Education Honours
Category – Genaral Studies

এডুকেশন (Education) বা শিক্ষা বিজ্ঞান কি?

এডুকেশন (Education) বা শিক্ষা বিজ্ঞান হল এমন একটি বিষয় যেখানে শিক্ষানীতি, শিক্ষাবিদ্যা, শিক্ষার গুরুত্ব, সংগঠন এবং নেতৃত্ব ইত্যাদি বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।

এডুকেশন অনার্স হল একটি স্নাতক স্তরের কোর্স, যার সময়সীমা 3 বছর।

কারা পড়বেন এডুকেশন অনার্স?

যারা এডুকেশন বিষয়টি পড়তে ভালোবাসেন এবং এই বিষয়টি নিয়ে ভবিষ্যৎ গড়তে চান, তাদের এই শিক্ষা বিজ্ঞান অনার্স করা উচিত।


আরো পড়ুন – ফিজিক্যাল এডুকেশন অনার্স | Physical Education Honours

কিভাবে পড়বো এডুকেশন অনার্স?

এডুকেশন অনার্স পড়ার জন্য যে কোনো বিভাগ থেকে 50% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সাধারণত এই অনার্সে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে ভর্তি হওয়া যায়। তবে কিছু শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব প্রবেশিকা পরীক্ষা আয়োজন করে, তা উত্তীর্ণ হয়ে ভর্তি হতে হয়।


আরো পড়ুন – সংস্কৃত অনার্স | Sanskrit Honours

এডুকেশন অনার্স কোথায় কোথায় পড়ানো হয়?

পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে এই এডুকেশন অনার্স পড়ানো হয়। নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –

  • Jadavpur University, Kolkata
  • Rammohan College, Kolkata
  • Sivanath Sastri College, Kolkata
  • Basanti Devi College, Kolkata
  • Loreto College, Kolkata
  • Bidhan Chandra College, Hooghly
  • Nehru College, Assam
  • Netaji Subhash Mahavidyalaya, Udaipur ইত্যাদি।

আরো পড়ুন – ফিজিওলজি অনার্স | Physiology Honours

এডুকেশন অনার্স ফি কত?

অনার্সের ফি বিভিন্ন কলেজে ভিন্ন। সরকারি কলেজের তুলনায় বেসরকারি কলেজের ফি অনেকটাই বেশি। সাধারণত এই এডুকেশন অনার্সের ফি 5,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত বা তার বেশি হয়।

এডুকেশন অনার্সে কি কি পড়তে হয়?

এডুকেশন অনার্সে যে যে বিষয়ে ধারণা দেওয়া হয়, সেগুলি হল –

  • History of Education in India
  • Education in British India
  • Sociological Foundation of Education
  • Psychology of Adjustment
  • Educational Technology
  • Evaluation in Education ইত্যাদি।

আরো পড়ুন – সোসিওলজি অনার্স | Sociology Honours

এডুকেশন অনার্সের ভবিষ্যৎ কেমন?

বর্তমানে এডুকেশন অনার্স একটি জনপ্রিয় কোর্স। এই কোর্স করে দেশে-বিদেশে বিভিন্ন সংস্থায় চাকরি সুযোগ রয়েছে। বেসরকারি সংস্থার পাশাপাশি সরকারি সংস্থায়ও কাজের সুযোগ রয়েছে।

এডুকেশন অনার্স করে যে ধরনের পদে নিয়োগ হওয়া যায়, তা হল –

  • School Teacher
  • Education Administrator
  • Teaching Assistant
  • Learning Mentor
  • Advisor,
  • Writer,
  • Public Relation Journalist ইত্যাদি।

আরো পড়ুন – ইকোনমিকস অনার্স | Economics Honours

পর্ব সমাপ্ত!

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!