Streams – Computer Studies
পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী মানুষ। জীবজগতের অন্যান্য সকল প্রাণীর থেকে মানুষ তার দক্ষতা এবং বুদ্ধির গুণে এগিয়ে। আদিম প্রকৃতিতেই অন্যান্য সকল প্রাণীর মতো তার আবির্ভাব ঘটলেও, তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সে তৈরি করেছে উন্নত থেকে উন্নততর যন্ত্রপাতি, যা তার জীবনযাত্রাকে করে তুলেছে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যে ভরপুর।
সাম্প্রতিক কালের অন্যতম সেরা আবিষ্কার হল কম্পিউটার, যা গোটা বিশ্বকে হাতের একটা ক্লিকে এনে দিয়েছে। বর্তমান জীবনে এমন কোনো কর্মক্ষেত্র বোধহয় আমরা পাবো না যেখানে এখনো কম্পিউটারের ব্যবহার নেই। তাই প্রায় সবক্ষেত্রেই কম্পিউটার অ্যাপ্লিকেশনের ছাত্রছাত্রীদের কর্মসংস্থান সম্ভব।
Table of Contents
BCA কি?
BCA হল একটি তিন বছরের স্নাতক স্তরের কোর্স, যেখানে কম্পিউটার অ্যাপ্লিকেশান সম্পর্কিত পড়াশোনা করানো হয়।
BCA এর পুরো কথা হল ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান (Bachelor of Computer application)।
আমাদের Facebook পেজ লাইক করার অনুরোধ রইল। ↓
বর্তমান সময়ে কম্পিউটার নিয়ে পড়াশোনা করার ইচ্ছে থাকে অনেক ছাত্রছাত্রীর। খুব সত্যি কথা বললে, কম্পিউটার এমন একটি বিস্তৃত বিষয় যে এই কম্পিউটার নিয়ে পড়াশোনা বিভিন্ন শাখায় বিভক্ত। তাদের মধ্যে একটি শাখা হল, BCA বা ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান।
একটি কম্পিউটার সামগ্রিকভাবে কিভাবে কাজ করে সেটি এবং কম্পিউটারের ভিতরের যে মূল সফটওয়্যার থাকে তার কাজ ও পুরো সিস্টেমের সামগ্রিক কাজ নিয়ে খুঁটিনাটি আলোচনাই হল BCA এর প্রধান ও মূল বিষয়। যে কোনো সফটওয়্যার (software)-কে রান (run) করানোর জন্য কম্পিউটারের নিজস্ব বেশ কিছু ভাষার দরকার হয়। কম্পিউটারের সেই সমস্ত ভাষাও শেখানো হয় এখানে।
কিভাবে পড়বো BCA?
উচ্চমাধ্যমিকের (10+2) পর এই কোর্সে ভর্তি হওয়া যায়। যে কোনো বিভাগের (arts, science, commerce) ছাত্রছাত্রীরা এই BCA কোর্স নিয়ে পড়াশোনা করতে পারে।
উচ্চমাধ্যমিকে 45-55% নাম্বার থাকা প্রয়োজন। এই কোর্সে ভর্তি হওয়ার ন্যূনতম বয়স হল 17 বছর। কিছু কিছু কলেজে এই কোর্স নিয়ে ভর্তি হওয়ার জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অঙ্ক বিষয়টি থাকা আবশ্যক হয়ে থাকে।
স্নাতক স্তরের এই ডিগ্রি কোর্সের সময়সীমা সাধারণত 3 বছর কিন্তু কিছু কলেজে 4 বছরও হয়। কলেজ অনুযায়ী এই কোর্সের সময় পরিবর্তন হয়, এর সময়সীমা হল 3 থেকে 4 বছর।
বেশিরভাগ কলেজেগুলিতে BCA কোর্সে ভর্তির জন্য CET বা Common Entrance Test পরীক্ষাটি দিতে হয় এবং এই পরীক্ষার র্যাঙ্ক অনুযায়ী কলেজে ভর্তি হওয়া যায়। কিছু কিছু কলেজে ছাত্রছাত্রীর মেধা অনুযায়ী এই কোর্সে ভর্তি নেওয়া হয়। এছাড়াও কিছু কলেজে নিজ নিজ প্রতিষ্ঠানে ভর্তির জন্য নিজস্ব প্রবেশিকা পরীক্ষা আয়োজন করে থাকে।
আরো পড়ো – BBA কোর্স কি?
এই প্রবেশিকা পরীক্ষা পাশ করার পর পার্সোনাল ইন্টারভিউ (Personal Interview) হয়, এই কোর্সে ভর্তি হওয়ার জন্য সেটিতে উত্তীর্ণ হতে হয়।
এই BCA কোর্সের প্রবেশিকা পরীক্ষার সিলেবাস হল –
• Quantitative Ability
• General Awareness
• Computer Knowledge
• General English
• General intelligence and reasoning
BCA কোর্স কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয়?
