Category – Colleges | Engineering Colleges
1960 সালে সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, আট (8)টি জাতীয় (ন্যাশনাল) ইঞ্জিনিয়ারিং কলেজ। এই জাতীয় ইঞ্জিনিয়ারিং কলেজগুলির মধ্যে একটি হল রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজ (Regional Engineering College)।
দুর্গাপুরে প্রতিষ্ঠিত রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজটির নাম পরিবর্তিত হয়ে ন্যাশনাল ইনস্টিউট অফ টেকনোলজি, দুর্গাপুর হয়। এটি একটি সরকারি কলেজ।
ভারতের প্রাচীনতম টেকনিক্যাল ইউনিভার্সিটিগুলির মধ্যে একটি হল ন্যাশনাল ইনস্টিউট অফ টেকনোলজি, দুর্গাপুর। প্রায় প্রতিবছরই এই কলেজটি NIRF র্যাঙ্কিং-এর অধীনস্থ হয়।
Table of Contents
NIT, Durgapur কলেজে কি কি পড়ানো হয়?
NIT, Durgapur কলেজে আন্ডার-গ্র্যাজুয়েট (UG), পোস্ট-গ্র্যাজুয়েট (PG) ও পি.এইচ.ডি (Ph.D) কোর্স পড়ানো হয়। কোর্সগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হল –
আন্ডার-গ্র্যাজুয়েট (UG)
আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর বি.টেক (B.Tech) কোর্স। Bachelor of Technology (B.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –
- B.Tech Computer Science and Engineering
- B.Tech Mechanical Engineering
- B.Tech Civil Engineering
- B.Tech Electrical Engineering
- B.Tech Electronics and Electrical Communication Engineering
- B.Tech Chemical Engineering
- B.Tech Biotechnology Engineering
- B.Tech Metallurgical and Materials Engineering ইত্যাদি।
আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সগুলির সময়সীমা 4 বছর। স্নাতক কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।
পোস্ট-গ্র্যাজুয়েট (PG)
পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং-এর এম.টেক (M.Tech) কোর্স। Master of Technology (M.Tech) কোর্স যে যে বিষয়ের উপর করা যায়, তা নীচে দেওয়া হল –
- M.Tech Mechanical Engineering
- M.Tech Biotechnology Engineering
- M.Tech Microelectronics and VLSI Design
- M.Tech Entrepreneurship and Innovations ইত্যাদি।
এছাড়াও রয়েছে, মাস্টার অফ সায়েন্স (M.Sc) কিছু বিষয়ে, নীচে তা দেওয়া হল –
- Master of Social Work (MSW)
- M.Sc Chemistry Integrated
- Master of Business Administration (MBA) ইত্যাদি।
পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের সময়সীমা 2 বছর। পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হওয়ার জন্য স্নাতক উত্তীর্ণ হতে হয়।
পি.এইচ.ডি (Ph.D)
সায়েন্সের কিছু বিষয়ে Ph.D করার সুযোগ রয়েছে, তা হল –
- Ph.D Physics
- Ph.D Mathematics
- Ph.D Chemistry
- Ph.D Earth and Environmental Studies ইত্যাদি।
Ph.D কোর্সের সময়সীমা 6 বছর। পি.এইচ.ডি কোর্সের ভর্তি হওয়ার জন্য পোস্ট-গ্র্যাজুয়েশন উত্তীর্ণ হতে হয়।
NIT, Durgapur কলেজে কিভাবে ভর্তি হওয়া যায়?
NIT, Durgapur কলেজে ভর্তি হওয়ার জন্য সাধারণত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। নীচে ডিগ্রি অনুযায়ী প্রবেশিকা পরীক্ষার নাম দেওয়া হল –
- B.Tech – JEE (Main)
- M.B.A – CAT/CMAT/MAT
- M.Tech – GATE
- M.Sc. – JAM
- M.C.A – NIMCET
প্রবেশিকা পরীক্ষায় র্যাঙ্ক এবং যোগ্যতা অনুযায়ী এই কোর্সে ভর্তি হওয়া যায়।
JEE Main পরীক্ষা সম্পর্কে জেনে নাও – JEE Main প্রবেশিকা পরীক্ষা কি?
যোগাযোগ
Address
National Institute of Technology, Durgapur
Durgapur, West Bengal, India
PIN: 721302
Contact Details
Telephone No: +91-343-2546397
FAX: +91-343-2547375
Email: director@admin.nitdgp.ac.in
Website: nitdgp.ac.in
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।