how-to-give-an-interview
Category – Tips

বর্তমানে যে কোনো চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ অবশ্যই দিতে হয়। যদি নিজের পছন্দের চাকরি পেতে চান তাহলে তো ভালো করে ইন্টারভিউ দিতেই হবে। কারণ ইন্টারভিউর উপর নির্ভর চাকরিটি পাওয়ার সম্ভাবনা আছে কিনা। যোগ্যতা থাকা সত্ত্বেও যদি আপনি ইন্টারভিউ ভালো করে না দিতে পারেন তাহলে আপনি পছন্দের চাকরিতে সিলেক্ট হতে পারবেন না। তাই একটি চাকরি পাওয়ার জন্য একটি সফল ইন্টারভিউ দেওয়া প্রয়োজন।

ইন্টারভিউ কিভাবে দিতে হয়? বা সঠিক ইন্টারভিউ দেওয়ার কিছু উপায় আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করবো।

ইন্টারভিউ (Interview) কি?

‘ইন্টারভিউ (Interview)’ শব্দটির আক্ষরিক বাংলা অর্থ হল ‘সাক্ষাৎকার’। কোনো প্রতিষ্ঠান বা সংস্থায় কর্মী নিয়োগের জন্য সেই সংস্থার নিয়োগকর্তা বা কর্মকর্তার সাথে প্রার্থীর সাক্ষাৎকার হয় এবং কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, একেই ইন্টারভিউ বলা হয়।

ইন্টারভিউ কিভাবে দিতে হয়?

ইন্টারভিউ কিভাবে দেবেন তা কয়েকটি ধাপে নীচে আলোচনা করা হল:

আত্মবিশ্বাস বা কনফিডেন্স (Confidence) রাখা

একটি সফল ইন্টারভিউ দেওয়ার জন্য প্রথমেই নিজের প্রতি বিশ্বাস উচিত। ইন্টারভিউ দিতে যাবার আগে ভাবুন আপনি চাকরীটা পাবেনই। কোনোরকম নার্ভাস বা টেনশন নিয়ে ইন্টারভিউ দিতে যাওয়া উচিত নয়। আপনি যদি ঘাবড়ে যান তাহলে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন না, যার ফলে আপনার ইন্টারভিউ ভালো হবে না।

ধৈর্য, ভদ্রতা ও নম্রতা বজায় রাখা

নিজের হাঁটা-চলা এবং চেয়ারে বসা সব কিছুর মধ্যেই ভদ্রতা এবং নম্রতা বজায় রাখতে হবে। উৎশৃঙ্খল কোনোরকম ব্যবহার করা চলবে না। ইন্টারভিউ দেওয়ার সময় কোনোরকম তাড়াহুড়ো করবেন না এবং বার বার ঘড়ির দিকে তাকাবেন না।

how to write CV
সঠিক CV তৈরি করা

একটি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রয়োজন একটি সুন্দর, পরিষ্কার এবং সঠিক তথ্য সম্পন্ন CV. ভাবেছেন CV কিভাবে তৈরি করবেন? চিন্তা নেই নীচের লিঙ্কে ক্লিক করে জেনে নিন,

CV কিভাবে তৈরি করবেন? | CV তৈরি করার সঠিক নিয়ম

কথা বলার দক্ষতা

ইন্টারভিউ চলাকালিন নিজেকে শান্ত রেখে, সকল প্রশ্নের উত্তর নম্রভাবে একটু হাসি বজায় রেখে দেওয়া উচিত। মাথা গরম করে রেগে কোনো কথা বলা একদমই উচিত না। কোনো নেগেটিভ কথা একদমই বলবেন না, কোনো ব্যক্তি বা কোম্পানি কারোর সম্পর্কেই নেগেটিভ কথা বলা উচিত হয়। এমনকি আপনি যদি আগে কোনো কোম্পানিতে কাজ করতেন, তাহলে সেই কোম্পানি সম্পর্কেও কোনো খারাপ কথা বলবেন না।

ইন্টারভিউয়ারদের কথার মাঝে কোনো কথা বলবেন না। তাদের পুরো কথা মন দিয়ে শুনবেন তারপর উত্তর দেবেন।

interview questions
মনোযোগ দিয়ে পুরো প্রশ্ন শোনা এবং তারপর উত্তর দেওয়া

মনোযোগ দেওয়া

ইন্টারভিউ দেওয়ার সময় খুব মনোযোগ দিয়ে প্রশ্নগুলি শুনবেন এবং তার সঠিক উত্তর দেবেন। অন্য কোনো কিছু সেই সময় ভাববেন না।

ভাষার উপর দক্ষতা

আপনি যে ভাষায় দক্ষ সেই ভাষায় ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন। আপনি যদি ইংরাজি ভাষায় দক্ষ না হয়েও তা বলার চেষ্টা করেন এবং ভুল বলেন তাহলে আপনার ইমপ্রেশন খারাপ হবে। সেরকম হলে ইংরাজি বলতে শেখা প্র্যাকটিস করুন। কিন্তু যে ভাষায় আপনি কনফিডেন্সের সাথে উত্তর দিতে পারবেন সেই ভাষাতেই ইন্টারভিউ দেওয়া ভালো।

সময়নিষ্ঠ বা পাংচুয়াল (Punctual):

