Streams – Medicine & Allied Studies
আয়ুর্বেদ কি?
সংস্কৃত ভাষায় “Ayur” অর্থে Life বা জীবন এবং “Veda” অর্থ হল Science বা বিজ্ঞান।
আয়ুর্বেদ হল ভারতের সবথেকে প্রাচীন ভেষজ চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতি আনুমানিক আজ থেকে প্রায় 5,000 বছর আগে ভারতবর্ষে প্রথম চালু হয়। বর্তমানে ভারতের অন্যান্য রাজ্য অপেক্ষা কেরালাতে সবথেকে বেশী এই চিকিৎসা পদ্ধতি প্রচলিত আছে। কেরালার আবহাওয়া ও জলবায়ু আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের জন্য খুবই উপযোগী।
ভারত ও নেপালের 80% লোকজন এখনও এই চিকিৎসা পদ্ধতির উপর ভরসা রাখেন।
আয়ুর্বেদিক ডাক্তার হওয়ার জন্য যে স্নাতক স্তরের কোর্স রয়েছে, তা হল BAMS কোর্স। কোর্সটি সম্পর্কে বিস্তারিত নীচে আলোচনা করা হল।
Table of Contents
BAMS কোর্স কি?
BAMS এর পুরো কথা হল, ব্যাচেলর অফ আয়ুর্বেদ, মেডিসিন অ্যান্ড সার্জারি ( Bachelor of Ayurveda, Medicine and Surgery)।
এটিও মেডিকেল সায়েন্সের একটি স্নাতকস্তরের ডিগ্রি প্রোগ্রাম। এই ডিগ্রিটি সম্পূর্ণ করার পর একজন আয়ুর্বেদিক ডাক্তার হিসেবে সমাজে স্বীকৃতি লাভ করে।
একনজরে BAMS কোর্স
কোর্সের নাম (Name of Course) | BAMS or Bachelor of Ayurvedic Medicine and Surgery (আয়ুর্বেদ) |
কি ধরনের কোর্স (Level of Course) | স্নাতক |
প্রবেশিকা (Entrance) | NEET (UG) |
কোর্সের শ্রেণি (Type of Course) | ডিগ্রি |
কোর্সের বিষয় (Field of Study) | আয়ুর্বেদ শাস্ত্র (Ayurveda Shastra) |
কোর্সের সময়সীমা (Course duration) | সাড়ে পাঁচ বছর (5.6 years) |
কোর্স ফি (Course fee) | সরকারী কলেজের মোট কোর্স ফি 3 লাখ + |
আয়ুর্বেদিক কোর্সের যোগ্যতা
BAMS কোর্সে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিকে বা (10+2) এর সমতুল যে কোনো পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে কমপক্ষে 50% বা তার বেশী নম্বর নিয়ে পাশ করতে হবে। SC, ST বা OBC প্রার্থীদের ক্ষেত্রে এই নম্বর 40% হয়।
প্রার্থীদের অবশ্যই NEET-UG পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে BAMS স্নাতক কোর্সে ভর্তি হওয়ার জন্য। তবে পাঞ্জাব এবং কর্ণাটকে এখনো পর্যন্ত NEET-UG পরীক্ষা ছাড়াই সরাসরি BAMS কোর্সে ভর্তি হওয়া যায়।
দৃষ্টিশক্তিহীন, মূক ও বধির প্রার্থীরা এই কোর্স করার উপযোগী নয়।
আয়ুর্বেদিক কোর্সের প্রবেশিকা পরীক্ষা
ভারতবর্ষে BAMS পড়ার জন্য প্রধানত সর্বভারতীয় NEET-UG (National Eligibility cum Entrance Test) প্রবেশিকা পরীক্ষা দিতে হয়।
NEET পরীক্ষায় প্রাপ্ত র্যাঙ্ক এবং কাউন্সিলিং-এর ভিত্তিতে ভারতের বিভিন্ন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায়। CCIM কর্তৃক এই পুরো ব্যাপারটি নিয়ন্ত্রিত হয়।
BAMS কোর্সের সময়সীমা
এটি 4.5 বছরের কোর্স এবং 1 বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ থাকে। সব মিলিয়ে মোট 5.5 বছরের কোর্স।
আয়ুর্বেদিক কোর্স কোথায় পড়ানো হয়?
