Category – Genaral Studies
Table of Contents
সংস্কৃত (Sanskrit) কি?
সংস্কৃত (Sanskrit) হল একটি ভাষা, যা ঐতিহাসিক ইন্দো-ইউরোপীয় ভাষা। হিন্দু ও বৌদ্ধধর্মের পবিত্র দেবভাষা হল এই সংস্কৃত ভাষা। বর্তমানে ভারতের সরকারি ভাষার মধ্যে অন্যতম হল সংস্কৃত ভাষা এবং উত্তরাখণ্ড রাজ্যের সরকারি ভাষা এই সংস্কৃত ভাষা। এটি প্রাচীনতম ভাষার মধ্যে অন্যতম। ভারতবর্ষ এবং তার প্রতিবেশী দেশের অধিকাংশ আধুনিক ভাষাই এই সংস্কৃত ভাষার দ্বারা প্রভাবিত।
সংস্কৃত অনার্স হল একটি তিন বছরের স্নাতক কোর্স।
আরো পড়ুন – বাংলা অনার্স | Bengali Honours
কারা পড়বেন সংস্কৃত অনার্স?
- যারা সংস্কৃত ভাষা নিয়ে পড়তে আগ্রহী,
- সংস্কৃত ভাষায় অনুবাদক হিসাবে কাজ করতে চান,
- হিন্দু ধর্মের বিভিন্ন পূজা-অর্চনা করতে যারা আগ্রহী, তাদের সংস্কৃত ভাষায় অনার্স করা উচিত।
কিভাবে পড়বো সংস্কৃত অনার্স?
যে কোনো বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষায় 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। এই নাম্বারের মাত্রা বিভিন্ন কলেজে ভিন্ন।
এই অনার্সে ভর্তি হওয়া উচ্চমাধ্যমিক বা সমতুল (10+2) পরীক্ষার নাম্বারের উপর নির্ভর করে। কিছু কলেজে নিজস্ব প্রবেশিকা পরীক্ষার আয়োজন করে, তা উত্তীর্ণ হয়ে সেই কলেজে ভর্তি হওয়া যায়।
আরো পড়ুন – ইংরাজি অনার্স | English Honours
সংস্কৃত অনার্স কোথায় কোথায় পড়ানো হয়?
সংস্কৃত অনার্স যে যে কলেজে পড়ানো হয় তা হল –
- Jadavpur University, Kolkata
- Sanskrit College, Kolkata
- Asutosh College, Kolkata
- Bethune College, Kolkata
- Acharya Prafulla Chandra College, Kolkata
- Lady Brabourne College, Kolkata
- Ramkrishna Mission Residential College, Kolkata
- Bangabasi College, Kolkata ইত্যাদি।
বিভিন্ন কলেজ সম্পর্কে জানতে, দেখে নিন – কলেজ দর্পণ | Colleges
সংস্কৃত অনার্স ফি কত?
অনার্সের ফি বিভিন্ন কলেজে ভিন্ন হয়। সরকারি কলেজে কোর্স ফি কম হয়, বেসরকারি কলেজের তুলনায়। সাধারণত এই অনার্সের ফি 5,000 থেকে 15,000 টাকা।
সংস্কৃত অনার্সে কি কি পড়তে হয়?
সংস্কৃত অনার্সে যে যে বিষয়ে পড়ানো হয়, তা হল –
- সংস্কৃত কবিতা, গদ্য, সাহিত্য, ব্যাকরণ ইত্যাদি
- সংস্কৃত সাহিত্যের ইতিহাস
- হিতোপদেশ উপকথা
- কালিদাসের কুমারসম ভাবম্
- শ্রীমদ্ভগবদ্গীতা
- বৈদিক পাঠক ইত্যাদি।
আরো পড়ুন – সাইকোলজি অনার্স | Psychology Honours
সংস্কৃত অনার্সের ভবিষ্যৎ কেমন?
সংস্কৃত অনার্স করে কিছু বিশেষ কাজে নিযুক্ত হওয়া যায়। যেহেতু এটি একটি ভারতবর্ষের অন্যতম প্রাচীন ভাষা তাই এই ভাষা পড়ে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার উপায়গুলিও কিছুটা ভিন্ন। নীচে আমরা বিস্তারিত আলোচনা করলাম।
সংস্কৃত অনার্স করে কি করা যায়?
সংস্কৃত অনার্স করে যে ধরনের কাজের সুযোগ রয়েছে –
- Sanskrit Teacher
- Sanskrit Proofreading
- Content Writer
- Translator
- Language Interpreter
- Astrologer
- Vastuvid ইত্যাদি।
পর্ব সমাপ্ত!
বিশেষ দ্রষ্টব্য
- এই নিবন্ধে ব্যবহৃত তথ্য ইন্টারনেট, সংবাদ পত্র, পত্রিকা, প্রকাশিত রিপোর্ট ইত্যাদি থেকে সংগ্রহ করা হয়েছে। নিবন্ধে ব্যবহৃত বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্সের নাম ইত্যাদি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে আরো জানার জন্য এই পাতাটি পড়ে নেবার অনুরোধ রইল → Disclaimer।
- নিবন্ধটি আমরা যথাসম্ভব ত্রুটি মুক্ত রাখার চেষ্টা করেছি, তথ্যে কোনরূপ ত্রুটি চিহ্নিত হলে তা অনিচ্ছাকৃত ত্রুটি হিসাবে গণ্য হবে, চিহ্নিত ত্রুটি এই পাতা থেকে তা আমাদের জানানো যেতে পারে → Report an error।