event management
Streams – Hospitality & Tourism

মানুষ সমাজবদ্ধ জীব। বেঁচে থাকার প্রয়োজনে জীবিকার যেমন প্রয়োজনীয়তা রয়েছে, তেমনি মানসিক শান্তির প্রয়োজনে বিনোদন, সামাজিক উৎসব, অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম। বৈদিক যুগ থেকেই বিভিন্ন রীতিনীতি, উৎসব পালনের প্রামাণ্য আমরা ইতিহাসে পাই।

বর্তমান জীবনে এইসব উৎসব, রীতিনীতির গণ্ডি ছেড়ে বহুদূর পৌঁছে গিয়েছে। সামাজিকতা রক্ষার্থে আজকের দিনে অন্নপ্রাশন থেকে বিবাহ, অফিস পার্টি থেকে যে কোনো ধার্মিক অনুষ্ঠানকে সুন্দরভাবে উপস্থাপন করতে ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের গুরুত্ব ভীষণভাবে প্রাসঙ্গিক।

ইভেন্ট‌ ম্যানেজমেন্ট কি?

ইভেন্ট ম্যানেজমেন্ট হল এমন একটি বিষয় যেখানে যে কোনো ধরনের অনুষ্ঠানকে সঠিক পরিকল্পনা ও পদ্ধতির মাধ্যমে পরিচালনা করা হয়। যেমন – বিভিন্ন ধরনের উৎসবকেন্দ্রিক অনুষ্ঠান, বাণিজ্য মেলা, বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন বড় বড় অফিস কনফারেন্স বা অফিস পার্টি, অন্যান্য যে কোনো অনুষ্ঠান যেখানে একসঙ্গে অনেক মানুষের জমায়েত ঘটে প্রভৃতি সমস্ত অনুষ্ঠানের যথার্থ পরিকল্পনা, আনুষ্ঠানিক আয়োজন ও সুষ্ঠুভাবে তা সম্পন্ন করাই ইভেন্ট ম্যানেজারদের কাজ।

এটি মাস কমিউনিকেশান বা হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সের একটি ভাগ হিসেবে অনেক কলেজে পড়ানো হয়। এই বিষয় সংক্রান্ত বিভিন্ন ধরনের বাণিজ্যিক বিশ্লেষণ, মার্কেটিং, প্ল্যানিং ইত্যাদি শেখানো হয় ইভেন্ট ম্যানেজমেন্ট কোর্সে।


আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓


কিভাবে পড়বো ইভেন্ট‌ ম্যানেজমেন্ট কোর্স?

যে কোনো বিভাগের ছাত্রছাত্রী এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোর্স নিয়ে পড়াশোনা করতে পারে। বাংলা, হিন্দি, ইংরাজি ইত্যাদি ভাষা খুব ভাল (fluent) বলতে পারলে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করা সহজ হয়।

Diploma in Event Management
উচ্চমাধ্যমিকের পর ইভেন্ট ম্যানেজমেন্টে ডিপ্লোমা কোর্সের জন্য আবেদন করতে পারবে। এই কোর্সের সময়সীমা 1 বছর। এখানে সাধারণত মেধা অনুযায়ী ভর্তি হওয়া যায়। উচ্চমাধ্যমিকে 50% নাম্বার থাকা দরকার, কলেজ অনুযায়ী এই নাম্বারের মাত্রা পরিবর্তিত হতে পারে।


আরো পড়ুন – Diploma in Hotel Management Course | হোটেল ম্যানেজমেন্টের ডিপ্লোমা কোর্স

BBA/BA in Event Management
BBA/BA কোর্সের সময়সীমা 3 বছর। উচ্চমাধ্যমিকের পর ছাত্রছাত্রীরা এই কোর্সের জন্য আবেদন করতে পারে। মেধা অনুযায়ী এবং কিছু কলেজে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে এই কোর্সে ভর্তি হওয়া যায়। উচ্চমাধ্যমিকে 50-55% নাম্বার থাকা প্রয়োজন, কলেজ অনুযায়ী এই নাম্বারের মাত্রা পরিবর্তিত হতে পারে।

MBA in Event Management
MBA কোর্সের সময়সীমা 2 বছর। BBA/BA কোর্সে 40-50% নাম্বার থাকলে এই কোর্সে ভর্তি হওয়া যায়। Final year অর্থাৎ শেষ বর্ষের পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন, তবে তাদের ভর্তির জন্য ন্যূনতম 50% নম্বর এবং প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রবেশিকা পরীক্ষাগুলি হল – MAT, CAT, XAT ইত্যাদি।
careerbondhu.com whatsapp channel

ইভেন্ট‌ ম্যানেজমেন্ট কোর্সে কি কি পড়তে হয়?

