how-to-make-study-routine
Category – Tips

আমাদের জীবনের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ হল পড়াশোনা। আমাদের ভবিষ্যৎ নির্ধারণে পড়াশোনার বিরাট ভূমিকা রয়েছে।

ভালোভাবে পড়াশোনা করার জন্য দরকার একটি পড়াশোনার রুটিন, তাই আজকের আলোচ্য বিষয় হল পড়াশোনার রুটিন বা Study Routine.


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


পড়াশোনার রুটিন বা পড়াশোনা করার রুটিন কি?

এক কথায় বলতে গেলে পড়াশোনা করার রুটিন আর কিছুই নয় একটি সময়ের তালিকা। যেখানে কিভাবে পড়াশোনা করবে তার একটি চার্ট বা ছক তৈরি করতে হয়।


জেনে নাও – দ্রুত পড়া মুখস্থ করবে কিভাবে? | তাড়াতাড়ি পড়ার মুখস্থ করার কিছু টিপস

পড়াশোনার রুটিন কেন তৈরি করবে?

সঠিক পড়াশোনার রুটিনের বহু উপকারিতা রয়েছে, যেমন –

1) পড়াশোনার সাথে সাথে অন্যান্য কাজের সময়কে ব্যালেন্স করে চলতে পারা, অর্থাৎ সময়কে নিজের মত করে চালাতে পারা।

2) পড়া ভালো করে বোঝা যায়।

3) পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং ভালো রেজাল্ট হবে।


জেনে নাও – পড়াশোনার সেরা পাঁচটি অ্যাপ ও ওয়েবসাইট

পড়াশোনার রুটিন তৈরি করবে কিভাবে?

খুবই সহজে পড়ার রুটিন তৈরি করে যায়। কয়েকটি ধাপে তা নীচে দেওয়া হল –

1) লক্ষ্য নির্ধারণ করা – তুমি পড়াশোনার রুটিনের মাধ্যমে কী অর্জন করতে চাও তা নির্ধারণ করো। নিজের লক্ষ অবস্থা অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে কোনো, যেমন কোন অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করা বা কোন পরীক্ষার জন্য প্রস্তুতি বা নতুন কিছু শেখা ইত্যাদি।

2) সময়সূচী তৈরি করা – সারাদিনের সমস্ত কাজের মধ্যে নিজে পড়ার জন্য সময় বেছে নাও। নিজের পছন্দ এবং প্রয়োজন অনুসারে সেই সময়কে ভাগ করে একটি রুটিন তৈরি করো।

careerbondhu.com whatsapp channel

3) ব্রেক বা বিরতির প্ল্যান – পড়ার মধ্যে ছোটো বিরতি রাখো। একটা বিষয়ের পর 5-10 মিনিটের একটি ছোটো বিরতি নিয়ে অন্য বিষয় নিয়ে পড়া শুরু করো।

4) প্রায়োটাইজ (Prioritize) করা – গুরুত্বপূর্ণ বা কঠিন বিষয়গুলির উপর জোর দাও এবং সেগুলিকে আলাদা করে গুরুত্ব দাও বা প্রায়োটাইজ করো।

5) পরিবর্তন করা – সপ্তাহে একদিন পরীক্ষা বা টেস্ট নিয়ে রুটিনের সাফল্য বুঝে নেওয়ার চেষ্টা করো। প্রয়োজনে রুটিন পরিবর্তন করো।

পড়াশোনার রুটিন কিভাবে মেনে চলবে?

পড়াশোনার রুটিন সঠিকভাবে মেনে চলার জন্য দৃঢ় মানসিকতা রাখতে হবে এবং পরিবারের সদস্যদের সাহায্য নিয়ে সফল হতে হবে। প্রথম প্রথম রুটিন মেনে চলতে একটি অসুবিধা হবে কিন্তু দৃঢ়ভাবে অনুসরণ করলে ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হয়ে যাবে।


মনোযোগী কিভাবে হবে, তার জন্য দেখে নাও – পড়াশোনায় মনোযোগী হওয়ার সহজ উপায়

নীচে কয়েকটি বিষয় উল্লেখ করা হল যা তোমার পড়াশোনার কার্যকারিতা বৃদ্ধি করবে, যথা –

– শান্ত পরিবেশে পড়াশোনা করতে বসো এবং পড়ার সময় শুধুমাত্র পড়াশোনায় মন দাও।

– পরিবারের সদস্যরা যেন পড়ার সময় কোনভাবেই বিরক্ত না করে তার খেয়াল রাখো।

careerbondhu.com telegram channel

– পড়ার সময় মোবাইল ফোন নিজের কাছে রাখবে না, বার বার নোটিফিকেশন এলে মনোযোগ বিচ্ছিন্ন হবে।

– যখন যে বিষয় পড়বে তখন ঐ বিষয় নিয়েই ভাববে, অন্য বিষয় নিয়ে ভাববে না।


জেনে নাও – পরীক্ষার আগে কি ধরণের ডায়েট প্ল্যান বা খাবার খাওয়া উচিত?

আমাদের এই পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই রকম আর পোস্ট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে https://careerbondhu.com/ নিয়মিত চোখ রাখো।

পর্ব সমাপ্ত!


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


কেরিয়ার ও ব্যবসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে বা কি রকম ধরনের পোস্ট চাইছো, তা নীচের ছবিটায় ক্লিক করে জানাতে পারো↓

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!