Category – Genaral Studies
Table of Contents
Zoology (জুলজি) কি?
Zoology-এর বাংলা অর্থ হল প্রাণীবিজ্ঞান। জীববিজ্ঞান (Biology)-এর একটি শাখা হল জুলজি বা প্রাণীবিজ্ঞান। জুলজিতে বিভিন্ন প্রাণীদের শরীর সংক্রান্ত গবেষণা করা হয়। মানুষ থেকে শুরু করে বিড়াল, কুকুর, গরু, বাঘ, সিংহ প্রভৃতি প্রাণীর বিভিন্ন তথ্য যেমন – বিবর্তন, শ্রেণিবিন্যাস, শারীরিক গঠন, জৈব রসায়ন, জেনেটিক্স এবং তাদের বিভিন্ন অভ্যাস ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓
কারা পড়বেন জুলজি অনার্স?
যাদের প্রাণীবিজ্ঞান বিষয়ে আগ্রহ রয়েছে, তারা জুলজি অনার্স নিয়ে পড়তে পারেন।
আরো পড়ুন – সাইকোলজি অনার্স | Psychology Honours
কিভাবে পড়বো জুলজি অনার্স?
জুলজি অনার্স করার জন্য শিক্ষার্থীকে পদার্থবিদ্যা (Physics), রসায়নবিদ্যা (Chemistry) ও জীববিদ্যা (Biology) বিষয় তিনটি নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে।
এই কোর্সে সাধারণত ডাইরেক্ট অ্যাডমিশন হয়। তবে কিছু কলেজে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।
জুলজি অনার্স কোথায় কোথায় পড়ানো হয়?
জুলজি অনার্স পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে পড়ানো হয়। নীচে কয়েকটি কলেজের নাম দেওয়া হল –
- Scottish Church College , Kolkata
- Bethune College, Kolkata
- Asutosh College, Kolkata
- Lady Brabourne College, Kolkata
- Vidyasagar College, Kolkata
- Bangabasi College, Kolkata
- Jogamaya Devi College, Kolkata
- Kaliyaganj College, Uttar Dinajpur
- Triveni Devi Bhalotia College, Burdwan
- Mahatma Gandhi College, Purulia ইত্যাদি।
বিভিন্ন কলেজ সম্পর্কে জানতে, দেখে নিন – কলেজ দর্পণ | Colleges
জুলজি অনার্সের ফি কত?
বিভিন্ন কলেজে কোর্স ফি ভিন্ন। বেসরকারি কলেজের তুলনায় সরকারি কলেজে কোর্স ফি কম। সাধারণত জুলজি অনার্স কোর্সের ফি 5,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত হতে পারে।
আরো পড়ুন – নিউট্রিশন অনার্স | Nutrition Honours
জুলজি অনার্সে কি কি পড়তে হয়?
প্রাণীবিজ্ঞান বা জুলজি অনার্সে যে যে বিষয়ে পড়ানো হয়, তা হল –
- Microbiology
- Cell and Molecular Biology
- Biosphere
- Wildlife Forensics
- Animal Behaviour
- Entomology
- eZoo Science
- Biodiversity
- Behavioural Physiology
- Wildlife Conversations
- Parasitology ইত্যাদি।
আরো পড়ুন – স্ট্যাটিস্টিকস অনার্স | Statistics Honours
জুলজি অনার্সের ভবিষ্যৎ কেমন?
বর্তমানে জুলজি বা প্রাণীবিজ্ঞানের অনার্স একটি জনপ্রিয় কোর্স। এই কোর্স করে প্রাণী সংক্রান্ত বিভিন্ন সংস্থায় কাজ করা যায়। এই কোর্সটি করে প্রাণীদের উপর বিভিন্ন বিষয়ে গবেষণা করা যায়। এই কোর্স করে দেশে-বিদেশে চাকরির সুযোগ থাকায়, এই কোর্স উত্তীর্ণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল।
জুলজি অনার্স করে যে ধরনের পদে নিযুক্ত হওয়া যায়, তা হল –
- Animal care specialist
- Research Associate
- Wildlife Biologist
- Zookeeper
- Zoo Curator
- Wildlife Educator
- Lab Technicians
- Conservationist ইত্যাদি।
আরো পড়ুন – ইকোনমিকস অনার্স | Economics Honours
পর্ব সমাপ্ত!
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন ↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।