ইভেন্ট ম্যানেজমেন্ট কোর্সে যে যে বিষয়ে পড়ানো হয়, তা হল –

  • Management process
  • Business communication
  • Advertising management for services
  • Event management planning
  • Marketing and brand management
  • Communication and personality development
  • Event risk management
  • Advertising, PR and event management
  • Concept and Designing of event
  • Qualitative techniques
  • Human resource management ইত্যাদি বিভিন্ন বিষয় পড়তে হয়।

careerbondhu.com telegram channel

ইভেন্ট‌ ম্যানেজমেন্ট কোর্সের ভবিষ্যৎ কেমন?

বর্তমানে ভারতে বিশেষ করে এই কোর্সটির জনপ্রিয়তা খুব বেশী। এখানে জনসংখ্যা প্রচুর এবং নানান জাতির এবং ভাষাভাষীর মানুষজন এখানে রয়েছেন। তাই বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রায় সারা বছর ধরেই এদেশে চলতে থাকে। তাই এদেশে এই কোর্সটির চাহিদা বেশ বেশী এবং ভবিষ্যৎও যথেষ্ট ভালো।

2019 সাল অনুযায়ী ইভেন্ট ম্যানেজমেন্টে লাভের শতকরা পরিমাণ ছিল, $1,135.4 বিলিয়ন। এই লাভ শতকরা 11.2 CAGR (Compound Annual Growth Rate) হারে বেড়ে 2021-2028 সালের মধ্যে প্রায় লাভের পরিমাণ $1,552.9 বিলিয়ন পৌছনোর কথা।

এই ইন্ডাস্ট্রির মূল লাভের অংশ উঠে আসে বিভিন্ন ব্যক্তিগত ইভেন্ট বা কোন প্রডাক্ট যখন জনসাধারণের মাঝে এসে পৌঁছয়, অফিসিয়াল কোন ইভেন্ট, সেমিনার বা কনফারেন্স, প্রযুক্তি মেলা, স্কুল বা কলেজের খেলাধুলাজনিত ইভেন্ট, কোন সিনেমার প্রমোশান বা মুক্তি, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, মিউজিক বা ভিডিও অ্যালবাম মুক্তি ইত্যাদি বিভিন্ন ইভেন্টের আনুষ্ঠানিক আয়োজন থেকে। ভারতবর্ষের মত জায়গায় শুধুমাত্র বিবাহজনিত কারণে প্রচুর আয়োজন ও অর্থব্যায় করা হয়।


আরো পড়ুন – Hotel Management Course | হোটেল ম্যানেজমেন্ট কোর্স

ভারতের কয়েকটি সেরা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির নাম এখানে উল্লেখ করা হল,
– Wizcraft
– Tafcon
– Cineyug
– Pegasus
– Platinum Events
– JM Events
– Britt Worldwide ইত্যাদি।

বিদেশের কিছু বিখ্যাত কোম্পানি হল –
– Bassett Events, Inc
– MKG
– Colin Cowie
– Royal DSM
– Oren Co.
– Wonderland ইত্যাদি।
careerbondhu.com whatsapp channel

ইভেন্ট‌ ম্যানেজমেন্ট পড়ে যে ধরণের কাজ পাওয়া যায় –

  • Event Planner
  • Event Manager
  • Logistics Manager
  • Project Manager
  • Museum/Gallery Manager
  • Client Service Provider ইত্যাদি

ইভেন্ট‌ ম্যানেজমেন্ট পড়ে কি সরকারি চাকরি পাওয়া যায়?

কিছু সরকারী সংস্থা যেগুলি ইভেন্ট ম্যানেজমেন্ট স্নাতকদের বা স্নাতকোত্তরে যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করেছে তাদের জন্য কাজ দিয়ে থাকে যেমন,

  • NRTI (National Rail and Transportation Institute)
  • IITM, Kerala
  • NIT, Shilchar
  • IGNCA (Indira Gandhi National Centre For The Arts)
  • NAARM
  • TCGL ইত্যাদি বিভিন্ন সরকারী ক্ষেত্রে ।

পর্ব সমাপ্ত! আরো পড়ুন – Hospitality Management Course | হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স


নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন

WhatsApp Channel | Telegram Channel | Facebook Page


careerbondhu-telegram-channel

বিশেষ দ্রষ্টব্য

  • এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer
  • নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error
error: Content is protected !!