয়ে এবং র‍্যাঙ্কিং অনুযায়ী কলেজে ভর্তি হওয়া যায়।

GNM Exam Details
GNM পরীক্ষা সম্পর্কে আলোচনা

B.Sc in Nursing

B.Sc হল Undergraduate (UG) কোর্স। আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের জন্য উচ্চমাধ্যমিক বা এর সমতুলে (10+2) ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকতে হবে। উচ্চমাধ্যমিকে 40-50% নাম্বারের প্রয়োজন। B.Sc হল 4 বছরের কোর্স।

যদি কেউ GNM কোর্স করে B.Sc নার্সিং কোর্সে ভর্তি হয়, তবে সেক্ষেত্রে B.Sc কোর্সটি 2 বছরের হয়।

B.Sc কোর্সে ভর্তির জন্য বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা রয়েছে, সেই সব পরীক্ষার র‍্যাঙ্ক অনুযায়ী কলেজ নির্বাচন করা যায়। কিছু বিখ্যাত প্রবেশিকা পরীক্ষা হল AIIMS BSc Nursing exam, NEET, DSAT, ITM, JENPAS ইত্যাদি।

NEET Exam Details
NEET পরীক্ষার সমস্ত খুঁটিনাটি

M.Sc in Nursing

M.Sc হল Postgraduate (PG) কোর্স। এক্ষেত্রে কোর্সের সময়সীমা 2 বছর। মাস্টার্স কোর্সের জন্য নার্সিং-এ গ্রাজুয়েশন অর্থাৎ B.Sc কোর্স করা দরকার। B.Sc কোর্সে 50-55% নাম্বার প্রয়োজন। M.Sc করার জন্য যে প্রবেশিকা পরীক্ষা দিতে হয় JEMScN, AIIMS MSc Exam, MET, DSAT, CET ইত্যাদি।

যে কোনো সরকারী বা বেসরকারী নার্সিং কলেজ বা ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা বা বি এস সি কোর্স সম্পূর্ণ করে যে কেউ নার্সিং পেশায় প্রবেশের জন্য বিভিন্ন সরকারী এবং বেসরকারি চিকিৎসাকেন্দ্রে আবেদন করতে পারেন।

নার্সিং কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয়?

পশ্চিমবঙ্গের কিছু বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হল –

College of Nursing S.S.K.M. Hospital
Kolkata Medical College
• Kolkata Institute of Nursing and Paramedical Science
Ma Sarada College of Nursing
• Techno India University, Kolkata ইত্যাদি

ভারতের কিছু বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হল –

• All India Institute of Medical Sciences, New Delhi
• Acharya Institute of Health Sciences
• Jawaharlal Institute of Postgraduate Medical Education
• Madras Medical College
• Chandigarh University ইত্যাদি।

careerbondhu.com telegram channel

নার্সিং-এ কি কি পড়তে হয়?

নার্সিং কোর্সে যে যে বিষয়গুলি পড়তে হয়, সেগুলি হল –

• Human Anatomy
• Sociology
• English
• Pharmacology
• Nutrition
• Pathology
• Medical-Surgical Nursing
• Physiology
• Environmental Science
• Biochemistry
• Genetics
• Psychology
• Microbiology
• Nursing foundation
• Child health nursing
• Basic of computer science
• Community health nursing
• Mental health nursing
• Research
• Management of nurse Service
• Communication Technology
• Advanced nursing
• Nursing Statistics
• Gynaecological nursing
• Psychiatric nursing ইত্যাদি।

Pharmacy Course
ফার্মাসি কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা

নার্সিং কোর্সের ভবিষ্যৎ কেমন?

চিকিৎসাবিজ্ঞানে উন্নতির সাথে সাথে মানুষের গড় আয়ু (life expectancy) বেড়েছে। আজকের দিনে ক্যানসারের মতো দুরারোগ্য রোগের চিকিৎসা সম্ভব হচ্ছে। তাই সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চিকিৎসা ব্যবস্থার চাহিদা।

কিন্তু আমাদের দেশে চিকিৎসা পরিষেবা অপ্রতুল। সাম্প্রতিক একটি রিপোর্ট বলছে, আমাদের দেশে 1000 নাগরিক পিছু নার্সের সংখ্যা মাত্র 1.7 জন। এই তথ্য থেকেই খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে আগামীদিনে প্রচুর দক্ষ সেবক – সেবিকার প্রয়োজন হবে আমাদের দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করার লক্ষে।

তাই নার্সিং করে ঘরে বেকার বসে রয়েছে এই চিত্র খুবই বিরল। শুধু ভারতবর্ষ কেন, বিদেশেও এই পেশায় কাজের সুযোগের কোন অভাব নেই।

নার্সিং পড়ে কি ধরনের কাজ পাওয়া যায়?

নার্সিং-এর বিভিন্ন পদগুলি হল
একজন নার্স শুধুমাত্র রোগীর সেবায় নিযুক্ত থাকেন, এই ধারণা সঠিক নয়। রোগীর পরিষেবার পাশাপাশি বহুক্ষেত্রে তাদের চিকিৎসাকেন্দ্রের পরিচালনার দায়িত্বও পালন করতে হয়। আমরা নার্সিং পেশার সঙ্গে জড়িত বিভিন্ন পদগুলি দেখে নেব –

  • নার্সিং প্রজেক্ট অফিসার
  • অ্যাসিস্ট্যান্ট নার্স
  • স্টাফ নার্স ওটি সিস্টার
  • নার্সিং সুপারভাইজার
  • নার্সিং কলেজ ইন্সট্রাক্টর
  • ডেমোনস্ট্রেটর ইনচার্জ
  • নার্সিং অধ্যাপক/অধ্যাপিকা

careerbondhu.com whatsapp channel

নার্সিং পড়ে কি সরকারি চাকরি পাওয়া যায়?

প্রতি বছর ভারতে প্রায় 22,000 নার্সকে কাজে নিয়োগ করা হয়। এখনো অবধি ভারতবর্ষে প্রায় 4 লাখ নার্সের প্রয়োজন রয়েছে।

• স্টাফ নার্স
• হেলথ অফিসার জব
• নার্সিং অফিসার বা সোশ্যাল ওয়ারকার
• মেডিকেল অফিসার বা Consultant
• কাউন্সেলর বা ল্যাব টেকনিশিয়ান ইত্যাদি বিভিন্ন পদে সরকারী চাকরির সম্ভাবনা রয়েছে।

নার্সিং এর কিছু নিয়োগকারী ক্ষেত্র হল –
• Government Hospitals
• Government medical colleges
• Ramaiah group of hospitals
• Apollo Hospitals
• Fortis Hospitals
• Columbia Asia Hospitals
• CMC
• AIIMS
• PGIMER
• Medanta

পর্ব সমাপ্ত! আরো পড়ুন – ডায়েটিশিয়ান পেশা সম্পর্কে | Dietician 


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!