ভারতের বিভিন্ন জায়গায় এবং পশ্চিমবঙ্গ তথা কলকাতার বহু প্রতিষ্ঠানে BCA কোর্স পড়ানো হয়ে থাকে।
কয়েকটি উল্লেখযোগ্য BCA কোর্সের শিক্ষা প্রতিষ্ঠানের নাম নীচে দেওয়া হল –
পশ্চিমবঙ্গের কিছু উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান
• IEM Kolkata, University of Engineering and Management
• Institute of Management Study (IMS), Kolkata
• BP Poddar Institute of Management and Technology, Kolkata
• JIS College of Engineering (JISCE), Kolkata
• Asansol Engineering College (AFC), Asansol ইত্যাদি।
আরো পড়ো – হোটেল ম্যানেজমেন্ট কোর্স কি?
ভারতবর্ষের কিছু উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান
• Christ University, Bangalore
• Presidency College, Bangalore
• Chandigarh University (CU), Chandigarh
• Jain University (JU), Bangalore
• Symbiosis Institute of Computer Studies and Research (SICSR), Pune
• Vellore Institute of Technology (VIT University), Vellore ইত্যাদি।
BCA কোর্স ফী কত?
বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে আলাদা আলাদা কোর্স ফী হয়। তবে সাধারণভাবে BCA কলেজের কোর্স ফী 3 লাখ থেকে 8 লাখ অবধি হতে পারে বা আরো বেশী হতে পারে।
BCA কোর্সে কি কি বিষয় পড়তে হয়?
• Hardware Lab (CIA Only)
• Statistics I For BCA
• Visual Programming Lab
• Operating Systems
• Introduction To Programming Using C
• Software Engineering
• Financial Accounting
• Database Management Systems
• Web Technology Lab
• Programming In Java
• Design And Analysis Of Algorithms
• Graphics And Animation
• Web Designing Project
• Multimedia Applications ইত্যাদি বিষয়ে পড়তে হয়।
BCA কোর্সের ভবিষ্যৎ কেমন?
আগামী দিনে কম্পিউটার সংক্রান্ত কাজের চাহিদা যে বাড়বেই, তা আজ আর বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানির লোকেরা তাদের কাজের জন্য দক্ষ কর্মী নিয়োগ করতে চাইবেন।
BCA তে পড়বার ক্ষেত্রে যেহেতু কম্পিউটারের প্রয়োগ সংক্রান্ত কাজ শেখার বিষয়ে অধিক গুরুত্ব দেওয়া হয়, তাই কাজের বাজারে BCA-এর ছাত্রছাত্রীরা বেশ কিছুটা এগিয়ে থাকেন।
বিভিন্ন পদে BCA করা প্রার্থীদের চাকরির সুবিধা থাকে। যেমন,
বিভিন্ন সরকারী ও বেসরকারী ব্যাঙ্কে, ডেটা সায়েন্টিস্ট, সিস্টেমস অ্যাডমিন, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার, কম্পিউটার প্রোগ্রামার, ইত্যাদি।
BCA করে বিভিন্ন স্পেশালাইজেশন করা যায়। যেমন,
• Game Design
• Networking Hardware
• Hardware Security
• Mobile App Development
• Cloud Computing ইত্যাদি নানান বিষয়।
আরো পড়ো – ইভেন্ট ম্যানেজমেন্ট কোর্স কিভাবে পড়বে?
কয়েকটি নামকরা কোম্পানির নাম এখানে দেওয়া হল, যেখানে BCA গ্র্যাজুয়েটদের কাজ করার সুযোগ রয়েছে, যেমন,
• HP
• Infosys
• Capgemini
• TCS
• Aricent
• Syntel
• Cognizant ইত্যাদি।
এই কোম্পানিগুলির মার্কেট গোটা পৃথিবী জুড়ে রয়েছে। প্রতিবছর কোটি কোটি টাকার ব্যবসায়িক লেনদেন চলে এখানে। কম্পিউটার ছাড়া এই সমস্ত ব্যবসায়িক ক্ষেত্রগুলি একেবারেই অচল।
BCA পড়ে যে ধরনের কাজ পাওয়া যায় –
• Software Tester
• System Administration
• Junior Programmer
• Web Developer
• Web Designer
• Software Developer
• System Engineer
• System Analyst
• Database Administrator
• Business Analyst ইত্যাদি।
আরো পড়ো – হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স কিভাবে পড়বে?
BCA পড়ে কি সরকারি চাকরি পাওয়া যায়?
BCA পড়ে অবশ্যই সরকারি চাকরি পাওয়া যায়। আগেই বলা হয়েছে যে বিভিন্ন সরকারি ব্যাঙ্কে কাজ করার সুযোগ আছে।
সরকারী বিভিন্ন পদগুলি হল যেমন,
• Business Executive
• Technical Manager
• Deputy Project Manager
• Project Assistant
• PL/SQL Developer ইত্যাদি।
পর্ব সমাপ্ত!
নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফলো করুন ↓
WhatsApp Channel | Telegram Channel | Facebook Page
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।