বর্তমানে ভারতে CCIM (Central Council of Indian Medicine) অনুমোদিত মোট 273টি সরকারী ও বেসরকারি BAMS (UG) কলেজ আছে। এদের মধ্যে যে-কোনো প্রতিষ্ঠানে BAMS পড়া যেতে পারে।
পশ্চিমবঙ্গের কিছু স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান
- J. B. Roy State Ayurvedic Medical College & Hospital, Kolkata
- Institute of Post Graduate Ayurvedic Education & Research, Kolkata
- National Research Institute of Ayurveda for Drug Development, Kolkata
- Viswanath Ayurvedic Mahavidyalaya & Hospital, Kolkata
- Raghunath Ayurved Mahavidyalaya & Hospital, Contai
- Rajib Gandhi Memorial Ayurvedic College and Hospital ইত্যাদি।
ভারতবর্ষের কিছু স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান
- Institute of Medical Sciences Banaras Hindu University
- Rishikul Govt. PG Ayurvedic College, Haridwar
- National Institute of Ayurved, Jaipur
- Government Ayurved College, Patiala
- Government Ayurved College and Hospital, Nagpur ইত্যাদি।
আয়ুর্বেদিক কোর্সে কি কি পড়তে হয়?
BAMS কোর্সে যে যে বিষয়ে পড়ানো হয়, তা হল –
- Rasa Shastra and Bhaishajya Kalpana
- Dravyaguna Vijnana
- Ayurveda Sharir Kriya Evam Rachana Vigyana
- Pharmaceutical Chemistry (Inorganic and Organic)
- Pharmaceutical Biology
- Anatomy and Physiology
- Sanskrit
- Pharmaceutical Engineering
- Forensic Pharmacy Acts Rules & Regulations & Pharmaceutical Management ইত্যাদি বিভিন্ন বিষয় পড়তে হয়।
BAMS কলেজের কোর্স ফিস কত?
BAMS কলেজের কোর্স ফি গড়ে 1,50,000 টাকা থেকে 320,000 টাকা অবধি। তবে বেসরকারি কলেজের ক্ষেত্রে কোর্স ফি আরো বেশি হতে পারে।
আয়ুর্বেদিক কোর্সের ভবিষ্যত কেমন?
চিকিৎসা পদ্ধতিতে আয়ুর্বেদের স্থান ভারতের ভারতে দ্বিতীয়। দীর্ঘস্থায়ী রোগের (Chronic disease) চিকিৎসার জন্য অনেকেই আয়ুর্বেদকে তাদের প্রধান পছন্দের তালিকায় রাখেন। এমনকি জীবনীশক্তি (vitality) এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্যও আয়ুর্বেদিক ওষুধ বহুল ব্যবহৃত হয়।
প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী 2024 সালের মধ্যে আয়ুর্বেদিক ইন্ডাস্ট্রি 16% বৃদ্ধির সাথে (CAGR) 710 বিলিয়ান টাকায় পৌঁছাবে। সুতরাং বলা যেতে পারে এই ক্ষেত্রের ভবিষ্যৎ যথেষ্ট ভালো।
ভারতে অসংখ্য আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুতকারী সংস্থা আছেন, যাদের মধ্যে অগ্রগণ্য কয়েকটি সংস্থা হল –
- Dabur India Ltd
- Patanjali Ayurveda
- Emami Limited
- Baidyanath
- Himalaya Wellness ইত্যাদি।
BAMS করে কি কি কাজের সুযোগ রয়েছে?
BAMS কোর্স সফলভাবে শেষ করলে আয়ুর্বেদ ডাক্তার হিসাবে তাঁর রেজিস্ট্রেশন নথিভুক্ত হয় এবং তিনি মানুষের চিকিৎসা করার অনুমতি লাভ করেন।
আয়ুর্বেদ ডাক্তাররা BAMS কোর্স করার পরে MD বা MS কোর্স করতে পারেন। আবার অনেকে কাজের জগতেও প্রবেশ করেন। ডাক্তারির যে কোনো ফিল্ডেই ডাক্তাররা কন্সালট্যানট হিসাবে নিজেরা স্বতন্ত্রভাবে কাজ করতে পারেন অথবা কোন সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে চিকিৎসার কাজ করতে পারেন।
যে সমস্ত ক্ষেত্রে একজন BAMS ডাক্তার মূলত কাজ করেন, সেগুলি হল –
- শিক্ষাগত ক্ষেত্রে (Lecturer, Scientist)
- ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে (যেমন, বিজনেস ডেভালপমেনট অফিসার বা কোন কোম্পানিতে ফার্মাসিস্ট বা প্রডাক্ট ম্যানেজার হিসেবে)
- একজন আয়ুর্বেদ ডাক্তার হিসেবে নিজস্ব কনসালটেন্সি বা ডাক্তার হিসেবে কোন সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে
মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে ইত্যাদি।
একজন আয়ুর্বেদিক ডাক্তার কেমন বেতন পেতে পারেন?
একজন নতুন ডাক্তার সাধারণত মাসিক 30 হাজার থেকে 40 হাজার টাকা বেতন পেতে পারেন।
[বিশেষ লক্ষ্যনীয়ঃ চাকরির বেতন স্থান, পড়ার কলেজ, আগেকার রেজাল্ট, তার দক্ষতা এবং তার কাজের পরিধির উপর নির্ভর করে।]
পর্ব সমাপ্ত! আরো পড়ুন – BHMS | বিএইচএমএস হোমিওপ্যাথি
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন ↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।