নিজেকে পাংচুয়াল হতেই হবে। ইন্টারভিউ দেওয়ার জন্য কোনোভাবেই দেরি করা চলবে না। সঠিক সময়ে পৌঁছাতে হবে, বাড়ি থেকে ইন্টারভিউ দেওয়ার জায়গা দূরে হলে সময় নিয়ে আগে চলে আসা ভালো।

 

time punctual
ইন্টারভিউ দেওয়ার জন্য টাইম পাংচুয়াল হওয়া প্রয়োজন

ইন্টারভিউ রুমে প্রবেশ

আপনি যখন ইন্টারভিউ রুমে ঢুকবেন তখন হাসিমুখে ঢুকবেন। তাড়াহুড়ো করে হাঁটবেন না আপনি সাধারণত যেভাবে হাঁটেন সেরকম হেঁটে যাবেন। যদি একাধিক ইন্টারভিউয়ার থাকে তাহলে সকলের দিকে তাকিয়ে একটু হেসে নেবেন এবং সকলকে সম্ভাষণ করে ভদ্রভাবে চেয়ারে বসবেন।

ইন্টারভিউর পূর্বপ্রস্তুতি

পরীক্ষার জন্য যেমন আগে থেকে প্রস্তুতি নিতে হয় সেরকমই ইন্টারভিউ দিতে যাওয়ার আগেও প্রস্তুতি নেওয়া প্রয়োজন। ইন্টারভিউ দিতে গিয়ে কি বলবেন, কি করবেন সেগুলি একবার প্র্যাকটিস করে নেওয়া প্রয়োজন।

তাই একটি সফল ইন্টারভিউর জন্য প্রয়োজন কিছু পূর্বপ্রস্তুতির। কিভাবে পূর্বপ্রস্তুতি নেবেন তা, জেনে নিন নীচের লিঙ্কে ক্লিক করে।

ইন্টারভিউর প্রস্তুতি কিভাবে নেবেন? | ইন্টারভিউর প্রস্তুতি

পোশাক-পরিচ্ছদ

ইন্টারভিউর পোশাক সম্পর্কে সচেতন হওয়া আবশ্যক। পরিষ্কার এবং ফর্মাল ড্রেস পরে ইন্টারভিউ দিতে যাবেন।

Formal dress
পোশাক-পরিচ্ছদ নিয়ে সচেতন

আপনার পোশাক আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবে, তাই খুব হালকা রঙের পোশাক এবং সঠিক জুতো পরা উচিত। মহিলারা বেশি গহনা পড়বেন না বা সেজে যাবেন না।

ইন্টারভিউর প্রশ্ন-উত্তর

ইন্টারভিউর সময় যে যে প্রশ্নগুলি জিজ্ঞাসা করে, সেই প্রশ্নের উত্তরগুলি তৈরি করে নিন। যাতে ইন্টারভিউ দেওয়ার সময় সহজেই বলতে পারবেন। ইন্টারভিউয়ের কয়েকটি কমন প্রশ্ন হল –

  • নিজের সম্পর্কে কিছু কথা বলা
  • আপনার দুর্বলতা এবং শক্তি কি কি?
  • আপনি এই কোম্পানিতে কেন কাজ করতে চান?
  • যদি আগে কোনো কোম্পানিতে কাজ করতেন, তাহলে তা ছাড়তে চাইছেন কেন?
  • আপনি অবসর সময়ে কি করতে ভালোবাসেন?

একটি বিষয় মনে রাখবেন ইন্টারভিউ দিতে গিয়ে কখনই মিথ্যা কথা কিছু বলবেন না, সবসময় সত্যি কথা বলবেন।

মোবাইল ফোন বন্ধ রাখা

ইন্টারভিউ দেওয়ার সময় মোবাইল ফোন বন্ধ বা একদম সাইলেন্ট মোডে রাখা উচিত। কারণ বার বার আপনার ফোনে যদি রিংটোন বেজে ওঠে বা ভাইব্রেশন হয়, তাহলে ইন্টারভিউয়াররা বিরক্ত হবেনই।

switch off the mobile
ইন্টারভিউ চলাকালীন মোবাইল ফোন বন্ধ রাখা

ইন্টারভিউ থেকে বেরিয়ে আসার সময়

ইন্টারভিউ শেষ হয়ে গেলে সকলকে ধন্যবাদ বা ‘Thank You’ বলে এবং হাসিমুখে বিদায় জানিয়ে আসা উচিত।

একটি ইন্টারভিউ খারাপ হলে কখনোই হতাশ হয়ে পড়বেন না। মনে রাখবেন, প্রতিটি ইন্টারভিউ আপনাকে কিছু শেখার সুযোগ করে দেবে। ইন্টারভিউ দেওয়ার সঠিক নিয়ম এবং প্রস্তুতি আপনাকে ভবিষ্যতে সফল ইন্টারভিউ দিতে এবং আপনার পছন্দের চাকরি পেতে সাহায্য করবে।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের সকলের পড়ে ভালো লাগল। এই রকম বিভিন্ন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট https://careerbondhu.com/ -এর সঙ্গে যুক্ত থাকুন।

পর্ব সমাপ্ত!

কেরিয়ার ও ব্যবসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে বা কি রকম ধরনের পোস্ট চাইছো, তা নীচের ছবিটায় ক্লিক করে জানাতে পারো↓

careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!